ওটিটিতে ‘অশ্লীলতা’ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে সালমান খান
অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: ০৩:০৪ পিএম, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ আপডেট: ০৩:০৪ পিএম, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
নায়িকাদের সঙ্গে কোনো অন্তরঙ্গ দৃশ্যে মোটেও তিনি সাবলীল নন। নায়িকার ঠোঁটে ঠোঁট রাখতে দেখা যায়নি বলিউড সুপারস্টার সালমান খানকে। তাই এসব থেকে শত হস্ত দূরে থাকেন বলিউডের ভাইজান। তিনি মনে করেন, এখন বিভিন্ন সিরিজ ও ওয়েব ফিল্মে অশ্লীল দৃশ্য, গালাগালি আর নগ্নতার ছড়াছড়ি। এসব দেখে বেজায় চটেছেনও। বুধবার এক সংবাদ সম্মেলনে এ নিয়ে তিনি নানা কথা বলেছেন। এর পাশাপাশি হিন্দি ছবির মন্দার বাজার নিয়েও মুখ খুলেছেন ভাইজান।
সংবাদ সম্মেলনে ওটিটির প্রসঙ্গে সালমান বলেছেন, ‘এখন ওটিটি টেলিভিশনের থেকে বেশি “কুল”। আমার এটা ভালো লাগে না। আগে যেটাকে প্যারালাল সিনেমা বলা হতো, সেগুলো এখন ওটিটিতে আসছে। আমার মনে হয় সবার আগে রামগোপাল ভার্মা ওটিটিতে এমন ধরনের কনটেন্ট নিয়ে আসতে শুরু করেছিলেন। সবাই তখন ভরপুর সেই ছবি দেখেছিলেন। পরে সবাই এ রকম কনটেন্ট বানানো শুরু করে দিল। কিন্তু আমি এ ধরনের কনটেন্টে বিশ্বাসী নই।’
সালমান আরও বলেন, ‘আমি ১৯৮৯ থেকে ইন্ডাস্ট্রিতে আছি। আমি কখনো এ রকম কিছু করিনি। ওটিটিতে যেসব অশ্লীলতা, নগ্নতা, গালাগালি দেখানো হচ্ছে; তা বন্ধ হওয়া উচিত।’
এএফপি কে তিনি বলেন, ‘চিত্রনির্মাতারা যদি পরিচ্ছন্ন কনটেন্ট বানান তো ভালো হয়। কারণ, এখন সবকিছু মুঠোফোনে পাওয়া যায়। ১৫-১৬ বছরের বাচ্চাদের কথাই ধরুন। তারা যখন পড়াশোনার বাহানায় এসব দেখবে, তখন কি ভালো লাগবে? আমার মনে হয় ওটিটিতে স্ট্রিম হওয়া কনটেন্ট আগে খতিয়ে দেখা জরুরি। কনটেন্ট যত পরিচ্ছন্ন হবে, তত ভালো হবে। আর দর্শকের সংখ্যা বাড়বে। আমাদের ছবিতে সেন্সরশিপ আছে। টেলিভিশনেও আছে। তাহলে ওটিটিতে নেই কেন?’এখানেই শেষ নয়। সালমান বলেছেন, ‘আপনি ঘনিষ্ঠ দৃশ্য, চুম্বন দৃশ্য বা নিজেকে প্রদর্শন করলেন। আর আপনার বিল্ডিংয়ের নিরাপত্তাকর্মী বা লিফটম্যান আপনার সেই কনটেন্ট দেখছেন। আমার মনে হয়, এটা ভালো দিক? সুরক্ষাগত দিক থেকেও এটা ঠিক নয়।’
তবে ওটিটির প্রশংসা করতেও ভোলেননি সালমান। তিনি বলেছেন, ‘ওটিটিতে অনেক রুচিসম্মত কনটেন্ট আসছে। আর ওটিটির কারণে অনেক মানুষ কাজের সুযোগ পাচ্ছেন।’
এদিনের সংবাদ সম্মেলনে খোলামেলা কথা বলেছেন সালমান। হিন্দি ছবি কেন বক্স অফিসে চলছে না, এ বিষয়ে খোলাখুলি জানিয়েছেন তিনি। এ বলিউড সুপারস্টার এ প্রসঙ্গে বলেছেন, ‘ভুলভাল ছবি বানানো হচ্ছে, তাই বক্স অফিসে তা ফ্লপ হয়ে যাচ্ছে। চিত্রনির্মাতারা ভাবছেন যে তারা ভালো ছবি নির্মাণ করছেন, কিন্তু তা নয়।’ ‘আমরা দীর্ঘ দিন ধরে বলে আসছি যে আমাদের হিন্দি ছবি চলছে না। বাজে ছবি বানাব তো কীভাবে তা চলবে’—সালমানের আক্ষেপ।
এ আসরে সালমান তাঁর আগামী ছবি ‘কিসি কি ভাই কিসি কে জান’ ছবির প্রচারণার কাজও সেরে ফেলেছেন। নিজের এ আসন্ন ছবির প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ছবি ২১ এপ্রিল মুক্তি পাবে। আপনারা সবাই ছবিটি দেখতে যাবেন। অনেক পরিশ্রম করে ছবিটা বানিয়েছি।’ এরপর মজার সুরে তিনি বলেন, ‘আমার এই মন্তব্য ভুলে যাবেন। তা না হলে পরে বলবেন যে ব্যাটা কত কী বলেছে, আর নিজেই কিনা ছবি বানিয়েছে!’
ফরহাদ সামজী পরিচালিত ‘কিসি কি ভাই কিসি কে জান’ ছবিটি ঈদ উপলক্ষে আসতে চলেছে। এ ছবির প্রযোজক সালমান স্বয়ং নিজে। সালমান আর পূজা হেগড়ে এই ছবিতে জুটি বেঁধেছেন।