নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁসে ডিজিটাল বাংলাদেশের জারিজুরি ফাঁস: বাসদ
অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: ০৩:০৭ এএম, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ আপডেট: ০৩:০৭ এএম, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
তথ্যপ্রযুক্তি খাতে সরকারের ‘২৫ হাজার কোটি টাকা’ ব্যয় নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতারা বলেছেন, কোটি কোটি মানুষের ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় সরকার চরম অবহেলা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। এতে করে মানুষ নিরাপত্তাহুমকিতে পড়েছেন।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাসদ ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এসব কথা বলেন। তাঁরা বলেন, তথ্যপ্রযুক্তি খাতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন চলছে। কিন্তু এ হাজার কোটি টাকা খরচের সুফল কি দেশের মানুষ পেল?
সমাবেশে সভাপতিত্ব করেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। তিনি বলেন, দেশের মানুষের ব্যক্তিগত তথ্য সংরক্ষণের পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার চরম অবহেলা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাসদের সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস, বর্ধিত ফোরামের সদস্য আহসান হাবিব, খালেকুজ্জামান লিপন, জুলফিকার আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকারের অবহেলা ও উদাসীনতার চরম খেসারত দিতে দেশের কোটি কোটি মানুষের তথ্য ফাঁস হলো। এখন এই তথ্য ফাঁসের ফলে মানুষ নানা হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে।
বক্তারা বলেন, সরকার বাগাড়ম্বর করছে দেশ ডিজিটাল হয়েছে। এখন স্মার্ট বাংলাদেশ করার কথা বলে হচ্ছে। ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় ডিজিটাল বাংলাদেশের এই জারিজুরি ফাঁস হলো।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশন গত দুই অর্থবছরে ১৬৭ কোটি টাকা খরচ করলেও তার কোনো প্রভাব ডেঙ্গু পরিস্থিতিতে পড়েনি বলেও সমাবেশে অভিযোগ করেন বক্তারা। সরকার ও সিটি করপোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণ নাকি ডেঙ্গু বিস্তারে কাজ করছে, সে প্রশ্ন তোলেন তাঁরা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে তোপখানা রোড, পল্টন, বিজয়নগর, সেগুনবাগিচা এলাকায় গিয়ে শেষ হয়।