পিএসসির নিয়োগের আদ্যোপান্ত সার্কুলার থেকে শুরু করে চাকরিতে যোগদান
অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: ০৩:০৪ এএম, শনিবার, ২০ এপ্রিল ২০১৯ আপডেট: ০৩:০৪ এএম, শনিবার, ২০ এপ্রিল ২০১৯
পিএসসির যেকোন নিয়োগ ৩ টি স্টেজে এবং ৪ টি ধাপ অনুসরণ করে চুড়ান্ত করা হয়। প্রথমত প্রিলিমিনারি পরীক্ষা, দ্বিতীয়ত লিখিত পরীক্ষা, তৃতীয়ত ভাইভা এবং সর্বশেষ সন্তোষজনক পুলিশি ভেরিফিকেশন শেষে চুড়ান্ত নিয়োগ দেয়া হয়। তবে আবেদনকারীর সংখ্যা ১০০০ এর কম হলে, প্রিলিমিনারি পরীক্ষা না দিয়ে সরাসরি লিখিত পরীক্ষায় অংশ নিতে হয়। যেকোন স্টেজে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে, তাই গুরুত্ব সহকারে প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
.
*****প্রস্তুতি*****
বিঃ দ্রঃ এছাড়াও যেকোন পরামর্শ ও সহযোগিতার জন্য আমাদের গ্রুপ এর সাথে যোগাযোগ করুন - Connect With Us অথবা - Check Banglarsomoy Education অথবা - Banglarsomoy Facebook Groupঅথবা - Join Our Educational page
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
ক) প্রিলিমিনারিঃ ১০০ মার্কস, ১০০টি MCQ, ১ঘন্টা সময় (বাংলা-২০, ইংরেজী-২০, সাধারন জ্ঞান-২০, Dept-৪০)
বুক সাজেশানঃ
১) বিসিএস প্রিলি বাংলা, ইংরেজী, বাংলাদেশ, আন্তর্জাতিক- ৪টি বই
২) Objective Electrical- VK Mehta (ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্সের জন্য)
৩) Civil Engineering : Conventional & Objective Type (By R.S Khurmi & J.K Ghupta).
৪) Perfect Non-Cadre MCQ Guide by Shahin Khandakar. (Civil)
৫) Mechanical Engineering: Objective (R S Khurmi)
6) Perfect Non-Cadre MCQ Guide- Nurul Islam (Electrical & Electronics)
7) Bitbox Guide/Power of IT Jobs (CSE)
লক্ষ্যনীয়ঃ
- প্রিলিতে কোন ক্যালকুলেটর নেয়া যাবে না।
- ভুল উত্তরের জন্য ০.৫ মার্কস কাটা যাবে।
- সাধারণত প্রিলিতে পাস করলেই লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হওয়া যায়, তাই ১০০% কনফার্ম না হয়ে উত্তর দেয়া উচিত না।
- নির্ধারিত সময়ের মধ্যে উত্তর শেষ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারন আলাদা OMR Form এ বৃত্ত ভরাট করতে হবে ১০০টি, যা সময়সাপেক্ষ কাজ৷ তাই পূর্বেই বাসায় মডেল পরীক্ষা দেয়া উচিত সবার।
.
খ) লিখিতঃ ২০০ মার্কস, ৪ঘন্টা সময় (বাংলা- ৪০, ইংরেজী-৪০, সাধারন জ্ঞান-৪০, ডিপার্টমেন্ট-৮০)
বুক সাজেশানঃ
১) নন ক্যাডার পিএসসি প্রশ্নব্যাংক
লক্ষ্যনীয়ঃ
- লিখিত পরীক্ষার জন্য উপরোক্ত বইটি অনুসরণ করলেই ৬০-৭০% কমন পাবেন। এর বাহিরে কি পড়া উচিত, প্রশ্নব্যাংক পড়লেই বুঝতে পারবেন।
বিঃ দ্রঃ এছাড়াও যেকোন পরামর্শ ও সহযোগিতার জন্য আমাদের গ্রুপ এর সাথে যোগাযোগ করুন - Connect With Us অথবা - Check Banglarsomoy Education অথবা - Banglarsomoy Facebook Groupঅথবা - Join Our Educational page
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
- দীর্ঘ ৪ ঘন্টা লেখালিখি করা বোরিং কাজ, তাই লিখিত পরীক্ষার পূর্বে বাসায় বেশি বেশি লেখালিখি করুন।
- লিখিত পরীক্ষায়ও ক্যালকুলেটর নেয়া যাবে না। কারন সব থিউরি আসবে। ম্যাথ আসবে না। ম্যাথ আসলে, লিখিত পরীক্ষার নোটিশে ক্যালকুলেটর নিতে বাধ্যবাধকতা থাকবে না।
- ডিপার্টমেন্টে ২৪ মার্কস পেতে হবে এবং সর্বোপরি ৮০ মার্কস পেলেই লিখিত পরীক্ষায় কৃতকার্য হবেন। তবে বর্তমানে ৬০-৭০% মার্কস না পেলে ভাইভাতে ডাক পাওয়া কঠিন।
.
গ) ভাইভাঃ ৫০ মার্কস (উপ-সহকারী প্রকৌশলী)/ ১০০ মার্কস (সহকারী প্রকৌশলী)
লক্ষ্যনীয়ঃ
- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে BPSC Form-5A পুরন করে, সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে পিএসসিতে পাঠাতে হবে অথবা হাতে হাতে দিয়ে আসতে পারবেন। প্রয়োজনীয় নির্দেশনা লিখিত পরীক্ষার রেজাল্টের নোটিশে দেয়া হবে।
- প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠানোর পরে পূনরায় ভাইভার জন্য লিস্ট ও তারিখ প্রকাশ করবে পিএসসির ওয়েবসাইটে। তাই পিএসসির ওয়েবসাইটে নজর রাখতে ভুলবেন না।
বিঃ দ্রঃ এছাড়াও যেকোন পরামর্শ ও সহযোগিতার জন্য আমাদের গ্রুপ এর সাথে যোগাযোগ করুন - Connect With Us অথবা - Check Banglarsomoy Education অথবা - Banglarsomoy Facebook Groupঅথবা - Join Our Educational page
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
- পিএসসির ভাইভা মানেই সকল বিষয়ের পান্ডিত্য প্রদর্শন করতে হবে। তাই বাংলা, ইংরেজী, সাধারন জ্ঞান, ডিপার্টমেন্ট, নিজ জেলা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং সংশ্লিষ্ট পদের কাজ ও মন্ত্রনালয় সম্পর্কে বিস্তারিত বিশদভাবে জেনে যাবেন। সাধারনত আপনার দেয়া উত্তরের সুত্র ধরেই স্যাররা পরবর্তী প্রশ্ন করে থাকে।
.
ঘ) পুলিশ ভেরিফিকেশনঃ ভাইভায় উত্তীর্ণদের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ পুলিশ ভেরিফিকেশন। পুলিশ ভেরিফিকেশন ফরমে স্থায়ী ও বর্তমান ঠিকানা একই রাখুন, অনলাইন আবেদন ফরমেও একই রাখবেন। ঝামেলা অর্ধেক কমবে৷ প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখুন। সাথে পকেটের স্বাস্থ্য ভাল রাখুন। পুলিশ ভেরিফিকেশনে আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, যে সকল কলেজে পড়াশুনা করেছেন সেখানকার প্রত্যয়নপত্র এবং ৫বছরের অধিক কোথাও অবস্থান করলে সেখানেও স্থানীয় পুলিশ ভেরিফিকেশন করবে। আপনার নাম ও পরিচয় স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়ে রাখুন, যেন ভেরিফিকেশনের জন্য পুলিশ জনপ্রতিনিধিদের কল দিয়ে সঠিক তথ্য পেতে পারে। স্থানীয় জনপ্রতিনিধিরা আপনাকে এবং আপনার বাড়ি না চিনলে, ঠিকানা ভেরিফিকেশনে সমস্যায় পড়বেন৷ সর্বোপরি তাদের দাবী-দাওয়া আদায় করতে ভুলবেন না।
.
উপসংহারঃ
পরিশেষে পিএসসির চাকুরী শতভাগ সরকারি জব৷ আবেদন থেকে শুরু করে চুড়ান্ত নিয়োগ পেতে ১/২বছর লেগে যেতে পারে৷ কিন্তু একবার জব হয়ে গেলে, সহজে আর যাবে না। রডের পরিবর্তে বাঁশ দিলেও যাবে না। দুর্নীতির যথেষ্ট সুযোগ থাকবে, তবে বিচক্ষণতার সহিত থাকলে দুর্নীতি না করেও সরকারি জব করা সম্ভব। অপরদিকে যারা ভাবেন পিএসসির অধীনে নন-ক্যাডার পদের সকল চাকুরী সরকারি থাকবে সারাজীবন; তাদের অবগতির জানানো যাচ্ছে যে, সরকার রাষ্ট্র পরিচালনার সুবিধার্তে যেকোন সময় যেকোন অধিদপ্তর কিংবা মন্ত্রনালয়কে ভেঙ্গে স্বায়ত্বশাসিত, আধা স্বায়ত্তশাসিত কিংবা কোম্পানিতে রুপান্তর করতে পারে। অতীতে বহু নজির রয়েছে। তবে চাকরি হারাবেন না, এটা কনফার্ম; যদি গুরুতর কোন অপরাধ না করে থাকেন।
বিঃ দ্রঃ এছাড়াও যেকোন পরামর্শ ও সহযোগিতার জন্য আমাদের গ্রুপ এর সাথে যোগাযোগ করুন - Connect With Us অথবা - Check Banglarsomoy Education অথবা - Banglarsomoy Facebook Groupঅথবা - Join Our Educational page
বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y
