ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪  |  Saturday, 20 April 2024  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো স্ট্যাটিসটিকস


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০২:১১ এএম, শনিবার, ২৬ নভেম্বর ২০২২   আপডেট:   ০২:১১ এএম, শনিবার, ২৬ নভেম্বর ২০২২  
আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো স্ট্যাটিসটিকস
আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো স্ট্যাটিসটিকস

এ পর্যন্ত আর্জেন্টিনা ও মেক্সিকোর মধ্যে মোট ৩৫ বার অন্ততর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। মোট ৩৫ টি খেলার মধ্যে ৩ টি খেলা ফিফা বিশ্বকাপে, ৪ টি প্যানা-আমেরিকান চ্যাম্পিয়নশিপ, ৪ টি কোপা আমেরিকা ও একটি কোপা দে মেক্সিকো এবং একটি ফিফা কনফেডারেশন কাপ সহ বাকি ২ টি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত হয়। যে গুলোর মধ্যে আর্জেন্টিনা মোট ১৬ টি খেলায় জয় লাভ করে এবং মেক্সিকো মাত্র ৫ টি খেলায় জয় লাভ করে। বাকি ১৪ টি খেলা ড্র হয়। অর্থাৎ আর্জেন্টিনা হারে মাত্র ৫টি খেলায়। 

বিশ্বকাপে ৩টি খেলার ৩ টি তেই আর্জেন্টিনা জয় লাভ করে। পরিসংখ্যানের সূত্র ধরে আজ মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা জয় লাভের আশা করতেই পারে।  তবে তার জন্য অবশ্যয় গত ম্যাচের খেলার ভুল গুলো শুধরে আর্জেন্টাইন সুলভ খেলা খেলতে হবে। 

সর্বশেষ ২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনা ৩-১ গোলে মেক্সিকোকে পরাজিত করেছিল। নিচের টেবিলে আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো এর সম্পূর্ণ পরিসংখ্যান তোলে ধরা হলো-

আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো

আর্জেন্টিনা জয় লাভ করে: ১৬
খেলা ড্র হয়: ১৪
আর্জেন্টিনা হারে:

তারিখ ম্যাচ ফলাফল স্কোর কম্পিটিশন
১৯ জুলাই ১৯৩০ আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো জয় ৬-৩ ফিফা বিশ্বকাপ
১৩ মার্চ ১৯৫৬ মেক্সিকো ভার্সেস আর্জেন্টিনা ড্র ০-০ প্যানা-আমেরিকান চ্যাম্পিয়নশিপ
২২ মার্চ ১৯৫৬ মেক্সিকো ভার্সেস আর্জেন্টিনা ড্র ৩-৩ প্যানা-আমেরিকান চ্যাম্পিয়নশিপ
১০ মার্চ ১৯৬০ আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো জয় ৩-২ প্যানা-আমেরিকান চ্যাম্পিয়নশিপ
১৭ মার্চ ১৯৬০ আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো জয় ২-০ প্যানা-আমেরিকান চ্যাম্পিয়নশিপ
২৮ মার্চ ১৯৬২ আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো জয় ১-০ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি
২২ অগাস্ট ১৯৬৭ মেক্সিকো ভার্সেস আর্জেন্টিনা হার ২-১ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি
০৬ ফেব্রুয়ারী ১৯৭৩ মেক্সিকো ভার্সেস আর্জেন্টিনা হার ২-০ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি
৩১ অগাস্ট ১৯৭৫ মেক্সিকো ভার্সেস আর্জেন্টিনা ড্র ১-১ কোপা দে মেক্সিকো
১৮ সেপ্টেম্বর ১৯৮৪ মেক্সিকো ভার্সেস আর্জেন্টিনা ড্র ১-১ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি
২৫ অক্টোবর ১৯৮৪ আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো ড্র ১-১ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি
১৪ নভেম্বর ১৯৮৫ আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো ড্র ১-১ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি
১৭ নভেম্বর ১৯৮৫ মেক্সিকো ভার্সেস আর্জেন্টিনা ড্র ১-১ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি
৩১ জুলাই ১৯৮৭ মেক্সিকো ভার্সেস আর্জেন্টিনা ড্র ১-১ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি
০২ অগাস্ট ১৯৮৭ মেক্সিকো ভার্সেস আর্জেন্টিনা ড্র ১-১ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি
১৭ জানুয়ারি ১৯৯০ মেক্সিকো ভার্সেস আর্জেন্টিনা হার ২-০ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি
১৭ ফেব্রুয়ারী ১৯৯০ মেক্সিকো ভার্সেস আর্জেন্টিনা হার ২-০ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি
১৩ মার্চ ১৯৯১ আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো ড্র ০-০ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি
২০ জুন ১৯৯৩ আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো ড্র ১-১ কোপা আমেরিকা
০৪ জুলাই ১৯৯৩ আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো জয় ২-১ কোপা আমেরিকা
১০ ফেব্রুয়ারী ১৯৯৯ আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো জয় ১-০ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি
০৯ জুন ১৯৯৯ মেক্সিকো ভার্সেস আর্জেন্টিনা ড্র ২-২ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি
২০ ডিসেম্বর ২০০০ আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো জয় ২-০ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি
০৪ ফেব্রুয়ারী ২০০৩ মেক্সিকো ভার্সেস আর্জেন্টিনা জয় ০-১ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি
১০ জুলাই ২০০৪ আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো হার ০-১ কোপা আমেরিকা
০৯ মার্চ ২০০৫ মেক্সিকো ভার্সেস আর্জেন্টিনা ড্র ১-১ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি
২৬ জুন ২০০৫ মেক্সিকো ভার্সেস আর্জেন্টিনা জয় ১-১ ফিফা কনফেডারেশন কাপ
২৪ জুন ২০০৬ আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো জয় ২-১ ফিফা বিশ্বকাপ
১১ জুলাই ২০০৭ আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো জয় ৩-০ কোপা আমেরিকা
০৪ জুন ২০০৮ মেক্সিকো ভার্সেস আর্জেন্টিনা জয় ১-৪ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি
২৭ জুন ২০১০ আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো জয় ৩-১ ফিফা বিশ্বকাপ
০৮ সেপ্টেম্বর ২০১৫ আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো ড্র ২-২ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি
১৬ নভেম্বর ২০১৮ আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো জয় ২-০ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি
২০ নভেম্বর ২০১৮ আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো জয় ২-০ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি
১০ সেপ্টেম্বর ২০১৯ আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো জয় ৪-০ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি

যদিও পরিসংখ্যানে আর্জেন্টিনা এগিয়ে রয়েছে তবুও কাতারের বিশ্বকাপে গ্ৰুপ 'সি' তে মেক্সিকো সৌদি আরবের চেয়ে  ফেবারিট। গ্ৰুপ সি এর চারটি দল আর্জেন্টিনা, সৌদি আরব, পোল্যান্ড ও মেক্সিকো। যাদের মধ্যে আর্জেন্টিনা সবচেয়ে ফেবারিট। আর বাকি ৩টি দলের মধ্যে মেক্সিকো ফেবারিট। তারপর পোল্যান্ড এবং সব সৌদি আরব। ফিফার রেঙ্কিং অনুসারেও দল চারটির এই একই ক্রম। 

তবে দেখার বিষয় বিশ্বকাপের মঞ্চে অবশেষে কারা নিজেদেরকে প্রমান করতে পারে। আজ তা দেখার জন্য বিশ্বের হাজারো ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে সময়ের অপেক্ষায় রয়েছেন।

খেলা থেকে আরও পড়ুন

আর্জেন্টিনা মেক্সিকো স্ট্যাটিসটিকস ফিফা ওয়ার্ল্ড কাপ কোপা আমেরিকা ইন্টারন্যাশনাল ফ্র্যান্ডলী পরিসংখ্যান

আপনার মন্তব্য লিখুন...