বাংলাদেশ ব্যাংক নেবে ২০০ অফিসার
অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: ০২:০৪ এএম, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯ আপডেট: ১১:০৪ পিএম, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯
বাংলাদেশ ব্যাংক ২০০ অফিসার (জেনারেল) নেবে। এই পদের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করেছে। এই পদে আবেদন করতে চাইলে আপনিও যথাযথ নিয়ম মেনে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন। বাংলাদেশ ব্যাংকের চাকরির ক্ষেত্রে এই পদটি বেশ আকর্ষণীয় বলে মনে করেন কর্মকর্তারা।
আবেদনের যোগ্যতা: আবেদন করতে চাইলে প্রার্থীকে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি অনার্স বা মাস্টার্স পাশ হতে হবে। যেকোনো একটি পরীক্ষায় প্রথম শ্রেণি থাকতে হবে এবং কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে ১৭ এপ্রিল ২০১৯ সালে বয়স ৩০ হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের শেষ তারিখ: ১৬ মে ২০১৯
আবেদন করুন : - Circular Link