বাংলারসময় এর ফেইসবুক পেজ হ্যাক
অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: ১১:০২ পিএম, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ আপডেট: ১১:০২ পিএম, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
বাংলারসময় এর ফেইসবুক পেজ হ্যাক হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারী এর পর থেকে আমরা আমাদের পেজ এ প্রবেশ করতে ব্যর্থ হই। তারপর থেকে আমাদের পেজ এর আপডেট বন্ধ রয়েছে।
হঠাৎই গত দুই দিন যাবৎ দুর্বৃত্তরা উদ্দেশ্য-প্রণোদিত ভাবে বাংলারসময় এর রেপুটেশন নষ্ট করার প্রয়াসে নগ্নতা ছড়াচ্ছে। আমরা ফেইসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি খুব শীগ্রই তারা যথাযথ পদক্ষেপ নিবে। আমরা আশা করছি খুব দ্রুতই আবারো আমরা আমাদের পেজ এর প্রবেশাধিকার ফিরে পাবো।
আপাততঃ পেজ এর কোন লিংক এ ক্লিক করা থেকে বিরত থেকে নিজেকে হ্যাক এর কবল থেকে রক্ষা করুন। দুর্বৃত্তরা উদ্দেশ্য-মূলক ভাবে নগ্নাকৃষ্ট করে ফেসবুক ব্যবহারকারীদের কে ঐসব লিংক এ ক্লিক করিয়ে ব্যবহারকারীদের নানান তথ্য এমনকি ফেসবুক একাউন্ট পর্যন্ত হ্যাক করে নিতে পারে। তাই সাবধান থাকুন।
আর সকলকে অনুরোধ করা হচ্ছে পেজটি রিপোর্ট করে ফেইসবুক কর্তৃপক্ষ কে জানিয়ে দেয়ার জন্য যে পেজটি হ্যাক হয়েছে। এতে করে হ্যাকার পেজটির কর্তৃত্ব হারাবে আর সাধারণ ফেইসবুক ব্যবহারকারীরাও হ্যাক এর কবল থেকে বাঁচবে।
দুর্বৃত্তরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলারসময় এর রেপুটেশন নষ্ট করার প্রয়াসে এ হেনো অপতৎপরতা চালিয়েছে। খুব শীগ্রই আমরা পেজ উদ্ধার করে নোটিসের মাধ্যমে বাংলারসময় এর পাঠকদের অবহিত করব।