ঢাকা, সোমবার ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২, ০৯ জমাদিউস সানি ১৪৪৭ | এখন সময়:

Advertise@01680 34 27 34

পুরস্কার পেল এইচএসবিসি বাংলাদেশ


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৯:০১ এএম, সোমবার, ৩ জানুয়ারী ২০২২   আপডেট:   ০৯:০১ এএম, সোমবার, ৩ জানুয়ারী ২০২২  
পুরস্কার পেল এইচএসবিসি বাংলাদেশ
পুরস্কার পেল এইচএসবিসি বাংলাদেশ

এইচএসবিসিকে দেশের ‘বেস্ট ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক বা সেরা নগদ অর্থ ব্যবস্থাপক ব্যাংক হিসেবে নির্বাচন করেছে করপোরেট ট্রেজারার অ্যাওয়ার্ড ২০২১। 

বাংলাদেশে এইচএসবিসির বিভিন্ন ধরনের তারল্য ব্যবস্থাপনা সেবার মধ্যে রয়েছে পেয়েবলস, রিসিভেবলস, ক্লিয়ারিং, বৈদেশিক মুদ্রা, তারল্য, দায় ও বিনিয়োগ ব্যবস্থাপনা। এ বছর গ্রাহকদের ভবিষ্যৎ বিনিয়োগের সমভাবনার চিত্র এবং তারল্য ব্যবস্থাপনা সহজ করতে এইচএসবিসি নগদ প্রবাহের পূর্বাভাস চালু করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ অর্জন প্রসঙ্গে এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান বলেন, ‘করপোরেট ট্রেজারার অ্যাওয়ার্ড পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং নগদ ব্যবস্থাপনায় এটি আমাদের জন্য আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি। এই পুরস্কার আমাদের পণ্য ও সেবার প্রতি গ্রাহকদের আস্থার প্রতিফলন।’

এইচএসবিসি বাংলাদেশের হোলসেল ব্যাংকিং প্রধান কেভিন গ্রীন বলেন,‘এ বছরের সেরা ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক হিসেবে এইচএসবিসি বাংলাদেশ কর্পোরেট ট্রেজারার পুরস্কার ২০২১ পাওয়ায় করায় আমি গর্বিত। ভবিষ্যতেও আমরা ব্যাংকের ডিজিটাইজেশন কার্যক্রম অব্যাহত রাখব এবং গ্রাহকদের সহজ ও উন্নত ব্যবসায়িক সেবা দিয়ে যাব"।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মর্যাদাপূর্ণ পুরস্কার বাংলাদেশে নগদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এইচএসবিসির নেতৃত্বের স্বীকৃতি।

অর্থনীতি থেকে আরও পড়ুন

করপোরেট ব্যাংক পুরস্কার মুদ্রা অ্যাওয়ার্ড অর্থনীতি

আপনার মন্তব্য লিখুন...