ঢাকা, সোমবার ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২, ০৯ জমাদিউস সানি ১৪৪৭ | এখন সময়:

Advertise@01680 34 27 34

২২ এপ্রিল শবে বরাতের ছুটি


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ১০:০৪ পিএম, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯    
২২ এপ্রিল শবে বরাতের ছুটি
২২ এপ্রিল শবে বরাতের ছুটি

পবিত্র শবে বরাত উপলক্ষে ২২ এপ্রিল সরকারি ছুটি থাকবে। পূর্বঘোষণায় এই ছুটি রাখা ছিল ২১ এপ্রিল।

ধর্ম মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী নির্বাহী আদেশে এই ছুটির তারিখ পরিবর্তন করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২১ এপ্রিল দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে। আর পরদিন সরকারি ছুটি থাকবে।

পবিত্র শবে বরাতের ছুটি ২১ এপ্রিলের পরিবর্তে ২২ এপ্রিল পুনর্নির্ধারণ করেছে সরকার। নির্বাহী আদেশে বুধবার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


২০১৯ খিষ্টাব্দে ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ৭ এপ্রিল শাবান মাস শুরু ধরে ২১ এপ্রিল শবে বরাতের সরকারি ছুটি নির্ধারিত ছিল। সাধারণত শবে বরাতের পরের দিন সরকারি ছুটি থাকে। কিন্তু এবার রজব মাস ৩০ দিনে শেষ হয় এবং শাবান মাস শুরু হয় গত ৮ এপ্রিল। সেই হিসাবে এবার শবে বরাতের রাত হবে ২১ এপ্রিল। এ জন্য শবে বরাতের ছুটি পুনর্নির্ধারণ করে ২২ এপ্রিল করা হয়েছে।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে ২১ এপ্রিল (রোববার) বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। অন্যদিকে শবে বরাতের ছুটি ২২ এপ্রিল (সোমবার)। তবে শবে বরাতের তারিখ নিয়ে বিভ্রান্তি থাকায় ফের বৈঠকে বসার সিদ্ধান্ত নেয় চাঁদ দেখা কমিটি। এতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো টানা ২ দিন ছুটি পাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়।

তবে মঙ্গলবার চাঁদ দেখা কমিটি জানিয়ে দিয়েছে শবে বরাত ২১ এপ্রিলই থাকছে। ফলে সোমবার সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এতে রবি ও সোমবার দুই দিন ছুটি পাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২১ এপ্রিলই পবিত্র শবে বরাত পালিত হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

আপনার মন্তব্য লিখুন...