বাদশার পরের ছবি 'ডাঙ্কি'র মুক্তির দিন প্রকাশ্যে!
অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: ১২:০৯ এএম, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ আপডেট: ০১:০৯ এএম, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
ভক্তদের নিশ্বাস ফেলার সময় দিচ্ছেন না বাদশা। এ বছরের শেষেই আসছে 'ডাঙ্কি'। কবে? এবার সামনে এল প্রতীক্ষিত সেই তারিখ। এখনও দেশবাসী তাঁর সিনেমা দেখার জন্য একই ভাবে রাত জাগে। ছবি মুক্তির দিন উচ্ছ্বাস উদ্দীপনা থাকে তুঙ্গে। তাঁর ছবি নতুন করে প্রাণ দেয় বহু বন্ধ হতে বসা হলকে। তাঁকে একটি বার কেবল চোখের দেখা দেখার জন্য মন্নতের বাইরে ভিড় জমে হাজার হাজার ভক্তের।
'জওয়ান'-এ মজেছে বলিউড। ৯ মাসের মধ্যে পর পর সুপার হিট, সেটা বাদশার ম্যাজিক ছাড়া আর কী। 'জিরো'র পর বেশ কয়েক বছরের বিরতি নিয়েছিলেন তিনি। তারপর তাঁর কামব্যাক বলিউডের ইতিহাসে মাইলফলক হয়ে থেকে যাবে।
পাঠান ছবির মাধ্যমে বড় পর্দায় প্রত্যাবর্তন করেন অভিনেতা। বিশ্ব জুড়ে বক্স অফিসে প্রায় ১১০০ কোটির ব্যবসা করেছিল সেই ছবি। তবে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন বাদশা। এটলী কুমার পরিচালিত জওয়ান হয়ে উঠল বলিউডের সর্বকালের সর্বোচ্চ ওপেনিং। তারপর বলিউড দেখল ব্য়বসা কাকে বলে।
শাহরুখ খান আর রাজকুমার হিরানির জুটি হলে কেমন হবে বলুন তো? বিষয়টা একেবারে জমে দই হয়ে যাবে! বেশ কিছুদিন ধরেই বলি পাড়ায় জল্পনা ছিল, যে শাহরুখ খান নাকি এবার কাজ করবেন রাজকুমার হিরানির সঙ্গে। সকলের ধারণা ছিল ক্যামিও চরিত্রে হয়ত দেখা যাবে কিং খানকে। কিন্তু তা নয়! হিরানির ছবিতে এবার কিং খানই নায়ক। ছবির নাম 'ডাঙ্কি'।
ভক্তদের নিশ্বাস ফেলার সময় দিচ্ছেন না বাদশা। এ বছরের শেষেই আসছে 'ডাঙ্কি'। কবে? এবার সামনে এল প্রতীক্ষিত সেই তারিখ। পাঠান' ও 'জওয়ান' ছবির জন্যই পিছিয়ে গিয়েছিল ছবির মুক্তি। শাহরুখ জানান, চলতি বছরের ক্রিসমাসেই বড়পর্দায় আসতে চলেছে 'ডাঙ্কি'।
রাজ কুমার হিরানি সব সময় একটু অন্য ধরণের ছবি করেন। তাঁর ছবিতে কমেডি যেমন থাকে, তেমন সেই কমেডির ছলেই দেওয়া হয় কঠিন বার্তা। 'মুন্না ভাই এমবিবিএস' থেকে শুরু করে 'পিকে' হোক বা 'শালা খড়ুস' কিংবা 'থ্রি ইডিয়েটস' সবেতেই একদম অন্য রকম একটা ছাপ থাকে পরিচালকের ছবিতে। শাহরুখের সঙ্গে এতদিন কোন কাজ করেননি রাজ কুমার হিরানি। দর্শক সমালোচক সবাই মুখিয়ে আছেন এই জুটির কাজের জন্য।