ঢাকা, সোমবার ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২, ০৯ জমাদিউস সানি ১৪৪৭ | এখন সময়:

Advertise@01680 34 27 34

কর্মসূচি চূড়ান্ত করতে সমমনা দলের সঙ্গে বিএনপির বৈঠক


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৫:০৪ পিএম, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩   আপডেট:   ০৬:০৪ পিএম, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩  
কর্মসূচি চূড়ান্ত করতে সমমনা দলের সঙ্গে বিএনপির বৈঠক
কর্মসূচি চূড়ান্ত করতে সমমনা দলের সঙ্গে বিএনপির বৈঠক

সরকারবিরোধী চলমান আন্দোলন আরও গতিশীল করতে সমমনা রাজনৈতিক জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠক শেষে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, ‘চলমান আন্দোলনকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে আমরা চূড়ান্ত কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছি।’

এ আন্দোলন কবে শুরু হবে, সে বিষয়ে কিছু না বললেও মোস্তফা জামাল হায়দার আরও বলেন, ‘এই মুহূর্তে সে সম্পর্কে আলোকপাত করতে চাই না। শুধু এই কথাটুকু বলতে চাই, ইনশা আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন জয়যুক্ত হবেই, ফলপ্রসূ হবেই।’

আজ রোববার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক ১১–দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠক শেষে সাংবাদিকদের মোস্তফা জামাল হায়দার এসব কথা বলেন।

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান বলেন, ‘আমরা লক্ষ করছি, সরকার দিশাহারা হয়ে গেছে। তাই আজ পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা অনুগ্রহ খোঁজায় নেমে পড়েছে। কিন্তু সারা বিশ্বের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে দেখতে চায়। আমরা যে করেই হোক এই অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ অর্জন করতে সক্ষম হব।’

এর আগে যুগপৎ আন্দোলনের শরিকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ এসেছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘সবাই মিলে কীভাবে আরও কার্যকর আন্দোলন গড়ে তোলা যায়, সফল করা যায়, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।’

দুই শর্তে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে, এ দুটি শর্ত ভেঙে নতুন করে কোনো কিছু করা সরকারের পক্ষে সম্ভব নয়—আইনমন্ত্রীর এমন বক্তব্যের প্রেক্ষাপটে বিএনপির পদক্ষেপ কী হবে, জানতে চান সাংবাদিকেরা।

জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘আইনমন্ত্রী একসময় বলেছিলেন তাঁর মুখের কথায় সরকারের কিছু করার নাই। যা করার করবে আদালত। তারপর আমরা দেখেছি, সরকারের আদেশে তাঁকে (খালেদা জিয়া) বাসায় থাকতে দেওয়া হয়েছে। কাজেই এই মন্ত্রীর কথায় কোনো মন্তব্য করা গুরুত্বপূর্ণ মনে করছি না।’

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এবং ১১–দলীয় জোট ও সমমনা জোটের নেতাদের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এলডিপির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

রাজধানী ঢাকা জাতীয় পার্টি বিএনপি রাজনীতি খালেদা জিয়া আন্দোলন

আপনার মন্তব্য লিখুন...