ঢাকা, শুক্রবার, ৯ জুন, ২০২৩  |  Friday, 9 June 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

৪০ তম বিসিএস প্রিলি প্রস্তুতি: বাংলা


পড়াশুনা ডেস্কঃ

প্রকাশিত:   ১১:০৪ পিএম, সোমবার, ৮ এপ্রিল ২০১৯    
৪০ তম বিসিএস প্রিলি প্রস্তুতি: বাংলা
৪০ তম বিসিএস প্রিলি প্রস্তুতি: বাংলা

বাংলা 

১। ‘মাইকেল, রবীন্দ্র,নজরুল আমার মাতৃভাষা’ - উক্তিটি কার ?
= মুনীর চৌধুরীর 

২। বিবিসির জরিপে (২০০৪) সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় বেগম রোকেয়ার স্থান কততম ?
- ৬ষ্ঠ। 

৩। বেগম রোকেয়ার শ্রেষ্ঠ রচনা কোনটি ?
= অবরোধ বাসিনী 

৪। ড. নীলিমা ইব্রাহিমর আত্মজীবনী কোনটি ?
= বিন্দু বিসর্গ 

৫। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, 
কথায় না বড় হয়ে কাজে বড় হবে । - পঙক্তিটি কার ?
= কুসুম কুমারি দাশ 

৬। বাংলা সাহিত্যের ১ম মহিলা কবি ও মধ্যযুগের একমাত্র মহিলা কবি এবং রামায়ন অনুবাদকারী একমাত্র নারী কবির নাম কী ?
= চন্দ্রাবতী 

৭। আধুনিক বাংলাসহিত্যে প্রথম মুসলিম মহিলা কবি কে?
= মাহমুদা খাতুন সিদ্দিকা (১৯০৬-১৯৭৭)

৮। ভাষা আন্দোলনের প্রথম গান ও রচয়িতা?
= “রাষ্ট্রভাষা”। রচয়িতা বাগেরহাটের চারণ কবি শামসুদ্দিন আহমেদ

৯। ‘আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা এবং সুরকার হলেন –
= আবদুল গাফফার চৌধুরী এবং আলতাফ মাহমুদ

১০ । কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, কবিতাটির রচয়িতা কে?
উঃ আবু জাফর ওবায়দুল্লাহ

১১। ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।’ গানটির রচয়িতা ও সুরকার হলেন-
উঃ আব্দুল লতিফ

১২। ‘শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রঙ।’-রচয়িতা কে?
=শামসুর রহমান

১৩। একটি ফুলকে বাচাবো বলে যুদ্ধ করি-গানটির গায়ক কে? 
=আপেল মাহমুদ

১৪। ’ক্যন্সারের সাথে বসবাস’- গ্রন্থটি কার লেখা ?
= জাহানারা ইমাম  

 <===> বিসিএস /  ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন : - http://tiny.cc/ghpz4y

আপনার মন্তব্য লিখুন...