ঢাকা, সোমবার ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২, ০৯ জমাদিউস সানি ১৪৪৭ | এখন সময়:

Advertise@01680 34 27 34

এক সপ্তাহে করোনায় মৃত্যু ৩১, ২৮ জনই টিকা নেননি


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৯:১১ পিএম, রবিবার, ২১ নভেম্বর ২০২১   আপডেট:   ০৯:১১ পিএম, রবিবার, ২১ নভেম্বর ২০২১  
এক সপ্তাহে করোনায় মৃত্যু ৩১, ২৮ জনই টিকা নেননি
এক সপ্তাহে করোনায় মৃত্যু ৩১, ২৮ জনই টিকা নেননি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ২৮ জনই টিকা নেননি। সর্বশেষ ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনা সংক্রমিত হয় ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৬৪ জন।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। আগের দিন করোনায় ৭ জনের মৃত্যু হয়। রোগী শনাক্ত হয়েছিল ১৯৯ জন।

সর্বশেষ যে দুজনের মৃত্যু হয়েছে, তাঁরা দুজনই নারী। তাঁদের একজন ঢাকা বিভাগের, আরেকজন চট্টগ্রামের। বাকি ছয় বিভাগে কারও মৃত্যু হয়নি। গত এক সপ্তাহে (১৫ থেকে ২১ নভেম্বর) যে ৩১ জনের মৃত্যৃ হয়েছে, তাঁদের মধ্যে পুরুষ ২০ জন, নারী ১১ জন। তাঁদের মধ্যে ১৬ জনের ‘কোমরবিডিটি’ ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে মোট ১৮ হাজার ৬১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৪২। আগের দিন এ হার ছিল ১ দশমিক ১৬।

গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২। তাঁদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৫৫ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৫৩৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৩৯ জন সুস্থ হয়েছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ মার্চ।

এরপর বিভিন্ন সময় করোনা সংক্রমণ কমবেশি হয়েছে। তবে চলতি বছরের মে মাসের শেষের দিকে দেশে করোনার ডেলটা ধরনের দাপটে পরিস্থিতি খারাপ হতে থাকে। গত আগস্টের প্রথম দিকে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। এরপর সংক্রমণ ও মৃত্যু উভয়ই কমতে শুরু করে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

করোনা মৃত্যু টিকা

আপনার মন্তব্য লিখুন...