ঢাকা, মঙ্গলবার, ৬ জুন, ২০২৩  |  Tuesday, 6 June 2023  |  এখন সময়:

Advertise@01680 34 27 34

ম্যান ইউকে হারিয়ে সেমিতে এক পা বার্সার


ক্রীড়া ডেস্কঃ

প্রকাশিত:   ০৪:০৪ এএম, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯    
ম্যান ইউকে হারিয়ে সেমিতে এক পা বার্সার
ম্যান ইউকে হারিয়ে সেমিতে এক পা বার্সার


ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে অ্যাওয়ে ম্যাচে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের পথে এক পা এগিয়ে গেল বার্সেলোনা। বুধবার রাতে ওল্ড ট্রাফোর্ডে একমাত্র আত্মঘাতি গোলে জয় নিয়ে ফিরেছে আর্নেস্তো ভালভার্দের দল।

ম্যাচের ১২ মিনিটের মাথায় লিওনেল মেসির দুর্দান্ত পাস থেকে পাওয়া বল দুরহ কোন থেকে হেড করে প্রতিপক্ষের জালে ঠেলেন লুইস সুয়ারেজ। তার হেডের বল লুক শয়ের শরীরে লেগে জালে প্রবেশ করলে এগিয়ে যায় বার্সেলোনা।


আর কোনো গোলের দেখা না পেলেও পুরো ম্যাচে একক আধিপত্য বিস্তার করে খেলেছে বার্সেলোনায়। ওলে গার্নারের শিষ্যরা শুধু মাথার চুল টেনেছে আর গোলের জন্য তপস্যা করেছে। বলের দখল, লক্ষ্যে শট সবকিছুতেই এগিয়ে ছিলো স্প্যানিশ জায়ান্টারাই। সুয়ারেজ ও কুতিনহো দুটি সহজ সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান আরো বড় হতে পারতো।

আগামী ১৭ এপ্রিল ম্যান ইউকে আতিথ্য দেবে বার্সেলোনা। ওই ম্যাচে জয়ের বিকল্প নেই ওলে গার্নারের শিষ্যদের।

আপনার মন্তব্য লিখুন...