বাংলারসময় এর হ্যাকড হওয়া ফেইসবুক পেজ পুনরুদ্ধার
অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: ০২:০৩ এএম, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ আপডেট: ০২:০৩ এএম, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
বাংলারসময় এর সকল পাঠকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলারসময় এর হ্যাকড হওয়া ফেইসবুক পেজ পুনরুদ্ধার করা হয়েছে। সকল পাঠকরাই এখন নিরাপদে বাংলারসময় এর ফেইসবুক পেইজ ও পেইজে থাকা যে কোন লিংকে প্রবেশ করতে পারবেন শতভাগ নিরাপত্তার সাথে।
বাংলারসময় এর সকল পাঠকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলারসময় এর হ্যাকড হওয়া ফেইসবুক পেজ পুনরুদ্ধার করা হয়েছে। সেই সাথে হ্যাকারদের বিরুদ্ধে আন্তর্জাতিক সাইবার ক্রাইম এ রিপোর্ট করা হয়েছে। দুর্বৃত্তরা উদ্দেশ্য-প্রণোদিতভাবে বাংলারসময় এর রেপুটেশন নষ্ট করার প্রয়াসে বাংলারসময় এর ফেইসবুক পেজ হ্যাক করেছিল।
গত ১৩ ফেব্রুয়ারীর পর থেকে আমরা আমাদের পেজ এ প্রবেশ করতে ব্যর্থ হই। তারপর থেকে আমাদের পেজ এর আপডেট বন্ধ ছিল। তারপর হঠাৎই দুর্বৃত্তরা উদ্দেশ্য-প্রণোদিত ভাবে বাংলারসময় এর রেপুটেশন নষ্ট করার প্রয়াসে নগ্নতা ছড়োনো শুরু করলে আমরা ফেইসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে ফেইসবুক কর্তৃপক্ষ খুব শীগ্রই যথাযথ পদক্ষেপ নিবে বলে আমাদেরকে আশ্বস্ত করে এবং আমরা আশা করছিলাম খুব দ্রুতই আবারো আমরা আমাদের পেজ এর প্রবেশাধিকার ফিরে পাবো।
দীর্ঘ এক সপ্তাহের অক্লান্ত প্রয়াসে অবশেষে আমরা আমাদের ফেইসবুক পেইজ ফেরত পাই এবং পুরোদমে কন্ট্রল নিয়ে নেই এবং হ্যাকারদেরকেও চিহ্নিত করতে সক্ষম হই। খুব শীঘ্রই হ্যাকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জানামতে থাইল্যান্ডের কিছু প্রফেশনাল হ্যাকারদের সহযোগিতায় বাংলারসময় এর উন্নতিতে যারা কষ্ট পায় এমন কিছু দেশীয় মানুষের দ্বারা সৃষ্ট এই জঘন্য কার্য সম্পাদিত হয়েছিল।
বাংলারসময় এর সকল পাঠকরাই এখন নিরাপদে বাংলারসময় এর ফেইসবুক পেইজ ও পেইজে থাকা যে কোন লিংকে প্রবেশ করতে পারবেন শতভাগ নিরাপত্তার সাথে। ধন্যবাদ বাংলারসময় এর সাথে থাকার জন্য।