ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪  |  Saturday, 20 April 2024  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে নিয়োগ পরীক্ষা স্থগিত


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ১০:১২ পিএম, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১   আপডেট:   ১০:১২ পিএম, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১  
সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে নিয়োগ পরীক্ষা স্থগিত
সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে নিয়োগ পরীক্ষা স্থগিত

আগামীকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত  স্থগিত করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের তৃতীয় শ্রেণির সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে প্রার্থীদের শুক্রবারের (২৪ ডিসেম্বর) লিখিত পরীক্ষা ফের স্থগিত করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) এবং বিভাগীয় নিয়োগ কমিটির সভাপতি সৈয়দ মো. নূরুল বাসির।

সৈয়দ মো. নূরুল বাসির জানান, আগামীকাল ২৪ ডিসেম্বর বিকেল ৩টায় সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। বিষয়টি পরীক্ষার্থীসহ সর্বসাধারণের অবগতির জন্য প্রচার করার অনুরোধ করা হলো।

এর আগে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর এই পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে ১৮ ডিসেম্বর সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া ওই লিখিত পরীক্ষা ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কিন্তু সেই পরীক্ষাও স্থগিত করা হলো।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

অন্যান্য থেকে আরও পড়ুন

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা নিয়োগ পরীক্ষা স্থগিত

আপনার মন্তব্য লিখুন...