ঢাকা, মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২, ১০ জমাদিউস সানি ১৪৪৭ | এখন সময়:

Advertise@01680 34 27 34

আইনের বেড়াজালে গণমাধ্যমের কণ্ঠ নিয়ন্ত্রণ করা হচ্ছে: জি এম কাদের


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৭:০২ পিএম, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩   আপডেট:   ০৭:০২ পিএম, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩  
আইনের বেড়াজালে গণমাধ্যমের কণ্ঠ নিয়ন্ত্রণ করা হচ্ছে: জি এম কাদের
আইনের বেড়াজালে গণমাধ্যমের কণ্ঠ নিয়ন্ত্রণ করা হচ্ছে: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, বাক্স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। মানুষের কথা বলার অধিকার সীমিত করা হচ্ছে। মানুষের কথা বলার অধিকার হরণ করতে নানা নিবর্তনমূলক আইন করা হয়েছে। কালো আইনের বেড়াজালে গণমাধ্যমের কণ্ঠ রোধ করা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাংবাদিক সৈয়দ দীদার বখ্‌তের লেখা বই ‘আনন্দী প্রেরণা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জি এম কাদের এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, প্রজাতন্ত্রের মানে হচ্ছে দেশের সাধারণ মানুষ দেশের মালিক। তারা দেশ পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচন করবে। সাধারণ মানুষের ইচ্ছা অনুযায়ী তাদের প্রতিনিধিত্বকারী সরকার দেশ পরিচালনা করবে। জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হলে নির্বাচনের মধ্য দিয়ে প্রতিনিধি পরিবর্তন করবে সাধারণ মানুষ। এটাই প্রজাতন্ত্র বা প্রজাদের তন্ত্র। সে ক্ষেত্রে সাধারণ মানুষের ইচ্ছা ও অনিচ্ছার খোঁজখবর রাখাটা সরকারের জন্য অত্যন্ত জরুরি।

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা নিয়োগ

বীর মুক্তিযোদ্ধা মো. তৈয়বুর রহমানকে জাতীয় চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জি এম কাদের তাঁর উপদেষ্টা হিসেবে তৈয়বুর রহমানকে নিয়োগ দেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সরকার রাজনীতি গণমাধ্যম জি এম কাদের জাতীয় পার্টি

আপনার মন্তব্য লিখুন...