ঢাকা, সোমবার ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২, ০৯ জমাদিউস সানি ১৪৪৭ | এখন সময়:

Advertise@01680 34 27 34

বুয়েটে চাকরির সুযোগ, বেতন ৩৫,৬০০-৭৬,৫০০


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৯:০৪ পিএম, শনিবার, ৯ এপ্রিল ২০২২   আপডেট:   ০৯:০৪ পিএম, শনিবার, ৯ এপ্রিল ২০২২  
বুয়েটে চাকরির সুযোগ, বেতন ৩৫,৬০০-৭৬,৫০০
বুয়েটে চাকরির সুযোগ, বেতন ৩৫,৬০০-৭৬,৫০০

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) একটি প্রকল্পের জন্য জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে ফেরত খামসহ বুয়েটে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: কোলাবোরেশন কো-অর্ডিনেটর

পদসংখ্যা:

যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর কমপক্ষে ১০ বছরের শিক্ষা ও গবেষণাসংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। গবেষণা প্রকল্পে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়।

বেতন: সর্বসাকল্যে মাসিক বেতন ৭৬,৫০০ টাকা

পদের নাম: কোলাবোরেশন অফিসার
 
পদসংখ্যা:

যোগ্যতা: তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/ বিভাগ গ্রহণযোগ্য নয়। গবেষণাসংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: সর্বসাকল্যে মাসিক বেতন ৩৫,৬০০ টাকা

যেভাবে আবেদন: প্রার্থীকে সাদা কাগজে নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, জন্ম তারিখ, মুঠোফোন নম্বর, গবেষণা প্রকাশনার তালিকা ইত্যাদি উল্লেখ করে আবেদনপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, গবেষণা প্রকাশনার কপিসহ সব সনদের সত্যায়িত কপি নিজ ঠিকানাসংবলিত ফেরত খামে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক, RISE সেন্টার, ইসিই ভবন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা-১২০৫।

আবেদনের শেষ তারিখ: ২৭ এপ্রিল, ২০২২

শিক্ষা থেকে আরও পড়ুন

নিয়োগ বুয়েট চাকরি বাকরি চাকরির খবর সরকারি চাকরি চাকরির পরামর্শ

আপনার মন্তব্য লিখুন...