ঢাকা, সোমবার ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২, ০৯ জমাদিউস সানি ১৪৪৭ | এখন সময়:

Advertise@01680 34 27 34

২৪ ঘণ্টায় পরীক্ষা ও শনাক্ত বেড়েছে


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৩:০৭ পিএম, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০   আপডেট:   ০৫:০৭ পিএম, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০  
২৪ ঘণ্টায় পরীক্ষা ও শনাক্ত বেড়েছে
২৪ ঘণ্টায় পরীক্ষা ও শনাক্ত বেড়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত ২ লাখ ৩২ হাজার ১৯৪ জনের করোনা শনাক্ত হলো। ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে ৩ হাজার ৩৫ জনের মৃত্যু হয়েছে।

দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৮৭৮ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ ১ লাখ ৩০ হাজার ২৯২ জন। গতকাল মঙ্গলবার দেশে করোনায় ২ হাজার ৯৬০ জনের সংক্রমণ শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৩৫ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ ১৪ হাজার ১২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আগের দিন ১২ হাজার ৭১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১১ লাখ ৫১ হাজার ২৫৮টি নমুনা।

দেশে ৮২টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, কোরবানির ঈদে সর্বোচ্চ সাবধান থাকুন। মৃদু উপসর্গ থাকলে করোনা পরীক্ষা করান।

আপনার মন্তব্য লিখুন...