ঢাকা, শনিবার ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭ | এখন সময়:

Advertise@01680 34 27 34

৩০ শতাংশ কোটা বহালের দাবিতে শাহবাগে আবারো অবরোধ মুক্তিযোদ্ধার সন্তানদের


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৯:০২ পিএম, শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯    
৩০ শতাংশ কোটা বহালের দাবিতে শাহবাগে আবারো অবরোধ মুক্তিযোদ্ধার সন্তানদের
৩০ শতাংশ কোটা বহালের দাবিতে শাহবাগে আবারো অবরোধ মুক্তিযোদ্ধার সন্তানদের

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মের ব্যানারে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শাহবাগে সড়ক অবরোধ করেন তারা।

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এএসএম আল সনেট গণমাধ্যমকে বলেন, আমাদের দাবি একটাই। ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করতে হবে। মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চলবে।

Surfe.be - passive income

আন্দোলনকারীরা জানিয়েছেন, সোনালী ব্যাংকের নিয়োগ পরীক্ষা ছিল আজ। পরীক্ষা শেষে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মের শিক্ষার্থীরা শাহবাগ জাদুঘরের গেট ও পাবলিক লাইব্রেরির সামনে সমবেত হন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ তুলে নেয়ার জন্য আন্দোলনকারীদের পুলিশ অনুরোধ জানালেও তারা সাড়া দেননি।

আপনার মন্তব্য লিখুন...