ঢাকা, সোমবার ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২, ০৯ জমাদিউস সানি ১৪৪৭ | এখন সময়:

Advertise@01680 34 27 34

জুনে বাংলাদেশ আসবেন ওয়ার্নার স্মিথরা


ক্রীড়া ডেস্কঃ

প্রকাশিত:   ০৪:০৩ পিএম, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০   আপডেট:   ০৭:০৩ পিএম, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০  
জুনে বাংলাদেশ আসবেন ওয়ার্নার স্মিথরা
জুনে বাংলাদেশ আসবেন ওয়ার্নার স্মিথরা

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে এ বছরই বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুটি টেস্টের সময়সূচি জানিয়েছে।

জুনের ১১ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট, ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ১৬ জুন দুই দল চট্টগ্রাম থেকে দ্বিতীয় টেস্টের ভেন্যু ঢাকায় আসবে। ১৯ জুন থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

টেস্ট সিরিজের আগে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। প্রস্তুতি ম্যাচের ভেন্যু এখনো নিশ্চিত হয়নি। এর আগে কখনো কোনো সফরকারী দল টেস্ট সিরিজের আগে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলেনি।

এদিকে আগামী মে মাসে আয়ারল্যান্ড সফরের সময়সূচিও জানা গেছে। আয়ারল্যান্ডের মাটিতে ওয়ানডে লিগের তিন ম্যাচ খেলবে বাংলাদেশ। ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে ইংল্যান্ডে। ১৪ মে প্রথম ওয়ানডে। বেলফাস্টেই হবে তিনটি ওয়ানডে।

আপনার মন্তব্য লিখুন...