ঢাকা, সোমবার ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২, ০৯ জমাদিউস সানি ১৪৪৭ | এখন সময়:

Advertise@01680 34 27 34

মাঠে হার্ট অ্যাটাক, ফুটবলারের মৃত্যু


ক্রীড়া ডেস্কঃ

প্রকাশিত:   ১১:১২ পিএম, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১   আপডেট:   ১১:১২ পিএম, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১  
মাঠে হার্ট অ্যাটাক, ফুটবলারের মৃত্যু
মাঠে হার্ট অ্যাটাক, ফুটবলারের মৃত্যু

গত ইউরোতে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো ফুটবল–বিশ্ব। টিভি পর্দায় কোটি দর্শকের সামনে মুখ থুবড়ে মাঠে পড়ে গিয়েছিলেন ক্রিস্টিয়ান এরিকসেন। ডেনমার্কের প্লেমেকারের হার্ট অ্যাটাকের সে দৃশ্য এখনো ভয় জাগায় দর্শকের মনে। কিছুদিন আগেই ভয় পাইয়ে দিয়েছিলেন সের্হিও আগুয়েরো। ৩০ অক্টোবর আলাভেসের বিপক্ষে প্রথমার্ধে বুকে ব্যথা অনুভব করায় মাঠ ছেড়ে উঠে যান আগুয়েরো। সে ঘটনায় পেশাদার ফুটবল থেকেই অবসর নিয়ে নিয়েছেন আগুয়েরো।

প্রথম দুই ঘটনায় মৃত্যুকে পাশ কাটানোর খবরে স্বস্তি পেয়েছেন সমর্থকেরা। কিন্তু বছরের শেষ ভাগে এসে খেলার মাঠে ফুটবলারের মৃত্যুর খবরই পেতে হলো। গতকাল মাঠে হার্ট অ্যাটাক হওয়ায় মৃত্যুবরণ করেছেন ওমানের এক ফুটবলার মুখালেদ আল-রাকাদি।

গতকাল ওমান ফুটবল লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচ ছিল মাসকাট এফসি ও আল-সুয়াইক এফসির। ম্যাচের আগে গা গরম করার সময় ২৯ বছর বয়সী ডিফেন্ডার আল-রাকাদির হার্ট অ্যাটাক হয়। অ্যাম্বুলেন্স ডেকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু সবার চেষ্টা ব্যর্থ হয়েছে।

এ ব্যাপারে রাকাদির ক্লাব মাসকাট টুইটারে জানিয়েছে, ‘আল্লাহর ইচ্ছা মেনে নিয়ে মাসকাট স্পোর্টস ক্লাবের পরিচালকেরা এবং এর সংশ্লিষ্ট সবাই আল-রাকাদির পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাঁকে মাফ করে দিক।’

আল-রাকাদির ঘটনার পর গতকালকের ম্যাচটি বাতিল করেছে মাসকাট এফসি। লিগে সবার নিচে আছে ক্লাবটি। এ বছরের শুরুতেই মাসকাট ক্লাবে যোগ দিয়েছিলেন আল-রাকাদি।

খেলা থেকে আরও পড়ুন

ফুটবল ওমান মৃত্যু আন্তর্জাতিক ফুটবল মাঠে হার্ট অ্যাটাক

আপনার মন্তব্য লিখুন...