ঢাকা, সোমবার ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২, ০৯ জমাদিউস সানি ১৪৪৭ | এখন সময়:

Advertise@01680 34 27 34

মোবাইল চার্জ দেয়া নিয়ে পাঁচ টি বহুল ধারণা যা ঠিক নয়


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্কঃ

প্রকাশিত:   ০১:০৮ এএম, শনিবার, ২৯ আগস্ট ২০২০   আপডেট:   ০১:০৮ এএম, শনিবার, ২৯ আগস্ট ২০২০  
মোবাইল চার্জ দেয়া নিয়ে পাঁচ টি বহুল ধারণা যা ঠিক নয়
মোবাইল চার্জ দেয়া নিয়ে পাঁচ টি বহুল ধারণা যা ঠিক নয়

সারা রাত ফোন দিলেই বিস্ফোরণ : - না।  তা নয়।  বেশির ভাগ স্মার্ট ফোনের বেটারিই স্বয়ংক্রিয় ভাবে চার্জ বন্ধ করে দেয়। ফুল রিচার্জ হলে আর অতিরিক্ত চার্জ নেয় না বেটারী। তবে এ কারণে ফুল চার্জ হবার পরও চার্জার লাগিয়ে রাখা অনুচিত। 

১০% এর কম চার্জ হলে চার্জ দেয়া উচিৎ : - লিথিয়ান  আয়ন বেটারী অত্যন্ত ক্ষমতা সম্পন্ন বেটারী। তাই সম্পূর্ণ চার্জ শেষ না হলে চার্জ দেয়া যাবে না - এই ধারণা সঠিক নয়। প্রয়োজন ভাবলেই ফোন চার্জ দিন। তবে কোনো কারণ ছাড়া অযথা বেটারী চার্জ দেয়া অযৌক্তিক। 

চার্জ দেয়ার সময় ফোন ব্যবহার করা যাবে না : - ভেজা হাতে চার্জার বা বৈদ্যুতিক তার স্পর্শ করবেন না। তাই যদি হাত ভেজা হয় তাহলে চার্জার ধরবেন না। আপনার ফোনের চার্জার টি যদি আসল বা অরিজিনাল হয় তবে চার্জিং এ রেখে ফোন চালালে তেমন ক্ষতি নেই। তবে না চালানোয় ভালো। আর যদি চার্জার টি আসল না হয়ে নকল সস্তা কোন ইউএসবি (USB) ক্যাবল চার্জার হয় তবে চার্জ হতে এমনি অনেক সময় লাগবে। তাই আপনি যদি চার্জ এ লাগিয়ে ফোন চালান তবে বেটারী চার্জ হতে আরো বেশি সময় নিবে। চার্জ দেয়ার সময় জরুরি কোন প্রয়োজন ছাড়া ফোন অব্যবহৃত রাখলেই ভালো হয়।  এতে ফোনের longibity বা স্থায়িত্ব বাড়ে। 

সপ্তাহে অন্তত একবার মোবাইল বন্ধ রাখতে হবে : - মোবাইল সবসময় খোলা থাকলে বেটারির উপর প্রভাব পরে বা বেটারির স্থায়িত্ব কমে যায় এমন ধারণা সঠিক নয়। বেটারির জীবন বাড়াতে সপ্তাহে অন্তত একবার হলেও মোবাইল বন্ধ রাখতে হবে ধারণাটি ভুল। যদি আপনি বেটারী ও আপনার ফোনের পারফরমেন্স বাড়াতে চান তবে মাঝে মধ্যে সপ্তাহে অন্তত একবার হলেও রিস্টার্ট করতে পারেন। 

সব চার্জার একই : - চার্জার নিয়ে এইরকম ধারণা প্রায় সকলেই করে থাকেন। তবে আসল ও নকল চার্জার এর মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। আসল চার্জার ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখে খুব দ্রুত চার্জ হবার পাশাপাশি বিদ্যুৎ ও সাশ্রয় করে। আর নকল চার্জার ব্যবহার কারীর ফোনের ক্ষতির আশঙ্কায় বেশি থাকে।

প্রযুক্তি জেনে বুঝে ব্যবহার করলে এর প্রকৃত উপকার টা আপনি পেতে পারেন আর যদি না জেনে না বুঝে শুধু শুনে বা ধারণা করে ব্যবহার করেন তবে বিপদের আশঙ্কা থাকে। 

আপনার মন্তব্য লিখুন...