Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
ঢাকা, শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩  |  Friday, 31 March 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

সম্মাননা পেলেন বিকাশ সিইও কামাল কাদীর


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০৩:১২ পিএম, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১   আপডেট:   ০৩:১২ পিএম, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১  
সম্মাননা পেলেন বিকাশ সিইও কামাল কাদীর
সম্মাননা পেলেন বিকাশ সিইও কামাল কাদীর

দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে অগ্রণী ভূমিকা ও অবদানের জন্য ‘আইসিটি বিজনেস পারসন অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছেন বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর। গত সোমবার রাজধানীর একটি হোটেলে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার আয়োজিত ‘আইসিটি অ্যাওয়ার্ড-২০২১’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী কামাল কাদীরের হাতে এই পুরস্কার তুলে দেন।

সহজ, স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করে দেশের মানুষকে লেনদেনের সক্ষমতা ও স্বাধীনতা দিয়েছে বিকাশ। ৫ কোটি ৭০ লাখ গ্রাহককে বৈচিত্র্যময় সেবার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে এসেছে তারা। তারই স্বীকৃতি হিসেবে বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহীকে এই সম্মাননা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে ষষ্ঠবার এই অনুষ্ঠান আয়োজন করা হলো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সাব্বির হোসেন। আইসিটি খাতে উল্লেখযোগ্য অবদান রাখায় আরও একজন উদ্যোক্তা ও চারটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে।

অর্থনীতি থেকে আরও পড়ুন

অর্থনীতি পুরস্কার বাণিজ্য বিকাশ

আপনার মন্তব্য লিখুন...