১৩ হাজার পুলিশ দুর্নীতির সাথে সরাসরি জড়িত: হাইকোর্ট
অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: ১০:০৪ পিএম, বুধবার, ২৪ এপ্রিল ২০১৯
১৩ হাজার পুলিশ যারা থানায় বসে, তাদের জন্য গোটা পুলিশ বিভাগের বদনাম হয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২ এপ্রিল) সকালে সাতক্ষীরা শ্যামনগর থানার ওসির একটি মামলায় মধ্যস্থতা করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন।
আদালত জানান, অনেক পুলিশ কষ্ট করে দিনযাপন করেন, অথচ অনেকের দেখি ৪-৫ টা বাড়ি। চোরের দেশ একটা।
সেই সাথে ওসিরা সব জায়গায় রাতে কোর্ট বসায় কিভাবে? তা নিয়েও প্রশ্ন তোলেন আদালত।
আদালত বলেন, তারা সুবিধা মত মামলা নেয়। থানায় টাকা ছাড়া জিডিও হয় না। দেশের ১৩ হাজার পুলিশ দুর্নীতির সাথে সরাসরি জড়িত বলেও মন্তব্য করেন হাইকোর্ট।