ঢাকা, রবিবার, ১২ অক্টোবর, ২০২৫  |  Sunday, 12 October 2025  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

ফেসবুকে ডার্ক মোড চালু করবেন যেভাবে


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৯:০৮ পিএম, সোমবার, ১২ আগস্ট ২০২৪   আপডেট:   ১০:০৮ পিএম, সোমবার, ১২ আগস্ট ২০২৪  
ফেসবুকে ডার্ক মোড চালু করবেন যেভাবে
ফেসবুকে ডার্ক মোড চালু করবেন যেভাবে

অনেকেই রাতে দীর্ঘ সময় অন্ধকার ঘরে স্মার্টফোনে ফেসবুক ব্যবহার করেন। এতে ফোনের পর্দা থেকে নিঃসরিত নীল আলো চোখের ওপর বাড়তি চাপ তৈরির পাশাপাশি বিভিন্ন ধরনের ক্ষতি করে। শুধু তা–ই নয়, ফোনের ব্যাটারিও দ্রুত শেষ হয়ে যায়। তাই চোখের ওপর বাড়তি চাপ ও ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার থেকে মুক্তি চাইলে ফেসবুকের ডার্ক মোড সুবিধা ব্যবহার করে এ সমস্যার সমাধান করা যায়। 

ফেসবুকে ডার্ক মোড চালু করলে একদিকে যেমন ব্যাটারি দ্রুত চার্জ হারাবে না অপরদিকে রাতের অন্ধকারে ডার্ক মোড চোখের জন্যও সহনীয়। চলুন ফেসবুকে ডার্ক মোড সুবিধা চালুর পদ্ধতি দেখে নেওয়া যাক।

ডার্ক মোড সুবিধা চালুর জন্য প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর ওপরের ডান দিকে থাকা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করে নিচে থাকা ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ মেনুতে ট্যাপ করতে হবে। এরপর প্রদর্শিত অপশন থেকে ‘সেটিংস’ নির্বাচনের পর পরের পৃষ্ঠায় থাকা প্রেফারেন্স অপশনের নিচে ‘ডার্ক মোড’–এ ক্লিক করতে হবে। এবার প্রদর্শিত অপশন থেকে ‘অন’ বাটনে ক্লিক করলেই ফেসবুকে ডার্ক মোড সুবিধা চালু হয়ে যাবে।

বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আরও পড়ুন

স্মার্টফোন টিপস ফেসবুক ডার্ক মোড

আপনার মন্তব্য লিখুন...