করোনায় আক্রান্ত তিনজনের মধ্যে দুজন সুস্থ হয়ে উঠছেন: আইইডিসিআর
অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: ০৩:০৩ পিএম, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০ আপডেট: ০৩:০৩ পিএম, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দুজন সুস্থ হয়ে উঠছেন। তৃতীয়জনের চিকিৎসা চলছে। আজ বুধবার এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা। তিনি আইইডিসিআরে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিন ব্যক্তিকে শনাক্তের কথা গত রোববার ঘোষণা করে আইইডিসিআর।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। তাঁদের কাছ থেকে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত তিনজনের মধ্যে দুজন পুরুষ, একজন নারী।
আজ মীরজাদী সেব্রিনা বলেন, আক্রান্ত তিনজনের মধ্যে দুজন সুস্থ হয়ে উঠছেন। অন্তত প্রথম পরীক্ষায় এটা নিশ্চিত হওয়া গেছে। তাঁদের আবার পরীক্ষা করা হবে। আর তৃতীয়জনের চিকিৎসা চলছে।
আইইডিসিআরের পরিচালক বলেন, নতুন করে ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
আজ সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, এখন মোট আটজন আইসোলেশনে আছেন। আর কোয়ারেন্টাইনে আছেন চারজন।