ঢাকা, রবিবার, ২৮ মে, ২০২৩  |  Sunday, 28 May 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের সঙ্গে কিসের সংলাপ


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ১২:০৮ এএম, মঙ্গলবার, ২১ আগস্ট ২০১৮    
২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের সঙ্গে কিসের সংলাপ
২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের সঙ্গে কিসের সংলাপ

২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে যারা গ্রেনেড হামলা চালিয়েছে তাদের সঙ্গে কিসের সংলাপ এই প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি মঙ্গলবার বিকেলে নোয়াখালীর করিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই প্রশ্ন তোলেন।

এ সময় ব্যারিস্টার মওদুদ আহমদকে উদ্দেশ্য করে তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা, নীল নকশা ও বাস্তবায়ন হয়েছে তারেক জিয়ার নির্দেশে, সবাই জানেন লন্ডনের যুবনেতা আমাদের এলাাকার একজনকে পছন্দ করেন না। এখানে এসে নাটক সাজিয়ে যুবনেতার সুদৃষ্টি আকর্ষণের চেস্টা করছেন।

মন্ত্রী আরো বলেন, কোকোর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছুটে গিয়েছিলেন সন্তান হারা মাকে সান্তনা দিতে। কিন্তু তারা প্রধানমন্ত্রীর মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। ঘরের দরজা যে দিন বন্ধ হলো, সেই দিনই সংলাপের দরজা বন্ধ হয়ে গেছে। ২০০৪ সালে ঠিক আগস্ট মাসে ২১ তারিখ তারা টার্গেট করেছিলো বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধীদলীয় নেতা  শেখ হাসিনাকে হত্যা করা। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে হত্যাকারীরা গ্রেনেড ছুঁড়ে মেরেছিলো। কিন্তু গ্রেনেডটি ট্রাকেট ভিতরে না পড়ে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে নীচে পড়ে যায়। যে কারণে শেখ হাসিনা বেঁচে যায়। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে না থাকতো তাহলে আজকের এই উন্নয়নের বাংলাদেশ দেখা যেতো না। 

প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, জেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক সামচ্ছুদ্দিন সেলিম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, কবিরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. হানিফ, সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান রতন, প্রবীন আওয়ামী লীগ নেতা মফিজ উল্যাহ, জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্ট, জেলা ছাত্রলীগের সভাপতি আসদুজ্জামান আরমানসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আপনার মন্তব্য লিখুন...