ঢাকা, সোমবার ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২, ০৯ জমাদিউস সানি ১৪৪৭ | এখন সময়:

Advertise@01680 34 27 34

গণপূর্তের ৫ প্রকৌশলীসহ ৯ জনের সম্পদের হিসাব চেয়েছে দুদক


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৮:১২ এএম, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১   আপডেট:   ০৮:১২ এএম, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১  
গণপূর্তের ৫ প্রকৌশলীসহ ৯ জনের সম্পদের হিসাব চেয়েছে দুদক
গণপূর্তের ৫ প্রকৌশলীসহ ৯ জনের সম্পদের হিসাব চেয়েছে দুদক

বৈধ উৎসবহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের ৫ প্রকৌশলী, তাঁদের স্ত্রীসহ ৯ জনের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২১ কার্যদিবসের মধ্যে এই বিবরণী জমা দিতে বলা হয়েছে।

যাঁদের নোটিশ দেওয়া হয়েছে, তাঁরা হলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রধান ও তাঁর স্ত্রী নাসরিন রহমান, গণপূর্ত বিভাগের শেরেবাংলা নগরের (সার্কেল-৩) উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ নওশাদুল হক ও তাঁর স্ত্রী সালেহা বেগম, গণপূর্তের শেরেবাংলা নগর অফিসের উপসহকারী প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ আতাউর রহমান ও তাঁর স্ত্রী সাদিয়া আফরিন, গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম ও তাঁর স্ত্রী কল্পনা আক্তার এবং গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. হুমায়ুন কবির।

জানা গেছে, পাঁচ প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে অনুসন্ধান চালায় দুদক। পরে অবৈধ সম্পদের তথ্য পেয়ে আজ বুধবার পাঁচ প্রকৌশলী ও তাঁদের চারজনের স্ত্রীর সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ দেওয়া হয়।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি সাংবাদিকদের জানান।

নোটিশে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় থেকে আরও পড়ুন

রাজধানী দুদক প্রকৌশলী

আপনার মন্তব্য লিখুন...