বঙ্গবন্ধুকে নিয়ে যত বই এবারের বইমেলায়
অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: ০২:০২ এএম, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯
বঙ্গবন্ধুকে নিয়ে মানুষের আগ্রহ যত দিন যাচ্ছে ততই বাড়ছে। গল্প, উপন্যাস, কবিতা, গবেষণায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উঠে আসছেন নানামাত্রায়। এর পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়েও গবেষণামূলক বই প্রকাশিত হচ্ছে।
এবারের মেলায় প্রধানমন্ত্রীকে নিয়েও এসেছে বেশকিছু উল্লেখযোগ্য বই। ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) ও বাংলা একাডেমির বিক্রয় প্রতিনিধিরা বললেন, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই দুটি বেস্ট সেলের তালিকায় রয়েছে।
এবারের মেলায় বঙ্গবন্ধুকে নিয়ে উপন্যাস আকারে উল্লেখযোগ্য বইটি আনিসুল হক রচিত ইতিহাসভিত্তিক ধারাবাহিক উপন্যাসের চতুর্থ খণ্ড ‘এই পথে আলো জ্বেলে’। বইটিতে ঊনসত্তরের উত্তাল দিনগুলো এবং সেই সময় বঙ্গবন্ধুর ভূমিকাকে তুলে এনেছেন লেখক। বইটি প্রকাশ করেছে প্রথমা।
এছাড়াও এবারের মেলায় উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে—‘সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ ১ম ও ২য় খণ্ড (হাক্কানী পাবলিশার্স), আবদুল গাফ্ফার চৌধুরী ‘বঙ্গবন্ধু আজ যদি বেঁচে থাকতেন’ (আগামী), মোনায়েম সরকার ‘বাংলাদেশ শেখ মুজিব থেকে শেখ হাসিনা’ (আগামী), হারুন-অর-রশিদ ‘৭ই মার্চের ভাষণ কেন বিশ্ব ঐতিহ্য সম্পদ’ (অন্যপ্রকাশ), শামসুজ্জামান খান ‘লেখক বঙ্গবন্ধু ও অন্যান্য’ (কাকলী), আনিসুল হক ‘বঙ্গবন্ধুর জন্য ভালোবাসা’ (পার্ল), সুব্রত বড়ুয়া ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ (ঝিঙেফুল), মুস্তফা মনওয়ার সুজন ‘বঙ্গবন্ধুর অর্থনৈতিক মতবাদ’ (উত্স), তরুণ কান্তি দাস ‘বঙ্গবন্ধু সোনার বাংলা বাস্তবায়নে শেখ হাসিনার সরকার (২০০৯-২০১৮) (শ্রাবণ), গাজী হানিফ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব: এক শতাব্দীর বাঁকে’ (শব্দরূপ), ইফতেখার আহমেদ ও প্রকৃতি শ্যামলিমা ‘এ স্টার্টারস গাইড: মুজিব’ (চর্চা), মুনতাসীর মামুন ‘বঙ্গবন্ধুর জীবন’ (অনন্যা), মঞ্জুরুল আলম ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালির জন্ম ইতিহাস’ (বাঙালি), খায়রল আলম মনির
‘মহান নেতা বঙ্গবন্ধু’ (চিলড্রেন্স), মুহাম্মদ সোহেল চৌধুরী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতার মহাকাব্য’ (ছায়াবীথি), খায়রুল আলম মনির ‘ছোটদের হূদয়ে বঙ্গবন্ধু’ (ঝিঙেফুল), হোসনে আরা শাহেদ ‘বঙ্গবন্ধু চিরদিনের’ (নিখিল প্রকাশন), স্বপন কুমার দাস ‘বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ (নিখিল), সোহরাব পাশা ‘বঙ্গবন্ধু ও একাত্তরের পদাবলি’ (রয়েল), নাছিমা আক্তার ‘রক্তে বঙ্গবন্ধু (মেঘনা), আবু বকর সিদ্দিক ৭ই মার্চ (ব্রাদার্স পাবলিকেশন্স), মোঃ ফজলুল হক ‘বাঙালির মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিব’ (আলোঘর), আতিকুজ্জামান সেলিম ‘৩২ নম্বরের শূন্যস্থানে’ (সালাউদ্দিন বইঘর), শহীদুল হক খান ‘বঙ্গবন্ধু সকলের’ (বিশাল বাংলা), রাহাত মিনহাজ ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কি চেয়েছিল ভুট্টোর পাকিস্তান’ (শ্রাবণ), মনি হায়দার ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প’ (ঝিঙেফুল), রাবেয়া বস্রী রাত্রি ‘বঙ্গবন্ধুর স্বপ্নের শিক্ষাব্যবস্থা এবং বর্তমান প্রেক্ষাপট’ (আজকাল), হাফিজ আল হামিদ ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ (কাব্যকথা), ফিরোজা সামাদ ‘হে পিতা তোমার তর্জনী যেন শাণিত তরবারি’ (পানকৌড়ি), রফিকুর রশীদ ‘কিশোরগল্পে বঙ্গবন্ধু ও শেখ রাসেল’ (অন্যধারা), মোসাদ্দেক আহমেদ ‘শেখ মুজিবের সাইকেল’ (মনন), আলমগীর খোরশেদ ‘খোকা থেকে বঙ্গবন্ধু’ (দোয়েল), এ কে এম ইয়াকুব হোসাইন ‘খোকা বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ (সিঁড়ি), আনু মাহমুদ ‘বঙ্গবন্ধু থেকে জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু অসহযোগ মুক্তিযুদ্ধ’ (ন্যাশনাল), ড. সৈয়দ আরিফ আজাদ ‘বঙ্গবন্ধু’ (কালিকলম), রফিকুজ্জামান হুমায়ুন ‘বঙ্গবন্ধু’ (জয়বাংলা একাডেমি), হরেন্দ্রনাথ বসু ‘ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব’ (জয়বাংলা), মঈনুল হক চৌধুরী ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ’ (স্বরবৃত্ত), আমিরুল ইসলাম ‘বঙ্গবন্ধু ও দোয়েলের গল্প’ (কথাপ্রকাশ), আবদুল রহিম শেলী ‘মুজিব ও মুক্তিযুদ্ধের কথা’ (জোনাকী), জুলফিকার নিউটন ‘বঙ্গবন্ধু জাতির পিতা ও স্থপতি’ (আহমদ পাবলিশিং) প্রভৃতি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নানামাত্রায় উঠে এসেছেন লেখকের লেখায়। কবিতা, ছড়া, গবেষণায় তাঁর শাসনকাল বিশ্লেষণ করেছেন গবেষকরা। বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-মিশরের লেখক ও গবেষক মোহসেন আল-আরিশি রচিত ‘শেখ হাসিনা : এ রূপকথা শুধু রূপকথা নয়’ (বাংলা একাডেমি), শেখ সাদী ‘হাসুর আকাশে’ (কথাপ্রকাশ), মো. সামছুল হক ‘মুজিব থেকে হাসিনা’ (পাতা প্রকাশনী), আসমা জামান ‘জনগণ মননন্দিত নেত্রী শেখ হাসিনা’ (বাঙালী), ফখরুল ইসলাম গুন্দু ‘উন্নয়নের রাজনীতিতে শেখ হাসিনা’ (তৃণলতা), এফ এম শাহীন ‘ছোটদের শেখ হাসিনা’ (বাংলা জার্নাল), আজম শেখ সম্পাদিত ‘শেখ হাসিনার বাংলাদেশ’ (পূর্ব পশ্চিম) প্রভৃতি।
এদিকে, লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন প্রকাশিত গ্রন্থ বিষয়ে আলোচনায় অংশ নেন বিশ্বজিত্ ঘোষ, এম. আবদুল আলীম, বিমল গুহ, জেসমিন মুন্নী, ড. চৌধুরী শহীদ কাদের।
গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় বলধা গার্ডেন : আমাদের উদ্যান-ঐতিহ্য শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মোকারম হোসেন। আলোচনায় অংশগ্রহণ করেন হাশেম সূফী, মোহাম্মদ আলী খান, নূরুন্নাহার মুক্তা। সভাপতিত্ব করেন বিপ্রদাশ বড়ুয়া।


