দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
পড়াশুনা ডেস্কঃ
প্রকাশিত: ০২:০৪ এএম, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯ আপডেট: ০২:০৪ এএম, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের চাকরির পরীক্ষার প্রশ্ন ও (বাংলা + সাধারণ জ্ঞান) সমাধান
পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
বাংলা সমাধানঃ
১.কোনটি জসীমউদ্দীনের লেখা নাটক-বেদের মেয়ে
২. কাব্য নাটক নয়- দণ্ডকারণ্য
৩. শব্দের আগে বসে- উপসর্গ
৪. এক কথায় প্রকাশ- যা ভাষায় প্রকাশ করা যায় না- অনির্বচনীয়
৫. কোনটি বাগধারা বুঝাই?- শিরে সংক্রান্তি
৬.‘ নিরাকার’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?- নিঃ+আকার
৭. পর্বত এর সমার্থক শব্দ নয়-শিলা
৮. Turn down- প্রত্যাখ্যান করা
৯.সমাস এর সাহায্যে শব্দ গঠন হয়েছে- প্রতিদিন
১০. নিচের কোন বানানটি ভুল?- দারিদ্র
১১.‘হরিৎ’ শব্দটির অর্থ কি- সবুজ
১২.মেনিমুখো বলতে কি বুঝায়-লাজুক
১৩. ‘আভরণ’ শব্দের অর্থ কি?-অলংকার
১৪.‘ যিনি সৎ পথে চলেন, তিনি সুখী হন। এটি কোন ধরনের বাক্য- মিশ্র বাক্য
১৫. বাংলা ভাষায় স্বরবর্ণ সংখ্যা মোট কয়টি?-১১টি
১৬.‘ বুদ্ধি’ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয়-√ বুধ+ক্তি = বুদ্ধি
১৭. ভোররাত কোন সমাসের উদাহরণ- কর্মধারয়
১৮.‘ নক্ষত্র’ কি ধরনের শব্দ?- তৎসম
১৯. ছাগলে কিনা খায়। এখানে ছাগলে- কর্তৃকারকে সপ্তমী বিভক্তি
২০. Semanties’এর বাংলা পরিভাষা- অর্থতত্ত্ব
৬১. মুনীর চৌধুরীর মুখরা রমণী বশীকরণ একটি- অনুবাদ নাটক
৬২. সার্কের সদর দপ্তর কোথায়-কাঠমুন্ডু
৬৩. কোথায় 2022 সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে- কাতার
৬৪. কোন বাংলাদেশী সর্ব প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন -ব্রজেন দাস
৬৫. নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস-সমুদ্রের ঢেউ
৬৬. 2020 সালের 26 এপ্রিল কি বার হবে- রবিবার
৬৭. বাংলাদেশের আইন প্রণয়নের ক্ষমতা-জাতীয় সংসদের
৬৮. প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎস- মিথেন
৬৯. ক্রিকেট বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় কত সালে- ২০০০
৭০. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি-মেঘনা
৭১. কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়- অক্সিজেন.
৭২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান প্রবর্তিত হয় 1972 সালের- ১৬ ডিসেম্বরে
৭৩. বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি- চিংড়ি
৭৪. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত- সোনারগাঁ
৭৫. বিশ্বের জনসংখ্যার বিচারে বাংলাদেশের অবস্থান কত- অষ্টম
৭৬. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 1971 সালের-১৭ এপ্রিল, ১৯৭১
৭৭. প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি- বরিশাল
৭৮. সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল-গৌড়
৭৯. নির্মীয়মান পদ্মা সেতুর দৈর্ঘ্য কত- ৬.১৫ কি. মি
৮০. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি- হামিদুর রহমান
পরীক্ষার প্রশ্ন নিচেঃ
