ঢাকা, রবিবার, ২৮ মে, ২০২৩  |  Sunday, 28 May 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

যে ফল সূর্যের ক্ষতিকর রশ্মি দূর করতে ম্যাজিকের মতো কাজ করবে


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ১০:০২ পিএম, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১   আপডেট:   ১০:০২ পিএম, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১  
যে ফল সূর্যের ক্ষতিকর রশ্মি দূর করতে ম্যাজিকের মতো কাজ করবে
যে ফল সূর্যের ক্ষতিকর রশ্মি দূর করতে ম্যাজিকের মতো কাজ করবে

রোদে পুড়ে যাওয়া স্কিন খুব সাধারণ একটি সমস্যা। তবে পোড়াভাব স্কিন থেকে তুলতে যেয়ে অনেক সমস্যায় পড়তে হয়। অনেকে অনেক কিছু ব্যবহার করেও রোদেপড়া কালচে ভাব থেকে রক্ষা পাই না। নতুন গবেষণা বলছে রোদে পোড়া দাগ দূর করতে যাদুকরী ভূমিকা পালন করে আঙ্গুর। আঙুরে যেহেতু পলিফেনলস থাকে, তাই এই ফল সানবার্ন বা রোদে পোড়া ভাব এবং অতি বেগুনি রশ্মির প্রভাব রোধ করতে পারে।

জার্নাল অফ আমেরিকান অ্যাকাডেমি অফ ডারমাটোলজিতে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, যে যেসব ব্যক্তি এই সমীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা নিয়মিত আঙ্গুর খেয়েছেন। পরে দেখা যায় তাদের রোদে পোড়া ভাব আটকে দেওয়ার ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। সেই সাথে বৃদ্ধি পেয়েছে ইউভি রশ্মি রোধ করার ক্ষমতাও।

আমেরিকার বার্মিংহাম আলাবামা বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্রেইগ এলমেট বলেছেন যে আঙুর আসলে একটি ভক্ষণযোগ্য সানস্ক্রিন। এমনিতে মুখে যে সানস্ক্রিন লাগানো হয়, আঙুর খেলে তার উপরে আরও একটি বাড়তি সুরক্ষার স্তর তৈরি হয়ে যায়। ২.২৫ কাপ আঙুরের সমান আঙুরের পাউডার টানা ১৪ দিন খেলে সেটা ইউভি রশ্মির ক্ষতিকর প্রভাব আটকাতে কতটা সক্ষম, তা গবেষণায় দেখানো হয়েছে।

 সমীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের আলাদা করে দুইবার পরীক্ষা করা হয়েছে। সমীক্ষায় প্রথমে আঙুর খাওয়ার আগের পর্যায়ে দেখা হয়েছে ইউভি রশ্মি তাদের ত্বকে ঠিক কতটা ক্ষতি করেছে। দুই সপ্তাহ পর দেখা যায় যে আঙুর খাওয়ার জন্য এই সব ব্যক্তিদের ৭৪.৮% ইউভি রশ্মি প্রতিরোধক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এই সব ব্যক্তিদের ত্বকের থেকে নমুনা নিয়ে বায়োপ্সি করা হয়। দেখা যায় যে আঙুর খাওয়ার জন্য ত্বকের ডিএনএ-র ক্ষতি অনেক কম হয়েছে।

যেহেতু বেশিরভাগ ত্বকের ক্যানসার এবং ত্বকের অকালে বুড়িয়ে যাওয়ার পিছনে সূর্যের আলো দায়ী, তাই এই গবেষণা পথ অনেকটা সহজ করে দেবে বলে ধারণা। 

আপনার মন্তব্য লিখুন...