ঢাকা, সোমবার ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২, ০৯ জমাদিউস সানি ১৪৪৭ | এখন সময়:

Advertise@01680 34 27 34

জওয়ানে মাধ্যমে বক্স অফিসে শাহরুখ খানের অনন্য রেকর্ড


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০১:১০ এএম, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩   আপডেট:   ০১:১০ এএম, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩  
জওয়ানে মাধ্যমে বক্স অফিসে শাহরুখ খানের অনন্য রেকর্ড
জওয়ানে মাধ্যমে বক্স অফিসে শাহরুখ খানের অনন্য রেকর্ড

চলতি বছরে দ্বিতীয়বারের মত বক্স অফিসের সব রেকর্ড নতুন করে লিখালেন বলিউড বাদশা শাহরুখ খান। গত জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত  বাদশার ‘পাঠান’ বলিউডের সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে আবির্ভুত হয়েছিলো। এবার সর্বশেষ ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মত রেকর্ড করেছেন শাহরুখ খান। ‘পাঠান’ দিয়ে নিজের গড়া রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছেন এই তারকা। হিন্দি সিনেমা হিসেবে ভারতীয় বক্স অফিসে ৫০০ কোটি এবং বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে এটি। সেই সাথে  ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বক্স অফিসে অনন্য রেকর্ড গড়েছেন শাহরুখ খান।

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, তৃতীয় সপ্তাহান্ত শেষে ভারতীয় বক্স অফিসে হিন্দি সংস্করণ থেকেই ৫০০ কোটি রুপির বেশী আয় (নেট) করেছে ‘জওয়ান’। তৃতীয় সপ্তান্ত শেষে তিন ভাষায় মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটির হিন্দি সংস্করণ থেকে ভারতীয় বক্স অফিসে মোট আয় দাঁড়িয়েছে ৫০৫ কোটি রুপি। এছাড়া তামিল এবং তেলুগু সংস্করণ থেকে সিনেমাটি আয় করেছে আরো ৫৭ কোটি রুপি। সব মিলিয়ে তিন ভাষায় ভারতীয় বক্স অফিসে সিনেমাটির মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬২ কোটি রুপি।

তৃতীয় সপ্তাহান্ত শেষে সিনেমাটির আয়ের হিসেব নীচে দেওয়া হলো –

সময় হিন্দি তামিল তেলুগু সর্বমোট
প্রথম সপ্তাহ (৮ দিন) ৩৪৭.৯৮ ২৩.৮৬ ১৮.০৪ ৩৮৯.৮৮
দ্বিতীয় সপ্তাহ ১২৫.৪৬ ০৪.১৭ ০৬.৫২ ১৩৬.৯০
তৃতীয় সপ্তাহান্ত ৩২.৫০ ০.৮৫ ০১.৪৫ ৩৪.৮০
মোট ৫০৫.৯৪ ২৮.৮৮ ২৬.০১ ৫৬০.৭৮

এদিকে ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রেকর্ড পরিমাণ আয় করছে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমাটি। যদিও ‘পাঠান’ থেকে পিছিয়ে রয়েছে, তবে অন্যান্য বলিউড সিনেমার তুলনায় বিশাল ব্যবধানে এগিয়ে আছে ‘জওয়ান’। তৃতীয় সপ্তাহান্ত শেষে বিশ্বব্যাপী বক্স অফিসে ‘জওয়ান’ সিনেমার আয়ের হিসেব নিম্নরূপ –

ভারতীয় বক্স অফিসে নেট আয় ৫৬০.৭৮ কোটি রুপি
ভারতীয় বক্স অফিসে গ্রোস আয় ৬৭৩.৭৫ কোটি রুপি
আন্তর্জাতিক বক্স অফিসে গ্রোস আয় ৩৩১.২৫ কোটি রুপি
বিশ্বব্যাপী বক্স অফিসে গ্রোস আয় ১০০৫ কোটি রুপি

উল্লেখ্য যে, প্যান ইন্ডিয়া দর্শকদের কথা বিবেচনা করে নির্মিত সিনেমাটিতে দেখা যাবে একঝাক প্যান ইন্ডিয়া তারকাকে। শাহরুখ খান এবং নয়নতারার সাথে সিনেমাটিতে খলচরিত্রে অভিনয় করছেন তামিলের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। সাথে আরো অভিনয় করছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, ইয়োগি বাবু, রিধি দূর্গা এবং সুনীল গ্রোভার। গুঞ্জন অনুযায়ী ‘জওয়ান’ সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। এছাড়া সিনেমাটিতে অতিথি চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাডুকোন, থালাপাতি বিজয় এবং সঞ্জয় দত্ত।

বিনোদন থেকে আরও পড়ুন

অ্যাটলি কুমার ইয়োগি বাবু জওয়ান দীপিকা পাডুকোন নয়নতারা বক্স অফিস কালেকশন বক্স অফিস রিপোর্ট বলিউড বিজয় সেতুপতি শাহরুখ খান সঞ্জয় দত্ত সানিয়া মালহোত্রা সুনীল গ্রোভার

আপনার মন্তব্য লিখুন...