ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪  |  Friday, 29 March 2024  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

পাকিস্তানের পেসাররা মাঠের নয়, ফেসবুক টুইটারে তারকা!


ক্রীড়া ডেস্কঃ

প্রকাশিত:   ০২:০৮ এএম, রবিবার, ২৩ আগস্ট ২০২০   আপডেট:   ০২:০৮ এএম, রবিবার, ২৩ আগস্ট ২০২০  
পাকিস্তানের পেসাররা মাঠের নয়, ফেসবুক টুইটারে তারকা!
পাকিস্তানের পেসাররা মাঠের নয়, ফেসবুক টুইটারে তারকা!

বেন স্টোকস দলে নেই। জো রুট রানে নেই। তবু সাউদাম্পটন টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের রান ৮ উইকেটে ৫৮৩। পুরো ইনিংস জুড়ে চার পাকিস্তানি বিশেষজ্ঞ বোলারকে একদম নির্বিষ লেগেছে। টেস্টের প্রথম দুই দিনের পারফরম্যান্সের পর সমালোচনাও হচ্ছে পাকিস্তানি বোলারদের নিয়ে। সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার এবার কোনো রাখঢাক না রেখেই সমালোচনা করেছে পাকিস্তানি পেসারদের।

গত এক বছর ধরেই শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্মাদনা চলছে। পাকিস্তানি সমর্থকেরা তো এই দুই তরুণ পেসারকে ভবিষ্যতের ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস বলা শুরু করেছিল। মোহাম্মদ আব্বাসকে নিয়েও কম উন্মাদনা হয়নি। অনেকে আব্বাসকে মোহাম্মদ আসিফের সঙ্গে তুলনা করছিলেন। কিন্তু শোয়েবের কাছে এই পাকিস্তানি পেসাররা শুধুই সামাজিক যোগাযোগ মাধ্যমের তারকা। মাঠের পারফরম্যান্স দিয়ে সত্যিকারের তারকা হওয়ার সামর্থ্য আছে কিনা, সেটা নিয়ে শোয়েবের বড় সন্দেহ।

জিও টিভিতে দিনের খেলা বিশ্লেষণ করতে এসে শোয়েব বলছিলেন, ‘নাসিম শাহকে নিয়ে উন্মাদনা শুরু করে দেওয়া, সব ঠিক আছে, সব মানলাম। কিন্তু আমাকে পারফর্ম করে দাও। এবার মাঠে পারফরম্যান্স দেখাও। পাঁচ উইকেট এনে দাও। এরা অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমের তারকা। কিন্তু এরা কেউই প্রথম শ্রেণির ক্রিকেটের কঠিন শিক্ষা পায়নি। এই সিরিজ শুরুর পূর্বে নাসিমকে নিয়ে যেই উন্মাদনা ছিল, এখন কি সেই উন্মাদনা আছে? পারফর্ম না করলে এমনই হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে তারকা হওয়া যায় না।’

জস বাটলার ও জ্যাক ক্রলির বিশাল জুটি ভাঙতে পাকিস্তানি বোলারদের কোনো চেষ্টাই নাকি দেখেননি শোয়েব, ‘সেই পুরোনো লাইন-লেংথ বোলিং করে গেছেন। কোনো বাউন্সার নেই। শরীর তাক করা বোলিং নেই। কেউ তো বারণ করেননি শরীর বরাবর বোলিং করতে।’

জস বাটলার ও জ্যাক ক্রলির বিশাল জুটি ভাঙতে পাকিস্তানি বোলারদের কোনো চেষ্টাই নাকি দেখেননি শোয়েব, ‘সেই পুরোনো লাইন-লেংথ বোলিং করে গেছেন। কোনো বাউন্সার নেই। শরীর তাক করা বোলিং নেই। কেউ তো বারণ করেননি শরীর বরাবর বোলিং করতে।’

আপনার মন্তব্য লিখুন...