রিমান্ড শেষে কারাগারে সাহেদ
অনলাইন ডেস্কঃ
প্রকাশিত: ০৭:০৮ এএম, রবিবার, ২৩ আগস্ট ২০২০ আপডেট: ০৭:০৮ এএম, রবিবার, ২৩ আগস্ট ২০২০
পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সাত দিনের রিমান্ড শেষে রোববার সাহেদকে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে হাজির করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মইনুল ইসলাম বলেন, দুদকের কর্মকর্তারা সাহেদকে দুপুরের পর আদালতের হাজতখানায় নিয়ে আসেন। পরে তাঁকে হাজতখানার ভেতরে রাখা হয়।
আদালত সূত্র বলছে, দুদকের পক্ষ থেকে সাহেদকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আদালতের অনুমতি নিয়ে ১৭ আগস্ট সাহেদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক। সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি থাকলেও ২০ আগস্ট তাঁকে আদালতে হাজির করে দুদক। তখন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মামলার তদন্ত কর্মকর্তাকে ভর্ৎসনা করেন। আদালত সাত দিনের রিমান্ড আদেশ পুরোপুরি কার্যকর করার আদেশ দেন। পরে সাহেদকে দুদকে নিয়ে যাওয়া হয়।
২০১৫ সালে ফারমার্স ব্যাংকের ২ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত ২৭ জুলাই সাহেদসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক।