ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪  |  Thursday, 18 April 2024  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

জেলা প্রশাসকের কার্যালয়ে পাঁচ পদে চাকরি


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৯:০১ এএম, সোমবার, ৩ জানুয়ারী ২০২২   আপডেট:   ০৯:০১ এএম, সোমবার, ৩ জানুয়ারী ২০২২  
জেলা প্রশাসকের কার্যালয়ে পাঁচ পদে চাকরি
জেলা প্রশাসকের কার্যালয়ে পাঁচ পদে চাকরি

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পাঁচ পদে লোক নেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

পদের নাম: লাইব্রেরিয়ান
পদসংখ্যা:
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অথবা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।
 বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা:
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে ন্যূনতম প্রতি মিনিটে বাংলায় ৫০ এবং ইংরেজিতে ৮০ শব্দের গতিসম্পন্ন হতে হবে এবং কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে কমপক্ষে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

পদের নাম: সার্টিফিকেট সহকারী
পদসংখ্যা:
যোগ্যতা: এইচএসসি/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: লাইব্রেরি সহকারী
পদসংখ্যা:
যোগ্যতা: এইচএসসি/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

বয়সসীমা: প্রার্থীর বয়স ২০ জানুয়ারি তারিখে অবশ্যই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

যেভাবে আবেদন: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের এই http://dcchandpur.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মুঠোফোনের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।

অন্যান্য থেকে আরও পড়ুন

নিয়োগ চাকরিবাকরি চাকরির খবর সরকারি চাকরি চাকরির পরামর্শ

আপনার মন্তব্য লিখুন...