স্বাধীনতা দিবসে বাংলাদেশের নারী রক ব্যান্ড ক্রেমলিন এর আত্মপ্রকাশ
বিনোদন ডেস্কঃ
প্রকাশিত: ০১:০৩ এএম, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
স্বাধীনতা দিবসে স্বাধীনতা শিরোনামে নারী রক ব্যান্ড ক্রেমলিন এর প্রথম মৌলিক গান প্রকাশ হতে যাচ্ছে।
তুমি প্রকৃতির কোলে স্নিগ্ধ হাওয়ায় মুক্ত বিচরন/ তুমি বন পাহাড়ে উড়াল পাখির আনন্দিত মন/ তুমি আবহমান সিমসাং নদীর অবাধ বয়ে চলা/ তুমি অন্ধকারে জোছনার আলোয় পথিকের পথ চলা/ তুমি শত আগ্রাসনের মাঝেও মায়ের ভাষার টান/ তুমি মুক্তিকামী মানুষের উত্তাল স্লোগান/ স্বাধীনতা স্বাধীনতা তুমি মানবতার জয়গান।
এমন কথার গানটির কথা ও সুর যাদু রিছিল এর এবং সংগীতায়োজন ব্যান্ডের নিজেদের করা। ক্রেমলিন ব্যান্ডের সদস্যদের সাথে কথা বলে জানা যায় প্রথমে গানটির আনপ্লাগড ভার্সন বের হচ্ছে।
স্বাধীনতা শিরোনামের গানটি ক্রেমলিন ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে বলে জানা গেছে।
