ঢাকা, সোমবার ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২, ০৯ জমাদিউস সানি ১৪৪৭ | এখন সময়:

Advertise@01680 34 27 34

জার্মানি-নেদারল্যান্ডসকে নিয়েই ভয় থাকবে মেসি, রোনালদো, নেইমারদের


ক্রীড়া ডেস্কঃ

প্রকাশিত:   ০৬:০৩ পিএম, বুধবার, ৩০ মার্চ ২০২২   আপডেট:   ০৬:০৩ পিএম, বুধবার, ৩০ মার্চ ২০২২  
জার্মানি-নেদারল্যান্ডসকে নিয়েই ভয় থাকবে মেসি, রোনালদো, নেইমারদের
জার্মানি-নেদারল্যান্ডসকে নিয়েই ভয় থাকবে মেসি, রোনালদো, নেইমারদের

২৭ দল নিশ্চিত। বাংলাদেশ সময় কাল সকালেই নিশ্চিত হয়ে যাবে আরও দুটি দল। বাকি তিন দল নিশ্চিত হবে জুনে। তবে বিশ্বকাপের ড্রয়ের জন্য অত দিন অপেক্ষা করতে রাজি নয় ফিফা। কাতারে বিশ্বকাপটা আগামী নভেম্বর-ডিসেম্বরে হলেও আগামী পরশু শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় দোহায় হবে কাতার বিশ্বকাপের ড্র।

কে কোন গ্রুপে পড়বে, কার গ্রুপ বেশি কঠিন, কার গ্রুপ মৃত্যুকূপ—তা নিয়ে আলোচনা তখন হবে। তবে আপাতত সম্ভবত এতটুকু বলে দেওয়া যায়, জার্মানি আর নেদারল্যান্ডস কোন গ্রুপে পড়ছে, সেটিই ঠিক করে দিতে পারে কোন গ্রুপ বেশি কঠিন বা সহজ হচ্ছে।

ড্রতে কোন দল কোন পটে বা পাত্রে থাকবে, সেটি বিশ্বকাপে যাওয়া ৩২ দলের র‍্যাঙ্কিংয়ের ক্রম অনুযায়ী ঠিক হবে। এর মধ্যে প্রথম পাত্রে (পট ১) আট দল ঠিক হয়ে গেছে। জার্মানি আর নেদারল্যান্ডস সে পাত্রে পড়েনি। মেসির আর্জেন্টিনা, নেইমারের ব্রাজিল, এমবাপ্পের ফ্রান্স কিংবা রোনালদোর পর্তুগালের বিপক্ষে তারাই পড়বে কি না, এটিই হতে যাচ্ছে ড্রয়ের সবচেয়ে বড় আকর্ষণ।

গতকাল রাতে উত্তর মেসিডোনিয়াকে ২-০ গোলে হারিয়ে পর্তুগাল কাতার বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতেই পট ১-এর আট দল ঠিক হয়ে গেছে। নিয়ম অনুযায়ী স্বাগতিক দেশ তো সে পটে থাকবেই, তারা শীর্ষ বাছাই হিসেবে গ্রুপ ‘এ’-তে থাকাও নিশ্চিত। সে কারণে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৫৮তম কাতার প্রথম পটেই থাকছে। পট ১–এর বাকি সাত দল হবে বিশ্বকাপের বাকি ৩১ দলের মধ্যে আসছে ৩১ মার্চের র‍্যাঙ্কিংয়ের হিসেবে সবার চেয়ে এগিয়ে থাকা সাত দল।

শুক্রবার ড্রয়ের আগে আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কোন পটে কোন দল পড়তে যাচ্ছে, সেটির নাম ঘোষণা করা হবে। তবে তার আগেই পট ১–এর দলগুলোর নাম জানিয়ে দিচ্ছে সংবাদমাধ্যম—কাতার, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও পর্তুগাল।

নিয়ম অনুযায়ী, ফিফা র‍্যাঙ্কিংয়ের হিসাবে পরের আট দল যাবে পট ২-এ। তার পরের আট দল পট ৩-এ। র‍্যাঙ্কিং অনুযায়ী ২৪ থেকে ২৮তম দল আর প্লে-অফ থেকে আসা তিন দল যাবে পট ৪-এ।

তার মানে জার্মানি, নেদারল্যান্ডসের পাশাপাশি আক্রমণাত্মক ফুটবলে ইউরোতে আলো ছড়ানো ডেনমার্ক, বাছাইপর্বে নিজেদের গ্রুপে ইতালিকে পেছনে ফেলে আসা সুইজারল্যান্ড, লুকা মদরিচের ক্রোয়েশিয়া, লুইস সুয়ারেজের উরুগুয়ের মতো দল পড়তে যাচ্ছে পট ২-এ।

পট ২-এর বাকি দলগুলো কিংবা ৩ ও ৪ নম্বর পটে কোন দল পড়তে যাচ্ছে, সেটি জুনের প্লে-অফগুলোর আগে তো একেবারে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তিন দলের নাম তাই বাকি থাকছে। তবে ফিফা র‍্যাঙ্কিং যা-ই হোক, সেই তিন দল পট ৪-এ পড়তে যাচ্ছে, এটা নিশ্চিত।

তার আগে কাল সকালে কনক্যাকাফ অঞ্চল থেকে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কোস্টারিকার মধ্যে কোন দুটি দল এরই মধ্যে কাতারে জায়গা নিশ্চিত করে ফেলা কানাডার সঙ্গী হচ্ছে, সেটি জানার আগে বলা যাচ্ছে না, ওই দুই দলের কারা কোন পটে পড়বে। যদি মেক্সিকো ও যুক্তরাষ্ট্র কনক্যাকাফ অঞ্চলের বাকি দুই দল হয়, সে ক্ষেত্রে তারা পড়বে পট ২-এ।

ড্রতে প্রতি পট থেকে একটি দল নিয়ে হবে চার দলের গ্রুপ। মোট আটটি গ্রুপ নিয়ে হবে ৩২ দলের বিশ্বকাপ।

এখন পর্যন্ত বিশ্বকাপে জায়গা পাওয়া ২৭ দল
কাতার, জার্মানি, ডেনমার্ক, ব্রাজিল, ফ্রান্স, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, স্পেন, সার্বিয়া, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান, সৌদি আরব, ইকুয়েডর, উরুগুয়ে, কানাডা, ঘানা, সেনেগাল, পর্তুগাল, পোল্যান্ড, মরক্কো, তিউনিসিয়া, ক্যামেরুন।


কাল সকালে নিশ্চিত হতে পারে
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কোস্টারিকার মধ্যে দুই দল।

জুনে প্লে-অফ
ইউরোপ: ওয়েলস বনাম স্কটল্যান্ড/ইউক্রেন (যারা জিতবে, তারা যাবে বিশ্বকাপে)।

আন্তমহাদেশীয় প্লে-অফ 
এশিয়া বনাম কনমেবল:
অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে জয়ী দল খেলবে দক্ষিণ আমেরিকার পেরুর বিপক্ষে।

ওশেনিয়া বনাম কনক্যাকাফ:
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কোস্টারিকার মধ্যে কনক্যাকাফ অঞ্চলের চতুর্থ হওয়া দল (কানাডার পর দ্বিতীয় ও তৃতীয় দল সরাসরি যাবে বিশ্বকাপে) বনাম নিউজিল্যান্ড ও সলোমন আইল্যান্ডের মধ্যে জয়ী দল।

৩১ মার্চের র‍্যাঙ্কিং অনুযায়ী হিসাব হলেও স্প্যানিশ পত্রিকা মার্কা কোন পট কেমন হতে পারে, সেটির একটা ধারণা এখনই দিয়ে দিয়েছে। সে অনুযায়ী পটগুলো কেমন হতে পারে দেখে নিন—

পট ১: কাতার, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও পর্তুগাল

পট ২: ডেনমার্ক, নেদারল্যান্ডস, জার্মানি, মেক্সিকো*, যুক্তরাষ্ট্র*, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া, উরুগুয়ে (*যদি বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে যায়)

পট ৩: সেনেগাল, ইরান, জাপান, মরক্কো, সার্বিয়া, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তিউনিসিয়া বা কানাডা (৩১ মার্চের র‍্যাঙ্কিংয়ে যারা এগিয়ে যায়)

পট ৪: এশিয়া-কনমেবল প্লে-অফে জয়ী, ওশেনিয়া-কনক্যাকাফ প্লে-অফে জয়ী, ইউরোপিয়ান প্লে-অফে জয়ী, সৌদি আরব, ইকুয়েডর, ঘানা, ক্যামেরুন, তিউনিসিয়া বা কানাডা (৩১ মার্চের র‍্যাঙ্কিংয়ে যারা পিছিয়ে যাবে)।

খেলা থেকে আরও পড়ুন

ফুটবল ব্রাজিল নেদারল্যান্ডস আর্জেন্টিনা কাতার জার্মানি ক্রিস্টিয়ানো রোনালদো মেসি নেইমার বিশ্বকাপ ফুটবল ২০২২

আপনার মন্তব্য লিখুন...