ঢাকা, মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২, ১০ জমাদিউস সানি ১৪৪৭ | এখন সময়:

Advertise@01680 34 27 34

আটক আড়ত কর্মচারীকে ছাড়িয়ে নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৬:০৩ পিএম, শুক্রবার, ৭ মার্চ ২০২৫   আপডেট:   ০৬:০৩ পিএম, শুক্রবার, ৭ মার্চ ২০২৫  
আটক আড়ত কর্মচারীকে ছাড়িয়ে নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
আটক আড়ত কর্মচারীকে ছাড়িয়ে নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীরের মিছিল ছত্রভঙ্গ করার সময় রাজধানীর পল্টন থেকে আটক একজনকে পুলিশ হেফাজত থেকে ছাড়িয়ে নিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওই ব্যক্তির নাম আরমান আলী (৪০)। তিনি রাজধানীর কারওয়ান বাজারের একটি কাঁচামালের আড়তের কর্মচারী বলে সাংবাদিকদের জানিয়েছেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা কার্যালয় গিয়ে আরমানকে ছাড়িয়ে আনেন। পরে চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা মেডিকেলে বাংলারসময়কে বলেন, আরমানকে সেনাবাহিনী সন্দেহভাজন হিসেবে ধরে ডিবি পুলিশের কাছে দিয়েছিল। এ খবর পেয়ে তিনি আরমানকে ডিবি কার্যালয় থেকে ছাড়িয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছেন।

আজ জুমার নামাজের পর ঢাকার পল্টন মোড়ে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীরের মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তখন সেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরমান আলীসহ বেশ কয়েকজন আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

ঢাকা মেডিকেলে আরমান আলী বাংলারসময়কে বলেন, তিনি কারওয়ান বাজারে একটি আড়তে কাজ করেন। তাঁর বাসা ফকিরেরপুল পানির ট্যাংকের কাছে। ঘটনার সময় তিনি বাসায় যাচ্ছিলেন। এ সময় হিযবুত তাহ্‌রীরের সদস্যরা তাঁকে মারধর করেন। তখন সেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে আটক করে।

এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া পল্টনের ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হিযবুত তাহ্‌রীরের এক সদস্যকে পুলিশ পেটাচ্ছে। এ সময় আরমানকে দেখা যায়, তিনিও হিযবুত তাহ্‌রীরের ওই সদস্যের ওপর চড়াও হয়েছেন।

জাতীয় থেকে আরও পড়ুন

বাংলাদেশ হিযবুত তাহরীর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আপনার মন্তব্য লিখুন...