ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪  |  Tuesday, 19 March 2024  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

নোট-গাইডের ব্যবসা চলবে না, তাই নতুন শিক্ষাক্রমের বিরোধিতা: শিক্ষামন্ত্রী


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৬:০৩ পিএম, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩   আপডেট:   ০৬:০৩ পিএম, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩  
নোট-গাইডের ব্যবসা চলবে না, তাই নতুন শিক্ষাক্রমের বিরোধিতা: শিক্ষামন্ত্রী
নোট-গাইডের ব্যবসা চলবে না, তাই নতুন শিক্ষাক্রমের বিরোধিতা: শিক্ষামন্ত্রী

কোচিং ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে এবং নোট-গাইডের ব্যবসা চলবে না—এমনটা ভেবে অনেকে নতুন শিক্ষাক্রমের বিরোধিতা করছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি বলেন, ‘নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে। একটি নতুন শিক্ষাক্রম চালু করতে হলে অনেক কিছু করতে হয়। সেখানে অনেক ঘাটতি থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে। কিন্তু এই শিক্ষাক্রম চালু হয়েছে, এটি চলবে। কেউ কেউ মনে করছেন তাঁদের কোচিং ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। কোচিং ব্যবসা চলবে না। কেউ কেউ ভাবছেন তাঁদের নোট-গাইডের ব্যবসা চলবে না। সেই কারণে অনেকে বিরোধিতা করছেন। আমরা কিন্তু এটিও লক্ষ রাখছি।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিজ্ঞান প্রযুক্তির ওপর যেমন জোর দেওয়া হচ্ছে, একই সঙ্গে মানবিক সৃজনশীল মানুষ হওয়াও জরুরি। সেদিকেও জোর দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় কথা, শিক্ষার্থীরা যেন চিন্তা করতে শেখে। যেন সমস্যার সমাধান করতে শেখে।’

দীপু মনি বলেন, ‘এই যে ভাবতে শেখা, এটিকে একটা প্রতিক্রিয়াশীল চক্র ভয় পায়। যদি ভাবতে শিখে যায় দেশের মানুষ, তাহলে তো আর তাদের মগজ ধোলাই করা যাবে না। কাজেই তাদের অনেক ভয়। এই কারণে অনেক রকমের বিরোধিতা আছে। কিন্তু ইনশা আল্লাহ আমাদের এই নতুন শিক্ষাক্রম এগিয়ে যাবে। চলবে।’

শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তোফায়েল আহমেদ ভূঁইয়া প্রমুখ।

শিক্ষা থেকে আরও পড়ুন

শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী শিক্ষামন্ত্রী শিক্ষা পদ্ধতি কোচিং ব্যবসা ক্ষতিগ্রস্ত নোট-গাইডের ব্যবসা

আপনার মন্তব্য লিখুন...