অ্যান্ডারসনের আর ১ উইকেটের অপেক্ষা
ক্রীড়া ডেস্কঃ
প্রকাশিত: ০১:০৮ এএম, সোমবার, ২৪ আগস্ট ২০২০ আপডেট: ০২:০৮ এএম, সোমবার, ২৪ আগস্ট ২০২০
রোজ বোলে প্রায় নিভু নিভু আলো দেখে কি একটু বিরক্তই হলেন জেমস অ্যান্ডারসন? আলোকস্বল্পতায় খেলা থেমে যাওয়ার আগে আম্পায়াররা ঘোষণা করেন, এই আলোয় শুধু স্পিনাররাই বোলিং করবেন। পরে সেটাও হলো না। এরপর এল বৃষ্টি। আলোকস্বল্পতা আর বৃষ্টি মিলে খেলাই থেমে গেল। তার মানে আজ আর ৬০০ উইকেটের ক্লাবে ঢোকা হলো না জেমির।
খেলা বন্ধ হওয়ার আগে আজ ফলোঅনে পড়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে করেছে ১০০ রান। পাকিস্তানের দ্বিতীয় উইকেটটি নিয়েছেন ৫৯৮ উইকেট নিয়ে এই ইনিংসে বল করতে নামা অ্যান্ডারসন। আর একটা উইকেট পেলেই ৬০০ হয়ে যেত! কিন্তু বৃষ্টি আর আলোকস্বল্পতা তা হতে দিলে তো!
ইংলিশ ফাস্ট বোলার অবশ্য বিরক্ত হতে পারেন তাঁর সতীর্থ ফিল্ডারদের ওপরও। কাল শেষ বিকেলে অ্যান্ডারসনের বলে তিন-তিনটি ক্যাচ ছেড়েছেন ইংলিশ ফিল্ডাররা। সেটিও মাত্র ১০ বলের মধ্যে! আজ পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শুরু হতেই আবার ক্যাচ পড়ল অ্যান্ডারসনের বোলিংয়ে। এবার শান মাসুদের দেওয়া সহজতম ক্যাচটি নিতে পারলেন না উইকেটকিপার জস বাটলার। আজ আলো অপেক্ষায় রাখলেও কাল সুযোগ পেলেই টেস্টের প্রথম ফাস্ট বোলার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলক ছুঁতে নিশ্চয়ই দেরি করবেন না অ্যান্ডারসন!
অ্যান্ডারসনের করা তৃতীয় ওভারেই ক্যাচটি তুলেছিলেন মাসুদ। ৩ রানে জীবন পাওয়া সেই মাসুদ পরে ফিরেছেন ১৮ রান করে। উইকেটটি পেয়েছেন স্টুয়ার্ট ব্রড। ফেরার আগে আবিদ আলীকে নিয়ে ৪৯ রান যোগ করেছেন মাসুদ। এরপর অ্যান্ডারসন এলবিডব্লু করে ফিরিয়েছেন ৪২ রান করা আবিদকে। ইনিংস হার এড়াতে আরও ২১০ রান করতে হবে পাকিস্তানকে। বাবর আজমকে (৪*) নিয়ে উইকেটে ছিলেন অধিনায়ক আজহার আলী (২৯*)।
পাকিস্তান অধিনায়ক প্রথম ইনিংসে ১৪১ রানে অপরাজিত থাকার পর কাল বিকেলেই নেমে গিয়েছিলেন ব্যাটিং উদ্বোধন করতে। কিন্তু আলোকস্বল্পতা উইকেট পর্যন্ত যেতে দেয়নি তাঁকে। আজ সকালে আর ইনিংস উদ্বোধন করতে নামেননি আজহার। নেমেছেন নিজের জায়গা তিন নম্বরেই। ম্যাচ বাঁচাতে আজহাররা সাহায্য পাচ্ছেন আবহাওয়ারও। আজ সকালে ১৮ ওভার খেলা হতেই বৃষ্টি। সেই যে বন্ধ হলো, খেলা শুরু হতে হতে বেজে গেল স্থানীয় সময় বিকেল পৌনে চারটা। বৃষ্টির আগে বিনা উইকেটে ৪১ রান তোলে পাকিস্তান।