আজ চৈত্র সংক্ৰান্তি ১৪২৪ উদযাপন করছে লালন চর্চা কেন্দ্র
বিনোদন ডেস্কঃ
প্রকাশিত: ০৬:০৪ এএম, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮
বাংলাদেশের সব চেয়ে বড় অনলাইন ফ্লাওয়ার মার্কেট প্লেস ফুলেরহাট ডট কম নিবেদিত 'চৈত্র সংক্রান্তি উৎসব ১৪২৪" উদযাপন করতে যাচ্চে "লালন চর্চা কেন্দ্র ,শাহবাগ-ঢাকা"। ফকির লালন সাঁইজীর ভাবাদর্শে লালিত সংগঠনটি প্রতিবারের ন্যায় এবারও চৈত্র সংক্রান্তিতে আয়োজন করছে মানবতাবাদী লালন ভাবগীত অনুষ্ঠান।
আজ ১৪২৪ বঙ্গাব্দের শেষ দিন l আসছে বাংলা নব বর্ষ ১৪২৫।বসরের শেষ দিনটিকে বিদায় জানিয়ে নতুন দিন কে বরণ করে বাংলা সংস্কৃতিতে চৈত্র সংক্রান্তি নামে পালিত হয় নিজস্ব ঐতিহ্য হিসাবে।তারই ধারাবাহিকতায় আজ ঢাকা বিশ্ববিদ্যালয় টি এস সি সংলগ্ন সোপার্জিত স্বাধীনতা চত্ত্বরে বেলা ২:০০ ঘটিকা থেকে সন্ধ্যা ৮.০০ ঘটিকা পর্যন্ত চলবে ব্যাতিক্রমী লালন ভাব বাণীর আসর।
অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব কাজী রিবন বলেন- "আমরা বাংলা সংস্কৃতিকে নিয়ে কাজ করি। ফকির লালন সাঁইজি হলেন বাংলার মানবতার বার্তা বাহক। উনার বাণী সকলের কাছে পৌঁছে দিতে পারলে মানবতা প্রতিষ্ঠা সম্ভব । তাই এ বসর আমরা 'মানুষ ভজলে সোনার মানুষ হবি ' শিরোনামে চৈত্র সংক্রান্তি উদযাপন করতে যাচ্ছি ভিন্ন আঙ্গিকে ,যা সংস্কৃতি চর্চায় নতুন মাত্রা যুক্ত করবে ।"
শুক্রবার জুমার নামাজ শেষে শুরু হতে যাওয়া এ অনুষ্ঠানে ফকির লালন সাঁইজির বাণী পরিবেশন করবেন বাউল টুনটুন শাহ সহ কুষ্টিয়া থেকে আগত ও লালন চর্চা কেন্দ্রের নিজস্ব চর্চাকারীগণ। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত।