সাকিব নিজেই জানালেন ২৮ মার্চ মাঠে ফিরছেন
ক্রীড়া ডেস্কঃ
প্রকাশিত: ০৬:০৩ পিএম, শনিবার, ৭ মার্চ ২০২০ আপডেট: ০৬:০৩ পিএম, শনিবার, ৭ মার্চ ২০২০
মাথা থেকে নিষেধাজ্ঞার খড়গ নামেনি। তবে ব্যাটে-বলে আবারো মাঠে দেখা মিলবে প্রিয় সাকিবের। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপন করেন সাকিব। তথ্য গোপনের অভিযোগে সাকিবকে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ মোট দুই বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করেছে আইসিসি। এদিকে সাকিব ভক্তদের জন্য সুসংবাদ হলো আগামী ২৮ মার্চ সাকিবকে আবারো ক্রিকেটের ময়দানে দেখা যাবে।
অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস অ্যান্ড এডুকেশনের আমন্ত্রণে সাকিবের পাশাপাশি এই আয়োজনে থাকছেন আরেক বাংলাদেশি তারকা মোহাম্মদ আশরাফুল। আগামী ২৮ মার্চ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে মুখোমুখি হবে মেলবোর্ন ও সিডনি নামের দুটি দল। দাতব্য উদ্দেশে আয়োজিতব্য ম্যাচটির নামকরণ ইন্ডিপেন্ডেন্স ডে ক্রিকেট ফেস্টিভ্যাল, যার টিকিট বিক্রিও ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
এই ম্যাচে মাঠে নামার ঘোষণা দিয়েছেন সাকিব নিজেই। আয়োজকদের ফেসবুক পেইজের মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় সাকিব আল হাসান বলেন, ‘আশা করি সবাই ভালো আছেন। অস্ট্রেলিয়ায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস অ্যান্ড এডুকেশনের আমন্ত্রণে ২৮ মার্চ ইন্ডিপেন্ডেন্স ডে চ্যারিটি ক্রিকেট ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে আমি আসছি মেলবোর্নে। আশা করি আপনাদের সবার সাথে দেখা হবে।’
আইসিসির নিষেধাজ্ঞা চলাকালে স্বীকৃত ক্রিকেটে খেলার সুযোগ নেই। তবে চ্যারিটি ম্যাচে খেলতেও বাধা নেই। উল্লেখ্য,আইসিসির কাছে জুয়াড়ির প্রস্তাব পাওয়ার বিষয়টি না জানানোয় সাকিব আইন অনুযায়ী পেয়েছেন এক বছরের নিষেধাজ্ঞা, সাথে আছে আরও এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। এই বছর ২৯ অক্টোবরের আগে জাতীয় দল বা ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন না সাকিব।