কিছু মার্কিন গণমাধ্যম বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান কে মামদানির সাক্ষাৎটা নাকি ‘ব্রোম্যান্স’। কথাটায় হয়তো বাড়াবাড়ি আছে। কিন্তু তাঁদের সাক্ষাৎটা এতটা মধুর পরিবেশে হবে, এটাই বা কে ভেবেছিল!এই সাক্ষাৎ রিপাবলিকান কর্মীদের যেমন বিস্মিত করেছে, তেমনই হয়তো ডেমোক্র্যাট শীর্ষ নেতাদেরও হতবাক করে দিয়... ...Read More