৪০ তম বিসিএস প্রিলিমিনারী মডেল টেস্ট
অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: ০৮:০৪ এএম, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯ আপডেট: ০৯:০৪ এএম, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯
৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক সংবাদ টি দেখুন । তারই প্রেক্ষাপটে আপনাদের মনোবল কে উৎসাহ উদ্দীপনা দিয়ে আত্মবিস্বাস বাড়াতে আমাদের এবারের আয়োজন ৪০ তম বিসিএস প্রিলিমিনারী মডেল টেস্ট। শেষ দিনগুলোর পড়াশোনা হোক আনন্দময় ও আত্মবিস্বাস বর্ধক। মডেল টেস্ট এর উত্তর ও দেয়া আছে একই পোস্টে। ৪০ তম প্রিলির সকল পরীক্ষার্থীরা অংশগ্রহণ করুন আর নিজেদের কে যাচায় করে নিন।
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
৪০ তম বিসিএস প্রিলিমিনারী মডেল টেস্ট
পূর্ণমান: ২০০। সময়:২ ঘণ্টা।
১. নিচের কোনটি রবীন্দ্রনাথের প্রবন্ধ নয়?
ক. পঞ্চভূত
খ. কালান্তর
গ. সভ্যতার সংকট
ঘ. চোখের বালি
২. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
ক. পাল
খ. সেন
গ. মুঘল
ঘ. তুর্কী
৩.প্রশ্নঃ অশুদ্ধ বাংলা ও সংস্কৃত ভাষার মিশ্রণে রচিত একটি গ্রন্থ--
ক.ডাকার্ণব
খ.চর্যাপদ
গ.দোঁহাকোষ
ঘ.সেক শুভোদয়া
৪. আলাওলের ‘তোহফা’ কোন ধরনের কাব্য?
ক. আত্মজীবনী
খ. প্রণয়কাব্য
গ. নীতিবাক্য
ঘ. জঙ্গনামা
৫.ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুসাল
ক.১৭৫৮
খ.১৭৫৯
গ.১৭৬০
ঘ.১৭৬১
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
৬.মঙ্গলকাব্যে প্রধানত কোন ছন্দ ব্যবহৃত হয়েছে?
ক.পয়ার ছন্দ
খ.স্বরবৃত্ত ছন্দ
গ.মুক্তক ছন্দ
ঘ.গৈরিশ ছন্দ
৭. নিচের কোনটি শামসুর রাহমানের উপন্যাস নয়?
ক. এল সে অবেলায়
খ. অক্টোপাস
গ. অদ্ভুদ এক আঁধার
ঘ. বুক তাঁর বাংলাদেশের হৃদয়
৮. সুরেশ, অচলা, মহিম কোন উপন্যাসের চরিত্র?
ক. যোগাযোগ
খ. বিষবৃক্ষ
গ. চরিত্রহীন
ঘ. গৃহদাহ
৯. আধুনিক বাংলা সাহিত্যের ‘প্রথম বিদ্রোহী কবি’
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. কাজী নজরুল ইসলাম
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. ফররুখ আহমেদ
১০. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়?
ক. বিদ্রোহী
খ. আনন্দময়ীর আগমনে
গ. কাণ্ডারী হুঁশিয়ার
ঘ.প্রলয়োল্লাস
১১. 'সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন?
ক.রবীন্দ্রনাথ ঠাকুর
খ.সত্যেন্দ্রনাথ দত্ত
গ.কাজী নজরুল ইসলাম
ঘ.জসীমউদ্দীন
১২. ' সুবচন নির্বাসনে ' নাটকটি কার লেখা
ক.সেলিম আল দীন
খ.আবদুল্লাহ আল মামুন
গ. মুনীর চৌধুরী
ঘ.সৈয়দ শামসুল হক
১৩.কালি কলম (১৯২৬)পত্রিকার সসম্পাদক কে ছিলেন?
ক.প্রেমেন্দ্র মিত্র
খ.সঞ্জয় ভট্টাচার্য
গ.দীনেশ রঞ্জন দাশ
ঘ.সুধীন্দ্রনাথ দত্ত
১৪.কবি সুফিয়া কামালকে কী নামে ডাকা হয়?
ক.জননী সাহসিকা
খ.শহীদ জননী
গ.নারী মুক্তির দূত
ঘ.মুসলিম নারী জাগরণের অগ্রদূত
১৫.মীর মশাররফ হোসেনের ‘বিষাদ-সিন্ধু’ এর পর্ব সংখ্যা কতটি?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১৬. জীবনানন্দদাশের কবিতায় ‘চিত্ররুপময়তা’র পরিচয় পাওয়া যায় এক কথা কে বলেছেন ?
ক. বিষ্ণু দে
খ. বুদ্ধদেব বসু
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
১৭. ’তোমাকে অভিবাদন বাংলাদেশ’ কবিতাটি কার লেখা?
ক. নির্মলেন্দু গুণ
খ. মহাদেব সাহা
গ. রফিক আজাদ
ঘ. সৈয়দ শামসুল হক
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
১৮.সুকান্ত ভট্টাচার্য রচিত কোন কাব্যটি ফ্যাসিবাদ বিরোধী?
ক.আকাল
খ.ছাড়পত্র
গ.হরতাল
ঘ.অভিযান
১৯.‘গেরিলা’ চলচ্চিত্র কোন সাহিত্য অবলম্বনে তৈরি
ক.কালের যাত্রা
খ.নিরন্তর ঘণ্টাধ্বনি
গ.নিষিদ্ধ লোবান
ঘ.রাইফেল রোটি আওরাত
২০. ‘ তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কে?’ - উক্তিটি কোন উপন্যাসের ?
ক. আনন্দ মঠ
খ. সীতারাম
গ. দেবী চৌধুরাণী
ঘ. কপালকুণ্ডুলা
২১৷ কোন বানাটি শুদ্ধ?
ক) দধিচী
খ) পিপিলিকা
গ)) উদিচী
ঘ) কনীনিকা
২২৷ 'সে যেতে চায় তথাপি বসে আছে'- এটি কোন শ্রেণীর বাক্য?
ক) সরল
খ) জটিল
গ) যৌগিক
ঘ) মিশ্র
২৩৷ কোনটি যৌগিক শব্দ?
ক) জলধি
খ) কর্তব্য
গ) সন্দেশ
ঘ) বাঁশি
২৪৷ কোন বাক্যটি শুদ্ধ?
ক) সাহিত্য ও সংস্কৃতিক অনুষ্ঠান
খ) গণিত খুব কঠিন
গ) অংকটি কষ
ঘ) পাঁচজন ছাত্ররা স্কুলে যায়
২৫৷ নিচের কোনটি বিশেষণ নয়?
ক. লীন
খ. মূড়
গ.উপ্ত
ঘ. বিহিত
২৬৷ কোন স্বরবর্ণটির সংক্ষিপ্ত রূপ নেই?
ক) ই
খ) আ
গ) অ
ঘ) ঈ
২৭৷ ধ্বনি বিপর্যয়ের উদাহরণ -
ক) স্কুল> ইস্কুল
খ) রিক্ সা> রিস্ কা
গ) জানালা> জান্ লা
ঘ) বিলাতি> বিলিতি
২৮৷ Fraud এর পারিভাষিক অর্থ-
ক) মহাকাব্য
খ) প্রহসন
গ) প্রতারণা
ঘ) কল্পিত গল্প
২৯৷ 'তুমি এতক্ষণ কী করেছ' এ বাক্যে 'কী' কোন পদ?
ক) সর্বনাম পদ
খ) অব্যয় পদ
গ) বিশেষণ পদ
ঘ) ক্রিয়া পদ
৩০৷ মাত্রাবিহীন স্বরবর্ণ কতটি?
ক) ৪ টি
খ) ৬ টি
গ) ৮ টি
ঘ) ১০ টি
৩১৷ নিচের কোনটি সঠিক নয়?
ক. মনঃ + কষ্ট= মনকষ্ট
খ. প্রাতঃ + কাল = প্রাতঃকাল
গ. অহঃ+ অহ = অহরহ
ঘ. প্রাতঃ + আশ= প্রাতঃরাশ
৩২৷ 'হস্তী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) দিপ
খ) দীপ
গ) দ্বিপ
ঘ) দ্বীপ
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
৩৩৷ ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?
ক) আন
খ) আই
গ) আল
ঘ) আও
৩৪৷ বাগধারা ব্যাকরণের কোথায় আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্ব
খ.শব্দতত্ত্ব
খ. রুপতত্ত্ব
ঘ. বাক্যতত্ত্ব
৩৫৷ নিত্য সমাসের উদাহরণ কোনটি?
ক) সেতার
খ) বেতার
গ) দেশান্তর
ঘ) সহোদর
৩৬. ___ She wanted it She bought it
a. For
b. After
c. Because
d. While
৩৭. Please be quiet___the teacher is talking
a. Until
b. yet
c. While
d. during
৩৮. Are you conscious___ your age
a. of
b for
c about
d. after
৩৯. Jasim is objected to___ sent home early.
a. be
b. to be
c. being
d. have been
৪০. Select the singular number.
a. pianos
b. premises
c. bureau
d. politics
৪১. He went (up) . The bracket word is a/an
a. Noun
b. adjective
c. Adverb
d. Preposition
৪২. Your account has been credited___ Tk.5000
a. with
b. by
c. to
d. of
৪৩. “Oval” is an adjective of
a. Over
b. Egg
c. Lip
d. Eye
৪৪. I will go (when he will come). The bracket clause is a/an
a. Noun
b. Adverbial
c. Adjective
d. None of the above
৪৫. I am accustomed to _ early
a. sleep
b. have slept
c. sleeping
d. to sleep
৪৬. Change the voice of “ Nobody knows him here”
a. He is known by nobody here
b. Nobody knows him here
c. He is not known here
d. He is not known to nobody here
৪৭. Although I worked hard, I couldn’t pass my exam.
a. By the way
b. in spite of the fact that
c. therefore
d. but
৪৮. Choose the correct spelt word.
a. Datem
b. Dattum
c. Datum
d. Dutum
৪৯.What is the meaning of “de facto”
a. In fact
b. In correct
c. In range
d. In right
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
৫০. “Fire burns”, what kind of verb burn is
a. Transitive
b. Intransitive
c. Principal
d. Auxiliary
৫১. He worked (with all sincerity). The bracket phrase is
a. Noun phrase
b. Adverbial Phrase
c. An infinitive phrase
d. Adjective phrase
৫২. “Achilles heel” means
a. A strong point
b. A serious idea
c. A weak point
d. A permanent situation
৫৩. This is the book I lost. Here I lost is
a. a noun clause
b. an adjective clause
c. An adverbial Clause
d. None of these
৫৪. Nearest meaning of “Proviso”
a. Stipulation
b. Sanction
c. Substitute
d. Directive
৫৫. Which one of the following sentence is correct?
a. Each boy and each girl have pens
b. Each boy and each girl have a pen
c. Each boy and each girl has pen
d. Each boy and each girl will has a pen.
56."To justify the way of God to man" is the theme of
a. Lycidas
b. Paradise lost
c. Comus
d. Paradise regained
57. Which of the following school of literature is connected with a medical theory?
a. Comedy of manners
b. Heroic tragedy
c. Theatre of absurd
d. Comedy of humors
58. "Hasting day" in To Daffodils means
a. Fast day
b. Quiet day
c. Finishing day
d. Hurriedly passing day
59. A comedy does not have
a. A happy ending
b. A plot
c. Catharsis
d. Comic element
60. Soliloquy means
a. To memorise
b. Talking to oneself
c. Action of speech
d. Rehearsal of a play
61. The sentence "who would have thought Shylock was so unkind? Expresses-
a. Hyperbole
b. Intreeogation
c. Command
d. Wonder
62. Who wrote the poem "The sun rising"?
a. William wordsworth
b. John donne
c. William Shakespeare
d. Tennyson
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
63. Julius caeser is
a. A comedy
b. An elegy
c. A historical play
d. A tragedy
64. Renaissance is ...... word.
a. An Italian
b. A Russian
c. A European
d. A French
65. The wrath of Achilles is the theme of
a. Aeneid
b. Iliad
c. Odyssey
d. Don juan
66. "To the light house" is written by
a. Jonathon swift
b. Daniel defoe
c. Virginia woolf
d. Alexander Pope
67. Who did not receive nobel prize in literature?
a. Bernard show
b. T. S elliot
c. Leo Tolstoy
d. Bertand russell
68. He prayeth best, who loveth best, all things great and small- who has written this?
a. John milton
b. Robert Browning
c. S. T. Coleridge
d. William wordsworth
69. Romanticism is mainly connected with
a. Joy and happiness
b. Expectation and disappointment
c. Excitement and sensation
d. Love and beauty
70. The first english novel pamela has been written by
a. Daniel defoe
b. Henry fielding
c. Samuel richardson
d. Walter scott
৭১৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে একাধিক ডাবল সেঞ্চুরি করেন কে?
ক. মহেন্দ্র সিং ধোনি
খ. কুমার সাঙ্গাকারা
গ. মুশফিকুর রহিম
ঘ. অ্যান্ডি ফ্লাওয়ার
৭২৷ সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
ক. বাগের হাট
খ. রাজশাহী
গ. ঢাকা
ঘ. সিলেট
৭৩৷ বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়?
ক. ২৬ মার্চ ১৯৭১
খ. ১৭ জানুয়ারি ১৯৭২
গ. ১৬ ডিসেম্বর ১৯৭১
ঘ. ২১ ফেব্রুয়ারি ১৯৭২
৭৪৷ কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
ক. ইরান
খ. ইরাক
গ. সৌদিআরব
ঘ. লেবানন
৭৫৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?
ক. প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ
খ. রাষ্ট্রপতির আদেশ
গ. সংবিধান
ঘ. সুপ্রিমকোর্ট
৭৬৷ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(BIDA) কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. বানিজ্য মন্ত্রণালয়
খ. অর্থ মন্ত্রণালয়
গ. প্রধানমন্ত্রীর কার্যালয়
ঘ. রাষ্ট্রপতির কার্যালয়
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
৭৭৷ বর্তমানে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
গ. মালয়েশিয়া
ঘ. জার্মানি
৭৮৷ বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কতটি?
ক. ২৬টি
খ. ২৭টি
গ. ২৮টি
ঘ. ২৯টি
৭৯৷ বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি?
ক. ধর্মীয় ঐক্য
খ. ভ্রাতৃত্ববোধ
গ. ঐক্য ও সংহতি
ঘ. শৃঙ্খলাবোধ
৮০৷ বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী?
ক. জাতীয় সংসদের কাছে
খ. জনগণের কাছে
গ. রাষ্ট্রপতির কাছে
ঘ. কারও কাছে নয়
৮১৷ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতটি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বীতা করে?
ক. ৩৯টি
খ. ৪০টি
গ. ৪১টি
ঘ. ৩৮টি
৮২৷ সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না, কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে -
ক. রাজনৈতিক দল
খ. সুশীল সমাজ
গ. বিচার বিভাগ
ঘ. প্রশাসন বিভাগ
৮৩৷ বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষদেশ কোনটি?
ক. চীন
খ. যুক্তরাষ্ট্র
গ. ইউরোপীয় ইউনিয়ন
ঘ. কানাডা
৮৪৷ বাংলাদেশের অর্থনৈতিক নীতিনির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থার নাম কি?
ক. পরিকল্পনা কমিশন
খ. অর্থ মন্ত্রনালয়
গ. জন প্রশাসন মন্ত্রনালয়
ঘ. জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদ
৮৫. পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম বঞ্চবার্ষিক পরীকল্পনা কোন মেয়াদে হবে?
ক. ২০১৫-২০২০
খ. ২০১৬-২০২০
গ. ২০১৭-২০২১
ঘ. ২০১৮-২০২২
৮৬৷ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে?
ক. যুক্তরাষ্ট্র
খ. চীন
গ. মালয়েশিয়া
ঘ. জার্মানি
৮৭৷ বাংলাদেশে 'টেলি ব্যাংকিং' ব্যবস্থা চালু করে-
ক. জনতা ব্যাংক
খ. ব্রাক ব্যাংক
গ. স্ট্যান্ডার্ট চার্টার্ড ব্যাংক
ঘ. অগ্রনী ব্যাংক
৮৮৷ কর্ণফুলী পেপার মিলে কাঁচামাল হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
ক. গেওয়া কাঠ
খ. আঁখের ছোবড়া
গ. নলখাগড়া
ঘ. বাঁশ
৮৯৷ আমাদের দেশে ইউরিয়া সার উৎপাদন করার কাঁচামাল কি?
ক. কয়লা
খ. খনি হতে আহরিত নাইট্রেড
গ. প্রাকৃতিক গ্যাস
ঘ. বাতাস থেকে আহরিত অক্সিজেন ও নাইট্রোজেন
৯০৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ঘোষণা হয় কবে ?
ক. ১০ এপ্রিল , ১৯৭১
খ.১৭ এপ্রিল , ১৯৭১
গ. ২৬মার্চ , ১৯৭১
ঘ. ১৬ ডিসেম্বর , ১৯৭১
৯১। ভাষা আন্দোলন বাঙালিদের মধ্যে কী সঞ্চার করে ?
ক. অসাম্প্রদায়িকতা
খ. মুজিববাদ
গ. ভাব প্রকাশের স্বাধীনতা
ঘ. কোনটিই নয়
৯২। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট কতটি আসন পায়?
ক. ২২৩ টি
খ. ২৩৭টি
গ. ২৩২
ঘ. ২২৫টি
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
৯৩। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
ক. কর্নেল এমএজি ওসমানি
খ. গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. মেজর আব্দুর রব
৯৪। মুজিবনগর সরকারের অর্থ মন্ত্রী কে ছিলেন?
ক. এম. মনসুর আলী
খ. এ.এইচ.এম কামরুজ্জামান
গ. তাজউদ্দিন আহমেদ
ঘ. সৈয়দ নজরুল ইসলাম
৯৫। মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কতজন ?
ক. ৭
খ. ৬৮
গ. ১৭৫
ঘ. ৬৭৬
৯৬৷ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এর আহ্বায়ক কে ছিলেন?
ক. কাজী গোলাম মাহবুব
খ. নুরুল হক ভুইয়া
গ. শামসুল আলম
ঘ. আব্দুল মতিন
৯৭৷ ৭ মার্চ ভাষণের মূল বিষয়- ক. ৬টি
খ. ৪টি
গ. ৮টি
ঘ. ১১টি
৯৮. স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষি শুমারি হয়-
ক. ১৯৭৭ সালে
খ. ১৯৮৪ সালে
গ. ১৯৯৬ সালে
ঘ. ২০০৮ সালে
৯৯. বর্ণালী ও শুভ্রা হলো-
ক. উন্নত জাতের ধান
খ. উন্নত জাতের গম
গ. উন্নত জাতের ভুট্টা
ঘ. উন্নত জাতের তামাক
১০০. বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে?
ক. ৬টি
খ. ৭টি
গ. ৪টি
ঘ. ৮টি
১০১. জাতিসংঘের উপ-মহাসচিব আমিনা মোহাম্মদ কোন দেশের নাগরিক?
ক. লেবানন
খ. সুদান
গ. নাইজেরিয়া
ঘ. সৌদিআরব
১০২. বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি শরনার্থী আশ্রয় প্রদান করে?
ক. বাংলাদেশ
খ. পাকিস্তান
গ. তুরস্ক
ঘ. জার্মানি
১০৩. আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (ARSA) নামক সংগঠনের নেতা কে?
ক. আতাউল্লাহ আবু আমর জুনুনি
খ. জাইদ আল হোসাইন
গ. হাসিন আল ইয়াকিন
ঘ. আব্দুর রশিদ দোস্তাম
১০৪. আন্তর্জাতিক ওজন স্তর সংরক্ষণ দিবস কবে পালিত হয়?
ক. ২১ জুন
খ. ২৯ জুলাই
গ. ১৬ সেপ্টেম্বর
ঘ. ৪ অক্টোবর
১০৫. চীনে দুই সন্তান নীতি কার্যকর হয় কবে?
ক. ১ জানুয়ারি, ২০১৭
খ. ১ জানুয়ারি, ২০১৬
গ. ১ মার্চ, ২০১৭
ঘ. ১ জুলাই, ২০১৬
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
১০৬. পানামা খালের শতবর্ষ পালিত হয় কবে?
ক. ১৫ মে, ২০১৪
খ. ১৫ জুলাই, ২০১৪
গ. ১৫ জুন, ২০১৪
ঘ. ১৫ আগস্ট, ২০১৪
১০৭. জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার মোট দৈর্ঘ কত?
ক. ৭৪০ কি. মি.
খ. ৬৪০ কি. মি.
গ. ৫৪০ কি. মি.
ঘ. ৮৪০ কি. মি.
১০৮. নবম BRICS সম্মেলন কোথায় অনুষ্ঠাত হয়?
ক. জিয়ামেন, চীন
খ. মস্কো, রাশিয়া
গ. কেপটাউন, দক্ষিণ আফ্রিকা
ঘ. সাওপাওলো, ব্রাজিল
১০৯. মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
ক. থিন কিয়াও
খ. থেইন সেইন
গ. অং সা সুচি
ঘ. উইন মিন্ট
১১০. আমাজন আঞ্চল কোথায়?
ক. দক্ষিণ আফ্রিকা
খ. উত্তর আমেরিকা
গ. পশ্চিম আফ্রিকা
ঘ. দক্ষিণ আফ্রিকা
১১১. মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কবে জেরুজালেমকে একতরফাভাবে ইসরাইলের রাজধানী ঘোষণা করেন?
ক. ১ ডিসেম্বর, ২০১৭
খ. ৬ ডিসেম্বর, ২০১৭
গ. ২৫ ডিসেম্বর, ২০১৭
ঘ. ১৫ ডিসেম্বর, ২০১৭
১১২. রামনাথ কোবিন্দ ভারতের কততম রাষ্ট্রপতি?
ক. ১৪ তম
খ. ১৫ তম
গ. ১৭ তম
ঘ. ২৪ তম
১১৩. ডোকলাম উপত্যাকা কোন দেশের সাথে সংযুক্ত?
ক. ভারত-নেপাল-চীন
খ. চীন-মায়ানমার-ভারত
গ. ভারত-ভুটান-চীন
ঘ. ভারত-চীন-পাকিস্তান
১১৪. নিম্নলিখিত কোন দিনটি International Mother Earth Day?
ক. ১৮ এপ্রিল
খ. ২০ এপ্রিল
গ. ২২ এপ্রিল
ঘ. ২৪ এপ্রিল
১১৫. RS Sarmat বা শয়তান-২ নামক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্রটি কোন দেশের?
ক. রাশিয়া
খ. যুক্তরাষ্ট্র
গ. ভারত
ঘ. ইরান
১১৬. 'Remain of the Day' নামক গ্রন্থের লেখক কে?
ক. জর্জ স্যান্ডার্স
খ. কাজুও ইশিগুরো
গ. পল বিট
ঘ. তাহমিমা আনাম
১১৭. মায়ানমার আরাকান রাজ্য দখল করে কোন সালে?
ক. ১৭১৭
খ. ১৭৪৮
গ. ১৭৫৭
ঘ. ১৭৮৪
১১৮. আয়তনে মধ্যপ্রাচ্যের বৃহত্তম দেশ কোনটি?
ক. মিশর
খ. লেবানন
গ. ইরান
ঘ. সৌদি আরব
১১৯. যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে সীমান্ত দৈর্ঘ কত?
ক. ২৮৭০
খ. ৩২০১
গ. ৩৫৩৭
ঘ. ৪২০৭
১২০. কোন দেশের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম 'চেম্বার অব ডেপুটি'?
ক. স্পেন
খ. পোল্যান্ড
গ. নেপাল
ঘ. ইতালি
১২১. তথ্য প্রযুক্তি ব্যবহার ভর্তি প্রক্রিয়া কার্যক্রম শুরু হয় কত সালে?
ক.২০১০
খ.২০০৯
গ.২০০৮
ঘ.২০০৭
১২২. বর্তমানে ছবি আপলোড করার জনপ্রিয় সাইট কোনটি?
ক.ফেসবুক
খ.টুইটার
গ.ইয়াহুর ফ্লিকার
ঘ.কোনটি না
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
১২৩.কোনটি ধীরে ধীরে একটি বুদ্ধিমান যন্ত্রে পরিণত হতে চলেছে?
ক.কম্পিউটার
খ.মোবইল ফোন
গ.কম্পিউটার ও মোবাইল ফোন
ঘ.কোনটিই না
১২৪.প্রথম দিকে ডিজিটাল ক্যামেরা কিসের জন্য ব্যবহৃত হতো?
ক.ছবি তোলার জন্য
খ.মহাকাশ গবেষনায়
গ.ভিডিও করার জন্য
ঘ.কোনটিই নয়
১২৫. কোম্পানি কত সালে প্রথম হার্ডডিস্ক ব্যবহার করে?
ক.১৯৪৮
খ.১৯৭৫
গ.১৯৫৬
ঘ.১৯৫২
১২৬. মাইক্রোপ্রসেসর Intel Core i3 কত বিটের?
ক.৪
খ.৮
গ.৩২
ঘ.৬৪ বিট
১২৭.কোন ভাইরাসটির কারনে মাইক্রোসফট তাদের মেইল সার্ভার বন্ধ রেখেছিলো ?
ক. Storm Worm
খ. MyDoom
গ.Melissa
ঘ.কোনটি না
১২৮.নিচের কোনটি সঠিক?
ক.১ কিলোবাইট= ১০০০ বাইট
খ.১ গিগাবাইট=১০২৪ মেগাবাইট
গ.১ মেগাবাইট= ১০০০ বাইট
ঘ.১ মেগাবাইট=১০২৪ বাইট
১২৯. একটি লজিক গেট এর আউটপুট 1হয় যখন সব ইনপুট 0 থাকে?
ক.AND
খ.OR
গ.XOR
ঘ.NAND
১৩০. নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?
ক. SPSS
খ. Mac OS
গ.Be Os
ঘ.AIX
১৩১.নিচের কোনটি একটি ফাইল কমপ্রেশন সফটওয়্যারের উদাহরণ?
ক.Wincompress
খ.MS Compress
গ.MSW FileZip
ঘ.TurboZip Express
১৩২.নিচের কোনটি আউটপুট ডিভাউস?
ক.Key Bord
খ.Printer
গ.Projector
ঘ.Scanner
১৩৩. নেটওয়ার্কভুক্ত কম্পিউটার সমূহের অবস্থানগত এবং সংযোগ বিন্যাসকে কি বলে?
ক. নেটওয়ার্ক
খ.কমিউনিকেশন
গ.টপোলজি
ঘ. সোর্স
১৩৪.46 কে বাইনারিতে প্রকাশ করুন
ক.1011000
খ.101110
গ.110010
ঘ.110000
১৩৫.OSI মডেলের ফিজিক্যাল লেয়ারে কাজ করে-
ক.রাউটার
খ.গেটওয়ে
গ.হাব রিপিটার
ঘ.সুইচ
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
১৩৬.কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?
ক।লিগনিন
খ।সেলুলোজ
গ।রেজিন
ঘ।হেমিসেলুলোজ
১৩৭.ওলিয়াম কী?
ক।গাঢ় সালফিউরিক এসিড
খ।ধুমায়মান সালফিউরিক এসিড
গ।মধ্যম গাঢ় সালফিউরিক এসিড
ঘ।লঘু সালফিউরিক এসিড
১৩৮.বাষ্পীয় ইন্জিনের আবিষ্কারক কে?
ক।নিউটন
খ।জেমস ওয়াট
গ।কেপলার
ঘ।হাইগেন
১৩৯.তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রুপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
ক।অ্যামপ্লিফায়ার
খ।জেনারেটর
গ।লাউড স্পিকার
ঘ।মাইক্রোফোন
১৪০.আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে?
ক।৪%
খ।৫%
গ।৭%
ঘ৮%
১৪১. নিচের কোন ধরনের আলোকরশ্মির তরঙ্গদৈঘ্য সবচেয়ে বেশি?
ক।অবলোহিত রশ্মি
খ।মাইক্রোওয়েভ
গ।অতিবেগুনি রশ্মি
ঘ।রঞ্জনরশ্মি
১৪২.কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে?
ক।গলজি বডি
খ।মাইটোকন্ড্রিয়া
গ।নিউক্লিয়াস
ঘ।সাইটোপ্লাজম
১৪৩. কোনটি মনোস্যাকারাইড?
ক।গ্লুকোজ
খ।সুক্রোজ
গ।ম্যালটোজ
ঘ।ল্যাক্টোজ
১৪৪. চোখের পানির উৎস কোথায়?
ক।কর্নিয়া
খ।ল্যাক্রিমাল গ্রন্থি
গ।পিউপিল
ঘ।ফোবিয়া সেন্ট্রালিস
১৪৫.নিচের কোনটি পানিবাহিত রোগ নয়?
ক।কলেরা
খ।টাইফয়েড
গ।ডায়রিয়া
ঘ।ডিপথেরিয়া
১৪৬. আর্সেনিকের পারমানবিক সংখ্যা কত?
ক।৩১
খ।৩২
গ।৩৩
ঘ।৩৪
১৪৭. তরল পদার্থের প্রসারন বলতে কী ধরনের প্রসারণ বোঝায়?
ক।আয়তন প্রসারণ
খ।দৈর্ঘ্য ও ক্ষেত্র প্রসারণ
গ।প্রস্থের প্রসারণ
ঘ।ক্ষেত্র প্রসারণ
১৪৮.কার্বন ব্যতিত আর কোন মৌলে ক্যাটেনেশন দেখা যায়?
ক।অ্যালুমিনিয়াম
খ।গ্যালিয়াম
গ।সারফার
ঘ।সিলিকন
১৪৯. পারমানবিক ভর বা ওজন ধারনার প্রবর্তক কে?
ক।গাউস
খ।গে লুসাক
গ।জন ডাল্টন
ঘ।ডেমোক্রেটাস
১৫০.প্রাকৃতিক নিয়মে চিকিৎসা করাকে কি বলে?
ক।ফিজিওথেরাপি
খ।মেট্রোথেরাপি
গ।বায়োমেকানিক্স
ঘ।মাইলোথেরাপি
১৫১।কোন গ্রহের তাপমাত্রা সবচেয়ে বেশি?
ক. শুক্র খ. পৃথিবী গ. মঙ্গর ঘ. বুধ
১৫২। বায়ুমণ্ডলে হাইড্রোজেনের পরিমাণ কত?
ক. ৭৮.০১% খ.২০.৯% গ. ০.০৩% ঘ. ০.০০০০২%
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
১৫৩। নিচের কোনটি জলবায়ুর নিয়ামক ?
ক. সমুদ্রস্রোত খ. অক্ষাংশ গ.বৃষ্টিপাত ঘ. সবগুলোই
১৫৪। ভূ-তাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরুপ কোনগুলো ?
ক. রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম , ময়মনসিংহ এর পাহাড়
খ. বরেন্দ্র ভূমি
গ. ভাওয়ালগড়ের
ঘ. লাইমাই পাহাড়
১৫৫। ২০০৯ সালে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত কপ-১৫ এ বৈশ্বিক তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে রাখার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছে বিশ্ব নেতৃবৃন্দ?
ক. ১০ খ. ২০ গ. ৫ ঘ. ১৫
১৫৬। আইপিসিসি এর তথ্য মতে ২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১ মিটার বাড়লে বাংলাদেশের কত শতাংশ ভূলি তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে?
ক. ৫০% খ. ২৫% গ. ২০% ঘ. ১৭%
১৫৭। ৮জানুয়ারি, ২০১৮ বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হয়?
ক. ২ খ. ২.৬ গ. ২.৮ ঘ. -২.৬
১৫৮। দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রমে সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথম করতে হবে?
ক. পুনর্বাসন খ. দুর্যোগ প্রস্তুতি গ. ঝুঁকি চিহ্নিতকরণ ঘ. দুর্যোগ প্রশশন
১৫৯। কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয় ?
ক. উদ্ধার পর্যায়ে খ. প্রভাব পর্যায়ে গ. সতর্কতা পর্যায়ে ঘ.. পুনর্বাসন পর্যায়ে
১৬০। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্বের কোন পর্যায়ে ব্যবস্থাগ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে?
ক. কমিউনিটি পর্যায়ে খ. উপজেলা পর্যায়ে গ. জাতীয় পর্যায়ে ঘ. আঞ্চলিক পর্যায়ে
১৬১। সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়- উক্তিটি কার?
ক. কফি আ্নান খ. আব্রাহাম লিঙ্কন গ. এরিস্টটল ঘ. ম্যাককরনী
১৬২। ইউএনপিডি সুশাসন নিশ্চিতকরনে কয়টি উপাদানের কথা উল্লেখ করেছে?
ক. ৬টি খ. ৭টি গ. ৮টি ঘ. ৯টি
১৬৩। সুশাসন ধারনাটি বিশ্বব্যাংক কবে দেয়?
ক. ১৯৯৭ খ. ১৯৮৯ ঘ. ১৯৯৯ ঘ. ১৯৯৮
১৬৪। নিচের কোনটি সুশাসনের পূর্বশর্ত ?
ক. স্বচ্ছতা খ. জবাবদিহিতা গ. আইনের শাসন ঘ. সবগুলোই
১৬৫। বিশ্বব্যাংকের মতে সুশাসনের স্তম্ভ কয়টি?
ক. ৫টি খ. ৪টি গ. ৩টি ঘ. ৬টি
১৬৬। শাসক ও মানবিক উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা?
ক. ইউএনডিপি খ. বিশ্ব ব্যাংক গ. জাতিসংঘ ঘ. আইএমএফ
১৬৭। বড়দের সম্মান করা, দানশীলতা, শ্রমের মর্যাদা ইত্যাদি কোন মূল্যবোধ?
ক. ব্যক্তিগত খ. সামাজিক গ. রাজনৈতিক ঘ. সাংস্কৃতিক
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
১৬৮। নৈতিক মূল্যবোধ শিক্ষার প্রাথমিক মাধ্যম কোনটি?
ক. স্কুল শিক্ষক খ. বাবা গ. সমাজ ঘ. পরিবার
১৬৯। মূল্যবোধের সাধারণ উপাদান কতটি?
ক. ৯টি খ. ১২টি গ.৮টি ঘ. ১০টি
১৭০। মানেুষের আচরণের সামাজিক মাপকাঠি কোনটি?
ক. ন্যায়পরায়ণতা খ. মূল্যবোধ গ. সহনশীলতা ঘ. সহমর্মিতা
১৭১। চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়ায় ৭৫০টাকায় পূর্বাপেক্ষা ৫কেজি চাল কম পাওয়া গেল । ১কেজি চালের পূর্বমূল্য কত ছিল?
ক. ১৫ খ. ৩০ গ.২০ ঘ.২৫
১৭২। একটি খুঁটির ১/৩ অংশ কাদায়, ১/৪ অংশ পানিতে এবং অবশিষ্টাংশ পানির উপরে আছে। কাদার অংশ যদি পানির অংশের চেয়ে ১ ফুট বেশি হয় তবে খুঁটির দৈর্ঘ কত?
ক. ৭ ফুট খ.১৪ ফুট গ. ২৪ফুট ঘ. ১২ফুট
১৭৩।a+b+c=0 এবং abc=1 হলে a³ +b³+c³ এর মান কত?
ক.0 খ.3 গ.3abc ঘ.-3
১৭৪।l1-xl<7 হলে নিচের কোন অসমতাটি সত্য?
ক.-5
খ. 7>x>-6
গ. 8>x>-6
ঘ. -6
১৭৫। বার্ষিক শতকরা কতহার সুদে কোনো আসল ৫ বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?
ক. ৩০% খ. ২০% গ. ২৫% ঘ. ৩৫%
১৭৬।১টি বর্গাকার জমির ভূমির দৈর্ঘ্ ২০% বাড়ালে এবং প্রস্থ ১০% কমালে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে?
ক. ২% বৃদ্ধি খ. ৩%বৃদ্ধি গ. ১০% বৃদ্ধি ঘ. ৮% বৃদ্ধি
১৭৭।একটি খাতা ৩৬টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, ৭২টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। খাতাটির ক্রয়মূল্য কত?
ক. ৪৫টাকা খ. ৪৪টাকা গ. ৪২টাকা ঘ. ৪৮টাকা
১৭৮। নিচের কোনটি মূলদ সংখ্যা?
ক.√৯ খ.√১১ গ.√২ ঘ. √৩
১৭৯। ১৩সে. মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫সে.মি. দুরত্বে জ্যা এর দৈর্ঘ কত?
ক. ২১সে.মি খ. ২৪সে.মি গ. ২২সে.মি ঘ. ২৫সে.মি
১৮০। একটি ৪৮মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করল । খুঁটিটির কত উঁচুতে ভেঙ্গেছিল?
ক. ১২মিটার খ. ১৪মিটার গ. ১৫মিটার ঘ. ১৬মিটার
১৮১।TRIANGLE শব্দটি অক্ষরগুলো কত রকমে সাজানো যায় যেখানে স্বরবর্ণগুলো পাশাপাশি থাকবে না ?
ক. ৩৬০০০ খ. ৩৯০০০ গ. ৩৮০০০ ঘ. ৩৭০০০
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
১৮২।সেট A={x:x Fibonacciসংখ্যা এবং x²<64হলে P(A) এর সদস্য সংখ্যা কত?
ক. ১২৮ খ. ৩২ গ. ৬৪ ঘ. ২৫৬
১৮৩। একটি সাধারণ বর্ষে ৫৩টি শুক্রবার থাকার সম্ভাবনা কত?
ক.7/12 খ. 12/7 গ.1/7 ঘ. 1/2
১৮৪। (x + 1/x)² =3 হলে (x^6+1)/x³ এর মান কত?
ক. ০ খ.-14 গ.-18 ঘ.3
১৮৫। 9x²-9x-4 এর উৎপাদক কোনটি?
ক.(3x+1)(3x+4)
খ. (3+x)(3x-4)
গ.(3x+1)(3x-4)
ঘ.(3x+1)(4x+3)
১৮৬। যদি 〖125〗^(2x+3) =5^(3x+6) হয়, তবে x=কত?
ক.3 খ.1 গ.-1 ঘ.2
১৮৭। 5√5এর 5ভিত্তিক লগ কত?
ক.1/2 খ.2/3 গ.1 ঘ.3/2
১৮৮। 〖log〗_(2√5)400=x হলে x এর মান কত?
ক.400 খ.10 গ.4 ঘ.2√5
১৮৯। কোন শব্দটি আয়নায় একই দেখাবে না ?
ক. MOTO
খ. VOXY
গ.HIMU
ঘ. LIVE
১৯০। ‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক. পৃথী
খ. নীর
গ.ক্ষিতি
ঘ. অবনী
১৯১।শূন্যস্থানে কোনটি বসবে?
কঁ গং ঙয় -
ক. ছড়
খ. ড়ছ
গ. ছই
ঘ. ছঢ়
১৯২। Find out the correct synonym of 'Teneous'?
a. Vital
b. Thin
c. Careful
d. Dangerous
১৯৩। কোনটি সঠিক বানান ?
ক. নিশিথিনী খ. নীশিথিনী গ. নিশীথিনী ঘ. নিশিথিনি
১৯৪। ৬ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?
ক. ৭টি খ. ৫০টি গ. ৫১টি ঘ. ৬০টি
১৯৫। কোন কর্মমর্তার একমাসে ১০% বেতন বৃদ্ধি পেল, আবার পরবর্তী মাসে তার বেতন ১০% কমে গেল। এতে ঐ কর্মকর্তার মূল বেতনের কোন পরিবর্তন হলো কী ?
ক. ১% কমলো খ. ১ % বাড়লো গ.১০% বাড়লো ঘ. কোনো পরিবর্তন হলো না ।
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
১৯৬। প্রতি ১ঘণ্টায় ঘড়ির মিনিট ও ঘণ্টার কাঁটা কতবার পরস্পর লম্বভাবে অবস্থান করে?
ক. ১বার খ. ২বার গ. ৩বার ঘ. ৪বার
১৯৭। আপনার চাচার একমাত্র ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার সম্পর্কে কী হয়?
ক. ভাগ্নে খ. ভাতিজা গ. ভাই ঘ. মামা
১৯৮। দেশের সার্বিক উন্নতি নির্ভর করে ---- উপর ।
ক. যোগাযোগ ব্যবস্থার উপর খ. বাজার ব্যবস্থার গ. চিকিৎসা ব্যবস্থার ঘ. শিক্ষা ব্যবস্থার
১৯৯।COUNTRY কে EMWLVPA লেখা হলে ELECTORATE কে কী লিখতে হবে?
ক.CICEFQPYWC
খ.CJGERQTYVG
গ.CNCERQPCRG
ঘ.GJGAVMTYVC
২০০। 1+3+5+..........+(2x-1) =?
ক.x(x-1)
খ. (x(x+1))/2
গ.x(x+1)²
ঘ.x²
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
উত্তরমালা :- [ উত্তর মিলিয়ে নিয়ে কমেন্টে জানাবেন কে কত পেলেন। ]
১. নিচের কোনটি রবীন্দ্রনাথের প্রবন্ধ নয়?
উত্তর: ঘ. চোখের বালি
২. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
উত্তরঃ ক. পাল
৩.প্রশ্নঃ অশুদ্ধ বাংলা ও সংস্কৃত ভাষার মিশ্রণে রচিত একটি গ্রন্থ--
উত্তরঃ ঘ.সেক শুভোদয়া
৪. আলাওলের ‘তোহফা’ কোন ধরনের কাব্য?
উত্তরঃ গ. নীতিবাক্য
৫.ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুসাল
উত্তর: গ.১৭৬০
৬.মঙ্গলকাব্যে প্রধানত কোন ছন্দ ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ ক.পয়ার ছন্দ
৭. নিচের কোনটি শামসুর রাহমানের উপন্যাস নয়?
উত্তর: ঘ. বুক তাঁর বাংলাদেশের হৃদয়
৮. সুরেশ, অচলা, মহিম কোন উপন্যাসের চরিত্র?
উত্তর: ঘ. গৃহদাহ
৯. আধুনিক বাংলা সাহিত্যের ‘প্রথম বিদ্রোহী কবি’
উত্তরঃ ক. মাইকেল মধুসূদন দত্ত
১০. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়?
উত্তরঃ খ. আনন্দময়ীর আগমনে
১১. 'সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন?
উত্তরঃ গ.কাজী নজরুল ইসলাম
১২. ' সুবচন নির্বাসনে ' নাটকটি কার লেখা
উত্তর: খ.আবদুল্লাহ আল মামুন
১৩.কালি কলম (১৯২৬)পত্রিকার সসম্পাদক কে ছিলেন?
উত্তর: ক.প্রেমেন্দ্র মিত্র
১৪.কবি সুফিয়া কামালকে কী নামে ডাকা হয়?
উত্তর: ক.জননী সাহসিকা
১৫.মীর মশাররফ হোসেনের ‘বিষাদ-সিন্ধু’ এর পর্ব সংখ্যা কতটি?
উত্তর: খ. ৩
১৬. জীবনানন্দদাশের কবিতায় ‘চিত্ররুপময়তা’র পরিচয় পাওয়া যায় এক কথা কে বলেছেন ?
উত্তর: গ. রবীন্দ্রনাথ ঠাকুর
১৭. ’তোমাকে অভিবাদন বাংলাদেশ’ কবিতাটি কার লেখা?
উত্তর: ঘ. সৈয়দ শামসুল হক
১৮.সুকান্ত ভট্টাচার্য রচিত কোন কাব্যটি ফ্যাসিবাদ বিরোধী?
উত্তরঃ ক.আকাল
১৯.‘গেরিলা’ চলচ্চিত্র কোন সাহিত্য অবলম্বনে তৈরি
উত্তর: গ.নিষিদ্ধ লোবান
২০. ‘ তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন ?’ - উক্তিটি কোন উপন্যাসের ?
উত্তর: ঘ. কপালকুণ্ডুলা
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
২১৷ কোন বানাটি শুদ্ধ?
উত্তর: ঘ) কনীনিকা
২২৷ 'সে যেতে চায় তথাপি বসে আছে'- এটি কোন শ্রেণীর বাক্য?
উত্তর: গ) যৌগিক
২৩৷ কোনটি যৌগিক শব্দ?
উত্তর: খ) কর্তব্য
২৪৷ কোন বাক্যটি শুদ্ধ?
উত্তর: গ) অংকটি কষ
২৫৷ নিচের কোনটি বিশেষণ নয়?
উত্তর: ক. লীন
২৬৷ কোন স্বরবর্ণটির সংক্ষিপ্ত রূপ নেই?
উত্তর: গ) অ
২৭৷ ধ্বনি বিপর্যয়ের উদাহরণ -
উত্তর: খ) রিক্ সা> রিস্ কা
২৮৷ Fraud এর পারিভাষিক অর্থ-
উত্তর: গ) প্রতারণা
২৯৷ 'তুমি এতক্ষণ কী করেছ' এ বাক্যে 'কী' কোন পদ?
উত্তর: ক) সর্বনাম পদ
৩০৷ মাত্রাবিহীন স্বরবর্ণ কতটি?
উত্তর: ক) ৪ টি
৩১৷ নিচের কোনটি সঠিক নয়?
উত্তর: ঘ. প্রাতঃ + আশ= প্রাতঃরাশ
৩২৷ 'হস্তী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তর: গ) দ্বিপ
৩৩৷ ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?
উত্তর: খ) আই
৩৪৷ বাগধারা ব্যাকরণের কোথায় আলোচিত হয়?
উত্তর: ঘ. বাক্যতত্ত্ব
৩৫৷ নিত্য সমাসের উদাহরণ কোনটি?
উত্তর: গ) দেশান্তর
৩৬. ___ She wanted it She bought it
ans:c. Because
৩৭. Please be quiet___the teacher is talking
ans:c. While
৩৮. Are you conscious___ your age
ans:a. of
৩৯. Jasim is objected to___ sent home early.
ans: c. being
৪০. Select the singular number.
ans: c. bureau
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
৪১. He went (up) . The bracket word is a/an
ans: c. Adverb
৪২. Your account has been credited___ Tk.5000
ans:c. to
৪৩. “Oval” is an adjective of
ans: b. Egg
৪৪. I will go (when he will come). The bracket clause is a/an
ans:b. Adverbial
৪৫. I am accustomed to _ early
ans: c. sleeping
৪৬. Change the voice of “ Nobody knows him here”
ans:a. He is known by nobody here
৪৭. Although I worked hard, I couldn’t pass my exam.
ans:b. in spite of the fact that
৪৮. Choose the correct spelt word.
ans: c. Datum
৪৯.What is the meaning of “de facto”
ans: a. In fact
৫০. “Fire burns”, what kind of verb burn is
ans: c. Intransitive
৫১. He worked (with all sincerity). The bracket phrase is
ans: c. An infinitive phrase
৫২. “Achilles heel” means
ans: c. A weak point
৫৩. This is the book I lost. Here I lost is
ans: b. an adjective clause
৫৪. Nearest meaning of “Proviso”
ans: a. Stipulation
৫৫. Which one of the following sentence is correct?
ans: c. Each boy and each girl has pen
56."To justify the way of God to man" is the theme of
ans: b. Paradise lost
57. Which of the following school of literature is connected with a medical theory?
ans: d. Comedy of humors
58. "Hasting day" in To Daffodils means
ans: d. Hurriedly passing day
59. A comedy does not have
ans: c. Catharsis
60. Soliloquy means
ans: b. Talking to oneself
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
61. The sentence "who would have thought Shylock was so unkind? Expresses-
ans: d. Wonder
62. Who wrote the poem "The sun rising"?
ans: b. John donne
63. Julius caeser is
ans: d. A tragedy
64. Renaissance is ...... word.
ans: a. An Italian
65. The wrath of Achilles is the theme of
ans: b. Iliad
66. "To the light house" is written by
ans: c. Virginia woolf
67. Who did not receive nobel prize in literature?
ans: c. Leo Tolstoy
68. He prayeth best, who loveth best, all things great and small- who has written this?
ans: c. S. T. Coleridge
69. Romanticism is mainly connected with
ans: d. Love and beauty
70. The first english novel pamela has been written by
ans: c. Samuel richardson
৭১৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে একাধিক ডাবল সেঞ্চুরি করেন কে?
উত্তর: গ. মুশফিকুর রহিম
৭২৷ সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর: গ. ঢাকা
৭৩৷ বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়?
উত্তর: খ. ১৭ জানুয়ারি ১৯৭২
৭৪৷ কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
উত্তর: খ. ইরাক***
৭৫৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?
উত্তর: গ. সংবিধান
৭৬৷ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(BIDA) কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর: গ. প্রধানমন্ত্রীর কার্যালয়
৭৭৷ বর্তমানে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: খ. যুক্তরাষ্ট্র
৭৮৷ বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কতটি?
উত্তর: ক. ২৬টি
৭৯৷ বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি?
উত্তর: গ. ঐক্য ও সংহতি
৮০৷ বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী?
উত্তর: ক. জাতীয় সংসদের কাছে
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
৮১৷ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতটি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বীতা করে?
উত্তর: ক. ৩৯টি
৮২৷ সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না, কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে -
উত্তর: খ. সুশীল সমাজ
৮৩৷ বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষদেশ কোনটি?
উত্তর: খ. যুক্তরাষ্ট্র
৮৪৷ বাংলাদেশের অর্থনৈতিক নীতিনির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থার নাম কি?
উত্তর: ঘ. জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদ
৮৫. পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম বঞ্চবার্ষিক পরীকল্পনা কোন মেয়াদে হবে?
উত্তর: খ. ২০১৬-২০২০
৮৬৷ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে?
উত্তর: ক. যুক্তরাষ্ট্র
৮৭৷ বাংলাদেশে 'টেলি ব্যাংকিং' ব্যবস্থা চালু করে-
উত্তর: গ. স্ট্যান্ডার্ট চার্টার্ড ব্যাংক
৮৮৷ কর্ণফুলী পেপার মিলে কাঁচামাল হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
উত্তর: ঘ. বাঁশ
৮৯৷ আমাদের দেশে ইউরিয়া সার উৎপাদন করার কাঁচামাল কি?
উত্তর: গ. প্রাকৃতিক গ্যাস
৯০৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ঘোষণা হয় কবে ?
উত্তর: ক. ১০ এপ্রিল , ১৯৭১
৯১। ভাষা আন্দোলন বাঙালিদের মধ্যে কী সঞ্চার করে ?
উত্তর: ক. অসাম্প্রদায়িকতা
৯২। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট কতটি আসন পায়?
উত্তর: ক. ২২৩ টি
৯৩। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর: গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৯৪। মুজিবনগর সরকারের অর্থ মন্ত্রী কে ছিলেন?
উত্তর: ক. এম. মনসুর আলী
৯৫। মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কতজন ?
উত্তর: ঘ. ৬৭৬
৯৬৷ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এর আহ্বায়ক কে ছিলেন?
উত্তর: গ. শামসুল আলম
৯৭৷ ৭ মার্চ ভাষণের মূল বিষয়- ক. ৬টি
উত্তর: খ. ৪টি
৯৮. স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষি শুমারি হয়-
উত্তর: ক. ১৯৭৭ সালে
৯৯. বর্ণালী ও শুভ্রা হলো-
উত্তর: গ. উন্নত জাতের ভুট্টা
১০০. বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে?
উত্তর: ঘ. ৮টি
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
১০১. জাতিসংঘের উপ-মহাসচিব আমিনা মোহাম্মদ কোন দেশের নাগরিক?
উত্তর: গ. নাইজেরিয়া
১০২. বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি শরনার্থী আশ্রয় প্রদান করে?
উত্তর: গ. তুরস্ক
১০৩. আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (ARSA) নামক সংগঠনের নেতা কে?
উত্তর: ক. আতাউল্লাহ আবু আমর জুনুনি
১০৪. আন্তর্জাতিক ওজন স্তর সংরক্ষণ দিবস কবে পালিত হয়?
উত্তর: গ. ১৬ সেপ্টেম্বর
১০৫. চীনে দুই সন্তান নীতি কার্যকর হয় কবে?
খ. ১ জানুয়ারি, ২০১৬
১০৬. পানামা খালের শতবর্ষ পালিত হয় কবে?
উত্তর: খ. ১৫ জুলাই, ২০১৪
১০৭. জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার মোট দৈর্ঘ কত?
উত্তর: ক. ৭৪০ কি. মি.
১০৮. নবম BRICS সম্মেলন কোথায় অনুষ্ঠাত হয়?
উত্তর: ক. জিয়ামেন, চীন
১০৯. মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
উত্তর: ঘ. উইন মিন্ট
১১০. আমাজন আঞ্চল কোথায়?
উত্তর: ঘ. দক্ষিণ আফ্রিকা
১১১. মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কবে জেরুজালেমকে একতরফাভাবে ইসরাইলের রাজধানী ঘোষণা করেন?
উত্তর: খ. ৬ ডিসেম্বর, ২০১৭
১১২. রামনাথ কোবিন্দ ভারতের কততম রাষ্ট্রপতি?
উত্তর: ক. ১৪ তম
১১৩. ডোকলাম উপত্যাকা কোন দেশের সাথে সংযুক্ত?
উত্তর: গ. ভারত-ভুটান-চীন
১১৪. নিম্নলিখিত কোন দিনটি International Mother Earth Day?
উত্তর: গ. ২২ এপ্রিল
১১৫. RS Sarmat বা শয়তান-২ নামক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্রটি কোন দেশের?
উত্তর: ক. রাশিয়া
১১৬. 'Remain of the Day' নামক গ্রন্থের লেখক কে?
উত্তর: খ. কাজুও ইশিগুরো
১১৭. মায়ানমার আরাকান রাজ্য দখল করে কোন সালে?
উত্তর: ঘ. ১৭৮৪
১১৮. আয়তনে মধ্যপ্রাচ্যের বৃহত্তম দেশ কোনটি?
উত্তর: ঘ. সৌদি আরব
১১৯. যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে সীমান্ত দৈর্ঘ কত?
উত্তর: খ. ৩২০১
১২০. কোন দেশের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম 'চেম্বার অব ডেপুটি'?
উত্তর: ঘ. ইতালি
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
১২১. তথ্য প্রযুক্তি ব্যবহার ভর্তি প্রক্রিয়া কার্যক্রম শুরু হয় কত সালে?
উত্তর: খ.২০০৯
১২২. বর্তমানে ছবি আপলোড করার জনপ্রিয় সাইট কোনটি?
উত্তর: গ.ইয়াহুর ফ্লিকার
১২৩.কোনটি ধীরে ধীরে একটি বুদ্ধিমান যন্ত্রে পরিণত হতে চলেছে?
উত্তর: খ.মোবইল ফোন
১২৪.প্রথম দিকে ডিজিটাল ক্যামেরা কিসের জন্য ব্যবহৃত হতো?
উত্তর: ক.ছবি তোলার জন্য
১২৫. কোম্পানি কত সালে প্রথম হার্ডডিস্ক ব্যবহার করে?
উত্তর: গ.১৯৫৬
১২৬. মাইক্রোপ্রসেসর Intel Core i3 কত বিটের?
উত্তর: .৬৪ বিট
১২৭.কোন ভাইরাসটির কারনে মাইক্রোসফট তাদের মেইল সার্ভার বন্ধ রেখেছিলো ?
উত্তর: গ.Melissa
১২৮.নিচের কোনটি সঠিক?
উত্তর: খ.১ গিগাবাইট=১০২৪ মেগাবাইট
১২৯. একটি লজিক গেট এর আউটপুট 1হয় যখন সব ইনপুট 0 থাকে?
উত্তর: ঘ.NAND
১৩০. নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?
উত্তর: ক. SPSS
১৩১.নিচের কোনটি একটি ফাইল কমপ্রেশন সফটওয়্যারের উদাহরণ?
উত্তর: ঘ.TurboZip Express
১৩২.নিচের কোনটি আউটপুট ডিভাউস?
উত্তর: গ.Projector
১৩৩. নেটওয়ার্কভুক্ত কম্পিউটার সমূহের অবস্থানগত এবং সংযোগ বিন্যাসকে কি বলে?
উত্তর: গ.টপোলজি
১৩৪.46 কে বাইনারিতে প্রকাশ করুন
উত্তর: খ.101110
১৩৫.OSI মডেলের ফিজিক্যাল লেয়ারে কাজ করে-
উত্তর: গ.হাব রিপিটার
১৩৬.কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?
উত্তর: খ।সেলুলোজ
১৩৭.ওলিয়াম কী?
উত্তর: খ।ধুমায়মান সালফিউরিক এসিড
১৩৮.বাষ্পীয় ইন্জিনের আবিষ্কারক কে?
উত্তর: খ।জেমস ওয়াট
১৩৯.তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রুপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
উত্তর: গ।লাউড স্পিকার
১৪০.আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে?
উত্তর: খ।৫%
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
১৪১. নিচের কোন ধরনের আলোকরশ্মির তরঙ্গদৈঘ্য সবচেয়ে বেশি?
উত্তর: খ।মাইক্রোওয়েভ
১৪২.কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে?
উত্তর: গ।নিউক্লিয়াস
১৪৩. কোনটি মনোস্যাকারাইড?
উত্তর: ক।গ্লুকোজ
১৪৪. চোখের পানির উৎস কোথায়?
উত্তর: খ।ল্যাক্রিমাল গ্রন্থি
১৪৫.নিচের কোনটি পানিবাহিত রোগ নয়?
উত্তর: ঘ।ডিপথেরিয়া
১৪৬. আর্সেনিকের পারমানবিক সংখ্যা কত?
উত্তর: গ।৩৩
১৪৭. তরল পদার্থের প্রসারন বলতে কী ধরনের প্রসারণ বোঝায়?
উত্তর: ক।আয়তন প্রসারণ
১৪৮.কার্বন ব্যতিত আর কোন মৌলে ক্যাটেনেশন দেখা যায়?
উত্তর: ঘ।সিলিকন
১৪৯. পারমানবিক ভর বা ওজন ধারনার প্রবর্তক কে?
উত্তর: গ।জন ডাল্টন
১৫০.প্রাকৃতিক নিয়মে চিকিৎসা করাকে কি বলে?
উত্তর: ক।ফিজিওথেরাপি
১৫১।কোন গ্রহের তাপমাত্রা সবচেয়ে বেশি?
উত্তর: ক. শুক্র
১৫২। বায়ুমণ্ডলে হাইড্রোজেনের পরিমাণ কত?
উত্তর: ঘ. ০.০০০০২%
১৫৩। নিচের কোনটি জলবায়ুর নিয়ামক ?
উত্তর: ঘ. সবগুলোই
১৫৪। ভূ-তাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরুপ কোনগুলো ?
উত্তর: ক. রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম , ময়মনসিংহ এর পাহাড়
১৫৫। ২০০৯ সালে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত কপ-১৫ এ বৈশ্বিক তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে রাখার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছে বিশ্ব নেতৃবৃন্দ?
উত্তর: খ. ২০
১৫৬। আইপিসিসি এর তথ্য মতে ২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১ মিটার বাড়লে বাংলাদেশের কত শতাংশ ভূলি তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে?
উত্তর: ঘ. ১৭%
১৫৭। ৮জানুয়ারি, ২০১৮ বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হয়?
উত্তর: খ. ২.৬
১৫৮। দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রমে সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথম করতে হবে?
উত্তর: খ. দুর্যোগ প্রস্তুতি
১৫৯। কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয় ?
উত্তর: ঘ. পুনর্বাসন পর্যায়ে
১৬০। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্বের কোন পর্যায়ে ব্যবস্থাগ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে?
উত্তর: ক. কমিউনিটি পর্যায়ে
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
১৬১। সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়- উক্তিটি কার?
উত্তর: ঘ. ম্যাককরনী
১৬২। ইউএনপিডি সুশাসন নিশ্চিতকরনে কয়টি উপাদানের কথা উল্লেখ করেছে?
উত্তর: ঘ. ৯টি
১৬৩। সুশাসন ধারনাটি বিশ্বব্যাংক কবে দেয়?
উত্তর: খ. ১৯৮৯
১৬৪। নিচের কোনটি সুশাসনের পূর্বশর্ত ?
উত্তর: ঘ. সবগুলোই
১৬৫। বিশ্বব্যাংকের মতে সুশাসনের স্তম্ভ কয়টি?
উত্তর: খ. ৪টি
১৬৬। শাসক ও মানবিক উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা?
উত্তর: গ. জাতিসংঘ
১৬৭। বড়দের সম্মান করা, দানশীলতা, শ্রমের মর্যাদা ইত্যাদি কোন মূল্যবোধ?
উত্তর: খ. সামাজিক
১৬৮। নৈতিক মূল্যবোধ শিক্ষার প্রাথমিক মাধ্যম কোনটি?
উত্তর: ঘ. পরিবার
১৬৯। মূল্যবোধের সাধারণ উপাদান কতটি?
উত্তর: ঘ. ১০টি
১৭০। মানেুষের আচরণের সামাজিক মাপকাঠি কোনটি?
উত্তর: খ. মূল্যবোধ
১৭১। চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়ায় ৭৫০টাকায় পূর্বাপেক্ষা ৫কেজি চাল কম পাওয়া গেল । ১কেজি চালের পূর্বমূল্য কত ছিল?
উত্তর: ঘ.২৫
১৭২। একটি খুঁটির ১/৩ অংশ কাদায়, ১/৪ অংশ পানিতে এবং অবশিষ্টাংশ পানির উপরে আছে। কাদার অংশ যদি পানির অংশের চেয়ে ১ ফুট বেশি হয় তবে খুঁটির দৈর্ঘ কত?
উত্তর: ঘ. ১২ফুট
১৭৩।a+b+c=0 এবং abc=1 হলে a³ +b³+c³ এর মান কত?
উত্তর: গ.3abc
১৭৪।l1-xl<7 হলে নিচের কোন অসমতাটি সত্য?
উত্তর: গ. 8>x>-6
১৭৫। বার্ষিক শতকরা কতহার সুদে কোনো আসল ৫ বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?
উত্তর: খ. ২০%
১৭৬।১টি বর্গাকার জমির ভূমির দৈর্ঘ্ ২০% বাড়ালে এবং প্রস্থ ১০% কমালে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে?
উত্তর: ঘ. ৮% বৃদ্ধি
১৭৭।একটি খাতা ৩৬টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, ৭২টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। খাতাটির ক্রয়মূল্য কত?
উত্তর: ঘ. ৪৮টাকা
১৭৮। নিচের কোনটি মূলদ সংখ্যা?
উত্তর: ক.√৯
১৭৯। ১৩সে. মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫সে.মি. দুরত্বে জ্যা এর দৈর্ঘ কত?
উত্তর: খ. ২৪সে.মি
১৮০। একটি ৪৮মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করল । খুঁটিটির কত উঁচুতে ভেঙ্গেছিল?
উত্তর: ঘ. ১৬মিটার
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
১৮১।TRIANGLE শব্দটি অক্ষরগুলো কত রকমে সাজানো যায় যেখানে স্বরবর্ণগুলো পাশাপাশি থাকবে না ?
উত্তর: ক. ৩৬০০০
১৮২।সেট A={x:x Fibonacciসংখ্যা এবং x²<64হলে P(A) এর সদস্য সংখ্যা কত?
উত্তর: খ. ৩২
১৮৩। একটি সাধারণ বর্ষে ৫৩টি শুক্রবার থাকার সম্ভাবনা কত?
উত্তর: গ.1/7
১৮৪। (x + 1/x)² =3 হলে (x^6+1)/x³ এর মান কত?
উত্তর: ক. ০
১৮৫। 9x²-9x-4 এর উৎপাদক কোনটি?
উত্তর: গ.(3x+1)(3x-4)
১৮৬। যদি 〖125〗^(2x+3) =5^(3x+6) হয়, তবে x=কত?
উত্তর: গ.-1
১৮৭। 5√5এর 5ভিত্তিক লগ কত?
উত্তর: ঘ.3/2
১৮৮। 〖log〗_(2√5)400=x হলে x এর মান কত?
উত্তর: ঘ.2√5
১৮৯। কোন শব্দটি আয়নায় একই দেখাবে না ?
উত্তর: ঘ. LIVE
১৯০। ‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
উত্তর: খ. নীর
১৯১।শূন্যস্থানে কোনটি বসবে?
কঁ গং ঙয় -
উত্তর: ক. ছড়
১৯২। Find out the correct synonym of 'Teneous'?
ans: b. Thin
১৯৩। কোনটি সঠিক বানান ?
উত্তর: গ. নিশীথিনী
১৯৪। ৬ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?
উত্তর: গ. ৫১টি
১৯৫। কোন কর্মমর্তার একমাসে ১০% বেতন বৃদ্ধি পেল, আবার পরবর্তী মাসে তার বেতন ১০% কমে গেল। এতে ঐ কর্মকর্তার মূল বেতনের কোন পরিবর্তন হলো কী ?
উত্তর: ক. ১% কমলো
১৯৬। প্রতি ১ঘণ্টায় ঘড়ির মিনিট ও ঘণ্টার কাঁটা কতবার পরস্পর লম্বভাবে অবস্থান করে?
উত্তর: খ. ২বার
১৯৭। আপনার চাচার একমাত্র ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার সম্পর্কে কী হয়?
উত্তর: গ. ভাই
১৯৮। দেশের সার্বিক উন্নতি নির্ভর করে ---- উপর ।
উত্তর: ঘ. শিক্ষা ব্যবস্থার
১৯৯।COUNTRY কে EMWLVPA লেখা হলে ELECTORATE কে কী লিখতে হবে?
উত্তর: ঘ.GJGAVMTYVC
২০০।উত্তর: ঘ.x²
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y