বাংলাদেশে আইইএলটিএসর ‘ওয়ান স্কিল রিটেক’ চালু
অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: ১২:১০ এএম, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ আপডেট: ০১:১০ এএম, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
আইইএলটিএস ওয়ান স্কিল রিটেক বাংলাদেশে চালু করেছে ব্রিটিশ কাউন্সিল। ব্রিটিশ কাউন্সিলে আইইএলটিএস পরীক্ষার্থীরা কারও প্রথম চেষ্টায় অনাকাঙ্ক্ষিত ফল এলেও এখন আর পুরো পরীক্ষা দিতে হবে না। দেশে ওয়ান স্কিল রিটেক চালু হওয়ায় ফলে লিসেনিং, রিডিং, রাইটিং অথবা স্পিকিংয়ের মধ্যে থেকে যেকোনো একটি পরীক্ষা আবার দেওয়া যাবে।
ব্রিটিশ কাউন্সিলের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সুযোগ বিশ্বের অন্য দেশেও পর্যায়ক্রমে চালু করবে ব্রিটিশ কাউন্সিল।
নতুন এই ফিচারে প্রতি সেকশনের ফরম্যাট ও সময় স্বাভাবিক আইইএলটিএস পরীক্ষার মতোই থাকবে। তবে বাকি তিনটি সেকশনের দক্ষতা যাচাইয়ের প্রয়োজনীয়তা কাটিয়ে অনেকটা সময় বাঁচাতে পারবেন পরীক্ষার্থীরা। যদি কেউ মনে করেন, প্রথম চেষ্টায় তাঁদের ইংরেজি দক্ষতার সঠিক মূল্যায়ন পাননি, তাঁরা ওয়ান স্কিল রিটেকের মাধ্যমে শুধু একটি স্কিলে আবার পরীক্ষা দিতে পারবেন।
আইইএলটিএস ওয়ান স্কিল রিটেক বেছে নেওয়া পরীক্ষার্থীরা দ্বিতীয় টেস্ট রিপোর্ট ফর্ম পাবেন, যা অভিবাসন এবং পড়াশোনার উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। আইইএলটিএসের মূল পরীক্ষার ৬০ দিনের মধ্যেই আইইএলটিএস ওয়ান স্কিল রিটেক বুক করা যাবে।