ঢাকা, রবিবার, ২৮ মে, ২০২৩  |  Sunday, 28 May 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

সিরীয় শিশুদের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছর ২০১৮ ॥ ইউনিসেফ


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৮:০৩ পিএম, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯    
সিরীয় শিশুদের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছর ২০১৮ ॥ ইউনিসেফ
সিরীয় শিশুদের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছর ২০১৮ ॥ ইউনিসেফ

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ ঘোষণা করেছে, সিরিয়ার শিশুদের জন্য গত ২০১৮ সাল ছিল সবচেয়ে প্রাণঘাতী।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিতা ফুরে এক বিবৃতিতে বলেছেন, সিরিয়ায় ২০১৮ সালে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হামলায় এক হাজার ১০৬টি শিশু নিহত হয়েছে। ২০১১ সালে সহিংসতা শুরুর পর সিরিয়ায় এক বছরে এত বেশি শিশু আর প্রাণ হারায়নি। খবর ওয়েবসাইটের। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, নিহত শিশুর প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশিও হতে পারে। কারণ সব মৃত্যুর তথ্য হয়ত জাতিসংঘের কাছে আসেনি। ইউনিসেফের বিবৃতিতে বলা হয়েছে, এখনও সিরিয়ার অনেক এলাকায় শিশুরা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...