ঢাকা, সোমবার ১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২, ০৯ জমাদিউস সানি ১৪৪৭ | এখন সময়:

Advertise@01680 34 27 34

ম্যাজিস্ট্রেট ছেলেকে মা দেখে যেতে পারলেন না


অনলাইন ডেস্কঃ

প্রকাশিত:   ০১:০৪ এএম, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯    
ম্যাজিস্ট্রেট ছেলেকে মা দেখে যেতে পারলেন না
ম্যাজিস্ট্রেট ছেলেকে মা দেখে যেতে পারলেন না

কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে চাকরি জীবন শুরু হয় একটি প্রাইভেট কোম্পানিতে প্রোগ্রামার হিসেবে। ভালো কিছু করার লক্ষ্য ছিল ছোট বেলা থেকেই। সে হিসেবে প্রাইভেট কোম্পানিতে সন্তুষ্ট হতে না পেরে এবং বড় ভাইয়ের অনুপ্রেরণায় ঠিক করেন সিভিল সার্ভিসেই যাবেন। এরপর আর থেমে থাকেননি তিনি। প্রথমবার অংশগ্রহণ করেই পেয়ে যান সফলতা। ৩৭ তম বিসিএস-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উত্তীর্ণ হয়েছেন নিরুপম।

পুরো নাম নিরুপম মজুমদার। নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট চরপার্বতী গ্রামের রেবতী মোহন মজুমদার ও শৈবলনী মজুমদার দম্পতির ছোট ছেলে। পেশায় দর্জি হওয়ায় সংসার চালাতে বাবাকে হিমশিম খেতে হয়েছে প্রতিনিয়ত। তিন ভাইবোনের পড়াশোনার পেছনে মামার আর্থিক সহযোগিতা থাকায় পড়ালেখা কোন রকম চালিয়ে যান। বড় ভাই অনুপম মজুমদার ডাক্তারি পড়াশোনা শেষ করে ২৫তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হয়ে পরিবারের হাল ধরেন।

বিঃ দ্রঃ এছাড়াও যেকোন পরামর্শ ও সহযোগিতার জন্য আমাদের গ্রুপ এর সাথে যোগাযোগ করুন - Connect With Us অথবা - Check Banglarsomoy Education অথবা - Banglarsomoy Facebook Group অথবা -Join Our Educational page

বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y

বাবা-মা ফিরে পায় কিছুটা স্বস্তির জীবন। তখন থেকেই বড় ভাই নিরুপমের পড়াশোনার ভার নেন। স্কুল জীবনে সব ক্লাসেই ছিলেন ফার্স্টবয়। ছোটবেলা থেকেই তুখোড় মেধাবী হওয়ায় শিক্ষকদের মন কাড়েন। ৮ম শ্রেনীতে পান ট্যালেন্টপুলে বৃত্তি। ২০০৭ সালে এসএসসি পরীক্ষায় (শিডিউল কাস্ট) উচ্চবিদ্যালয় থেকে জিপিএ ৫.০০ এবং ২০০৯ সালে চট্রগ্রামের সরকারি সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে জিপিএ ৫.০০ পেয়ে র্উত্তীর্ণ হন।

কলেজ শেষ করে ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যাল নিয়ে দোটানায় থাকায় ভালোভাবে প্রস্তুতি নিতে পারেননি। তারপরও ভালো প্রস্তুতি ছাড়াই চান্স পেয়ে যান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগে। বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে ব্যাচ পড়াতেন আর বড় ভাইয়ের সহযোগিতাও ছিল। তা নিয়েই পড়াশোনা চালিয়ে গেছেন।



বিশ্ববিদ্যালয় জীবনে বিতর্ক করতেন এবং জড়িত ছিলেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে। প্রথম শ্রেনী পেয়ে স্নাতক সম্পন্ন করে মাস্টার্সে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটিতে। স্নাতক শেষে একটি প্রাইভেট কোম্পানিতে প্রোগ্রামার হিসেবে যোগদেন।

কিন্তু বড় ভাই ডা. অনুপম মজুমদারের অনুপ্রেরণায় প্রচণ্ড ইচ্ছা জাগে সিভিল সার্ভিসে আসার। তখন ৩৭তম বিসিএস প্রিলিমিনারির জন্য হাতে আছে প্রায় চার মাস। এসময় চাকরি ছেড়ে দেন এবং বন্ধুবান্ধবদের সাথে আড্ডাবাজি সবকিছু থেকে গুটিয়ে নেন নিজেকে। পুরোদমে প্রস্তুতি নিতে থাকেন প্রিলিমিনারির জন্য। সকাল ১০টা থেকে রাত ২ থেকে ৩ টা পর্যন্ত দৈনন্দিন কাজ ছাড়া বাকি সময় টানা পড়াশোনা করতে থাকেন।


নিজের প্রস্তুতির অভিজ্ঞতা থেকে বিসিএস পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রস্তুতি শুরুর আগে একটা মাইলফলক ঠিক করে সে অনুযায়ী নিয়মিত পড়তে হবে। সব টপিক বিস্তারিত পড়লে ভাইভাতেও কাজে লাগবে। প্রত্যেকটি বিষয়ের জন্য আগে থেকেই সময় নির্ধারণ করে নিতে হবে। কোন একটি বিষয় নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ না করতে পারলে অন্য বিষয়ের জন্য নির্ধারিত সময় কমিয়ে অসম্পূর্ণ বিষয়টি শেষ করতে হবে’।

প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়ার পর লিখিত পরীক্ষার জন্য খুব অল্প সময় পেলেও সে সময় অসুস্থ মায়ের সেবা করার পাশাপাশি লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হয় তাকে। বিসিএস মহাযুদ্ধের শেষ প্রান্তে এসে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয় নিরুপমকে। ভাইভার ঠিক আগ মুহূর্তে অক্টোবরের ২ তারিখে তাদের রেখে না ফেরার দেশে চলে যান জন্মদাত্রী মা শৈবলনী মজুমদার। 

বিঃ দ্রঃ এছাড়াও যেকোন পরামর্শ ও সহযোগিতার জন্য আমাদের গ্রুপ এর সাথে যোগাযোগ করুন - Connect With Us অথবা - Check Banglarsomoy Education অথবা - Banglarsomoy Facebook Group অথবা -Join Our Educational page

বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y

দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে নিরুপম ভাইভার প্রস্তুতি চালিয়ে যেতে থাকেন। সবশেষে ভাইভা দিয়ে নিজের পছন্দের প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হন। কিন্তু যার কথা চিন্তা করে সবসময় বড় হওয়ার চেষ্টা করে যেতেন; সেই মমতাময়ী মা নিরুপমের সফলতা দেখার আগেই চির বিদায় নিয়ে চলে যান।

প্রশাসনিক ক্যাডারে আসা সম্পর্কে বলেন, ‘দেশ ডিজিটালাইজেশন হচ্ছে সামনে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ছে তাই ইঞ্জিনিয়ারিং থেকে প্রশাসনে এসেছি যেন প্রশাসনকে এদিকে এগিয়ে নিতে পারি। আর একজন সরকারি কর্মকর্তা হিসেবে দরিদ্র মানুষদের কাছ থেকে সহযোগিতা করতে পারি।

প্রশাসনিক ক্যাডারে সুযোগ পাওয়ার অনুভূতি সম্পর্কে নিরুপম বলেন, ‘এটা হচ্ছে একটা অসাধারণ অনুভূতি। দরিদ্র পরিবারের ছেলে হয়ে এই অর্জন সহজ ছিল না। এখন সেই দিনগুলোর কথা মনে পড়লে চোখে আনন্দের অশ্রু চলে আসে। আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছেন। উনি এমন একজন মানুষ ছিলেন যার দুইটা বা তিনটার বেশি শাড়ি ছিল না। যে প্রায় সময় নিজে না খেয়ে আমাদের খাওয়াতেন। প্রতিটা ধাপে আমার মা সবসময় প্রেরণা জুগিয়ে আমাকে এগিয়ে নিয়েছেন। তবে অনেক প্রাপ্তির মাঝে একটা অপ্রাপ্তি হচ্ছে আমার মা সফলতা দেখে যেতে পারেননি’।

লেখক: মু. ফারহান, শিক্ষার্থী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিঃ দ্রঃ এছাড়াও যেকোন পরামর্শ ও সহযোগিতার জন্য আমাদের গ্রুপ এর সাথে যোগাযোগ করুন - Connect With Us অথবা - Check Banglarsomoy Education অথবা - Banglarsomoy Facebook Group অথবা -Join Our Educational page

বিসিএস / ব্যাঙ্ক সহ সরকারি / বেসরকারি ও অন্যান্য চাকরির প্রস্তুতির কিংবা সফল ব্যাক্তিদের উৎসাহমূলক সাফল্য গাঁথা জানতে ভিসিট করুন http://tiny.cc/ghpz4y

আপনার মন্তব্য লিখুন...