ঢাকা, সোমবার ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২, ০৯ জমাদিউস সানি ১৪৪৭ | এখন সময়:

Advertise@01680 34 27 34

বলিউড অভিনেত্রী কাজল সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়লেন


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০১:০৬ এএম, শনিবার, ১০ জুন ২০২৩   আপডেট:   ০১:০৬ এএম, শনিবার, ১০ জুন ২০২৩  
বলিউড অভিনেত্রী কাজল সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়লেন
বলিউড অভিনেত্রী কাজল সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়লেন

শুক্রবার (৯ জুন) টুইটার ও ইনস্টাগ্রামে তিনি এ ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার ঘোষণা দিয়ে ইনস্টাগ্রাম থেকে আগের সব পোস্ট মুছে ফেলেন কাজল। তবে পোস্ট মুছে ফেলার কারণ এখনও জানাননি তিনি।

এরপর একটি পোস্ট দেন এই অভিনেত্রী। ওই পোস্টে তিনি লিখেন, “জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছি।”

ইনস্টাগ্রামের পোস্ট মুছলেও টুইটারে তার আগের পোস্টগুলো এখনো দেখা যাচ্ছে। ওই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়েছে। অনেকেই তার প্রতি ভালোবাসা জানিয়েছেন।

কেউ লিখেছেন, “আশা করি, কঠিন সময় কাটিয়ে আবারও ফিরে আসবেন।” আরেকজন লিখেছেন, “নিজের যত্ন নেবেন।”

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত রেবতি পরিচালিত “সালাম ভেঙ্কি” সিনেমায় শেষবারের মতো দেখা গেছে কাজলকে। একই সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গেছে আমির খানকে। এর আগে “তাহানজি: দ্য আনসাং ওয়ারিয়র” সিনেমায় দেখা গেছে কাজলকে। এতে আরও অভিনয় করেছেন অজয় দেবগন, সাইফ আলী খান।

২০২১ সালে নেটফ্লিক্সের সিনেমা “ত্রিভাঙ্গা” দিয়ে ওটিটিতেও অভিষেক ঘটেছে তার। তাকে সামনে নেটফ্লিক্সের অমনিবাস সিনেমা “লাস্ট স্টোরিজ ২”-তে দেখা যাবে।

“দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে”, “কাভি খুশি কাভি গাম”, “বাজিগর”, “দুশমন”, “কুচ কুচ হোতা হ্যায়”সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় পাওয়া গেছে কাজলকে।

বিনোদন থেকে আরও পড়ুন

বলিউড অভিনেত্রী কাজল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ইনস্টাগ্রাম দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে কাভি খুশি কাভি গাম বাজিগর কুচ কুচ হোতা হ্যায়

আপনার মন্তব্য লিখুন...