সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: ১০:০৮ পিএম, শনিবার, ১০ আগস্ট ২০২৪ আপডেট: ১০:০৮ পিএম, শনিবার, ১০ আগস্ট ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ওমর ফারুক (৪০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ শনিবার বিকেলে তিনি অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা করছিলেন।
গ্রেপ্তার ওমর ফারুক রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি পৌর এলাকার জাহানাবাদ গ্রামের সায়েদ আলীর ছেলে।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, বিকেলে সোনামসজিদ সীমান্ত এলাকার ১৮৬ নম্বর পিলারের কাছ দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন ওমর ফারুক। এ সময় তাঁকে গ্রেপ্তার করেন বিজিবি সদস্যরা। তাঁর কাছ থেকে ২৮ হাজার ৫০০ টাকা, একটি ডেবিট কার্ড ও একটি মুঠোফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওমর ফারুক জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রাণ–শঙ্কায় ৫ আগস্ট থেকে তিনি বোনের বাড়িতে আত্মগোপনে ছিলেন। গা ঢাকা দেওয়ার জন্য তিনি ভারত যাচ্ছিলেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।