ঢাকা, সোমবার ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২, ০৯ জমাদিউস সানি ১৪৪৭ | এখন সময়:

Advertise@01680 34 27 34

সালমানকে নিয়ে ছবি বানাতে অনীহা যে কারণে এই পরিচালকের


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৯:০৮ পিএম, রবিবার, ১১ আগস্ট ২০২৪   আপডেট:   ০৯:০৮ পিএম, রবিবার, ১১ আগস্ট ২০২৪  
সালমানকে নিয়ে ছবি বানাতে অনীহা যে কারণে এই পরিচালকের
সালমানকে নিয়ে ছবি বানাতে অনীহা যে কারণে এই পরিচালকের

কোনো ছবিতে সালমান খানের উপস্থিতি বক্স অফিসে অনেকটাই এগিয়ে দেয়। বেশির ভাগ পরিচালক বড় তারকাদের নিয়ে ছবি করতে উৎসাহী। কিন্তু সালমানের সঙ্গে ছবি করতে গেলে অন্য সমস্যাও রয়েছে। সম্প্রতি এ বিষয়টি নিয়ে কথা বলেছেন এক পরিচালক। খবর টাইমস অব ইন্ডিয়ার

‘কাল হো না হো’ খ্যাত পরিচালক নিখিল আদভানি সালমানের সঙ্গে একটি ছবি করেছেন। সে ছবির নাম ‘সালাম-এ-ইশ্‌ক’।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে পরিচালককে জিজ্ঞাসা করা হয়, সালমানের সঙ্গে তিনি খুব কম সংখ্যায় ছবি কেন করেছেন? নিখিল জানান, ছবির ব্যবসা ভালো না হলে সালমান রেগে যান। তাই তাঁর সঙ্গে ছবি করতে হলে বাড়তি প্রত্যাশা পূরণ করতে হয় পরিচালককে।

নিখিল বলেন, সালমান মানে বড় বাজেটের ছবি। ছবির ব্যবসা ৩০০ কোটির কম হলে তিনি খুবই দুঃখ পান। এরই সঙ্গে নিখিল বলেন, ‘আমি এই চাপ নিতে চাই না। আমি আমার মতো ছবি করতে চাই।’

সালমানের সঙ্গে ছবি করতে না চাইলেও সালমান যে তাঁর জীবনে গুরুত্বপূর্ণ, সে কথাও স্পষ্ট করেছেন নিখিল। তিনি বলেন, ‘জানি বিপদে একবার ফোন করলেই তিনি হাজির হবেন। কিন্তু আমি ওই তিন শ বা চার শ কোটির দায়িত্ব নিতে চাই না।’ ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে নিখিলের পরবর্তী ছবি ‘বেদা’। ছবিতে রয়েছেন জন আব্রাহাম ও শর্বরী।

বিনোদন থেকে আরও পড়ুন

বলিউড চলচ্চিত্র পরিচালক নিখিল আদভানি সালমান খান হিন্দি সিনেমা

আপনার মন্তব্য লিখুন...